![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল আছি ভাল থেকো, আমার ঠিকানায় চিঠি লিখো
আমাদের জাতির পিতা কে? হযরত ইব্রাহিম (আঃ) নাকি শেখ মুজিব ?
এখানে "আমাদের" শব্দটার উপর নির্ভর করবে যে উত্তর টা কি হবে।'আমাদের' বলতে যদি দেশের জনগণ অথবা 'জাতি' বলতে যদি আমরা বাঙালি জাতি বা বাংলাদেশি বুঝিয়ে থাকি তাহলে নিঃসন্দেহে উত্তর টা হবে বঙ্গবন্ধু।
আর 'জাতি' অর্থে যদি আমি মুসলমান জাতি বুঝাই তাহলে সেটা হবে ইব্রাহিম(আ)।
আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান : এই কথাটা শুনলেই কিছু স্বাধীনতা বিরোধী কুত্তাপাগল হয়ে যায়। তারা বলে, মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম (আঃ)।
তা ধর্মের হিসেবে তিনি, জাতিসত্তার হিসেবে না। জাতিসত্তার রাষ্ট্রীয় বিচারে শেখ মুজিবের স্থানে হযরত ইব্রাহিম (আঃ) কে বসানোর চেষ্টা করার কোনো মানে নেই। সেটা করলে কারো সম্মানই রক্ষা পায় না, বরং কমে।
বিশ্বের প্রায় সব রাষ্ট্রেরই জাতির পিতা থাকে। খ্রিষ্টান, ইহুদি বা মুসলিম রাষ্ট্রগুলোরও থাকে। মুসলিম, খ্রিষ্টান বা ইহুদিরাও হযরত ইব্রাহিম (আঃ) রাষ্ট্রীয়ভাবে জাতির পিতা বলে না। কতিপয় মুসলিম রাষ্ট্র ও তার জাতির পিতাদের নাম -
পাকিস্তান - জিন্নাহ্
আফগানিস্তান - দুররানি
সৌদি আরব - ইবনে সৌদ
ইন্দোনেশিয়া - সুকর্ণ
ইরান - সাইরাস দ্য গ্রেট
মালয়শিয়া - টুংকু আবদুল রহমান
তুর্কি - মুস্তফা কামাল আতাতুর্ক... ইত্যাদি
প্রায় সব রাষ্ট্রই নিজ নিজ জাতির জনককে চিনে নেয় স্বীয় রাষ্ট্রের মুক্তিতে কার অবদান ও ত্যাগ সবচেয়ে অগ্রগণ্য সেই বিবেচনায়। তো এখানে অবান্তরভাবে ধর্মকে টেনে-হেঁচড়ে এনে নিজ জাতির জনককেই খাটো করার পাঁয়তারা করা শুধু মূর্খতাই নয়, শাস্তিযোগ্য অপরাধও।
তাই এই দুটো বিষয় নিয়ে বিতর্ক করা মূর্খতার পরিচায়ক। হযরত ইব্রাহিম একজন নবী আর শেখ মুজিব একজন মানুষ । দুজনের তুলনা করে কেন গুনাহের কাজ করছেন ?
২| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৭
তিক্তভাষী বলেছেন: খুব সহজীকরণ হয়ে গেছে। সমস্যা আরো্ গম্ভীর।
৩| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৭
অডি বলেছেন: আলাদীন বলেছেন: মুজিব ছিল একটা বেঈমান। আব্বু ডাকার তো প্রশ্নই নাই। সে স্বাধীনতা চায় নাই, সে চেয়েছিল ৬ দফা। যাতে নিজে ক্ষমতা পেতে পারে। এই দেশের এক কুলাঙ্গার
এভাবে প্রতিক্রিয়া বোকা আর এক্সট্রিমিস্টরা দেখায়। আমারতো মনে হয় ঐসময়ে ৬দফা ঠিকই ছিল।
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৭
আলাদীন বলেছেন: মুজিব ছিল একটা বেঈমান। আব্বু ডাকার তো প্রশ্নই নাই। সে স্বাধীনতা চায় নাই, সে চেয়েছিল ৬ দফা। যাতে নিজে ক্ষমতা পেতে পারে। এই দেশের এক কুলাঙ্গার ।