নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভাল না খারাপ দূর থেকে নয়, কাছে এসে মিশে বন্ধু হয়ে দেখুন৷

খলিলুর রহমান ফয়সাল

ভাল আছি ভাল থেকো, আমার ঠিকানায় চিঠি লিখো

খলিলুর রহমান ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

পাকিস্তান নিয়ে হা-হুতাশ করে কি হবে?

২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৯

পাকিস্তান থেকে শুধু পেয়াজ নয় আরো অনেক কিছু আমদানী করে বাংলাদেশ। বিশেষ করে চিকিৎসায় ব্যবহৃত সার্জিক্যাল সরঞ্জাম ও বৈদ্যুতিক পাখার কদর খুব বেশি এদেশে। ইদানিং দেশীয় তাত বাদ দিয়ে পাকিস্তানি থ্রিপিস, সালোয়ার-কামিজ, লন ও কুর্তায় আগ্রহ দেখাচ্ছে বাঙালি নারীরা। এর একমাত্র কারণ “কম টাকায় ভালো কোয়ালিটি”। এক ধোয়ায় কাপড়ের রং উঠে গেলে তখন এর সাথে দেশপ্রেমও ধুয়ে চলে যায়।

হা-হুতাশ না করে বরং বাংলাদেশী কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছে কি না সেদিকে নজর দিতে হবে। আঠারো থেকে বিশ টাকা কেজি দরে পেয়াজ বিক্রয় করে কৃষক। আপনি কিনছেন ২৫০ টাকা করে। বাকী ২৩০ টাকা কার পকেটে যায় সে হিসেব বের করুন। এই সিন্ডিকেটের কাছে সরকারও অসহায়।

এরা কারা?

দেশে যদি ভালো বৈদ্যুতিক পাখা, জুস, অস্ত্রোপচারের সরঞ্জামের কারখানা গড়ে উঠতো তাহলে পাকিস্তান কেন, কোন দেশের উপরই আমাদের নির্ভরশীল থাকতে হতো না। এমনকি কোরবানির জন্য ভারত থেকে গরু চুরি করে আনতে হতো না।

মানুষ তো কম নেই বাংলাদেশে! মার্কেটিং ম্যানেজমেন্ট করা গেলে আর মানুষকে যদি প্রপারলি টেকনোলজিক্যাল ডেভেলপ করতে পারতাম, সত্যিকারের স্কিল্ড মানুষ যদি তৈরি হতো- এদেশ বিশ্বের অন্যতম সেরা ধনী দেশ হতো বলে আমি মনে করি।

মন্তব্য ১১ টি রেটিং +৬/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০৪

ঢাবিয়ান বলেছেন: চেতনাওলারা এখন কই?

২| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:২৭

রাজীব নুর বলেছেন: পোষ্টের শেষে আপনার আত্মবিশ্বাস টুকু খুব ভালো লাগলো।

৩| ২১ শে নভেম্বর, ২০১৯ রাত ১:০৭

হাসান কালবৈশাখী বলেছেন:
চেতনাওলারা এখন কই?

আপনে হিন্দুর তৈরি পিয়াইজ এতদিন কম চাবাইছেন? তবুতো কখনো বন্ধু ভাবেন নি।
আমরা ৭ বছর ধরে ইলিশ বন্ধ করা সত্বেও ভারত কিন্তু পেঁয়াজ চাল-ডাল কিছুই বন্ধ করেনি।
ভারত প্রকৃত শত্রুতা করলে পাকিস্তানি পেঁয়াজ আনতে আকাশপথই বন্ধ করে দিত।

লাফালাফি করার কিছু নেই।
পেঁয়াজ বাংলাদেশ সরকার আনছে না।
পেঁয়াজ আনছে বেসরকারি ব্যবসায়ীরা, এরা যেখানে দাম কম পাবে সেখান থেকে আনবে, প্রয়জনে জাহান্নাম থেকে আনবে।
সবচেয়ে বড় ডেমোন্সট্রেশন হল বাংলাদেশের মানুষ প্রয়োজনে উচ্চমুল্যে বিমানে করে আমদানি করা পেঁয়াজ খাওয়ার সামর্থ্য রাখে।

৪| ২১ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:২১

আখ্যাত বলেছেন:
আর কত ঘৃণা

৫| ২১ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪০

ঢাবিয়ান বলেছেন: @হাসান কালবৈশাখী, সমস্যাতো আপনাদের। আমাদেরতো ভারত , পাকিস্তানের পন্যে কোন প্রব্লেম নাই। দেশীয় পন্য পর্যাপ্ত না হলে আমদানীকারকরা যেখান থেকেই পন্য আনুক, আমাদের কোন অসুবিধা নাই। আমাদের চোখে এসব নেহাতই দ্বিপাক্ষিক ব্যবসা। আর তাই আমাদের কাছে বন্ধু রাস্ট্র, শত্রু রাস্ট্র বলে কিছু নাই। সবই প্রতিবেশি রাস্ট্র। নিজের হীন স্বার্থে আমরা অতীতকে বর্তমানের সাথে গুলাই না।

৬| ২১ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৭

মা.হাসান বলেছেন: শেষের প্যারার সাথে একমত। সুন্দর লিখেছেন।

৭| ২১ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:১২

মোহামমদ কামরুজজামান বলেছেন: ন্যায় ,অন্যায় বোধ প্রয়োজন ও স্বার্থের সাথে উঠানামা করে ।

আমরা যদি সকল সেক্টরে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নির্ধারণ করি তবে আমরা সমস্ত সঙ্কটকে কাটিয়ে উঠতে পারব ।

৮| ২১ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:২২

শাহিন-৯৯ বলেছেন:



খুবই মূল্যবান একটি লেখা, খুব ভাল লাগল। আমাদের অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমান নিয়ে এগুতে হবে, অতীতে পড়ে থাকলে আবার অতীত একদম ভুলে গেলে সামনে এগুনে যাবে না।

৯| ২১ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ন্যায় অন্যায় জানি নে, জানি নে, জানি নে,
শুধু তোমারে জানি
ওগো পেঁয়াজ সুন্দরী।

চাও কি প্রেমের চরম মূল্য-- দেব আনি,
দেব আনি ওগো পেঁয়াজ সুন্দরী।
প্রিয় যে তোমার, বাঁচাবে যারে,
নেবে মোর প্রাণঋণ--
তাহারি সঙ্গে তোমারি বক্ষে
বাঁধা রব চিরদিন মরণডোরে।
কেমনে ছাড়িবে মোরে,
ওগো পেঁয়াজ সুন্দরী॥

১০| ২১ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৪২

গেছো দাদা বলেছেন: শরীর সুস্থ রাখার একটি প্রবাদ ...

পেঁয়াজ রসুন খাসনে আর
মদ মাংস মাদক ছাড়।।

১১| ২২ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১৮

আবদুল মমিন বলেছেন: আমদানি নির্ভর বাজার বেবস্থা কখনও দেশের অর্থনীতির জন্য মঙ্গল জনক নয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.