![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল আছি ভাল থেকো, আমার ঠিকানায় চিঠি লিখো
সিন্ধু নদীতে পাকিস্তান বাঁধ দেয়ার কারণে ভারত আজ প্রতিবাদ জানাচ্ছে। ভারত বলছে, নির্মীয়মান ওই বাঁধটির কারণে কাশ্মীর ও লাদাখের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে।
বাংলাদেশের কথা কি ভুলে গেলো ভারত?
বাংলাদেশমুখি ভারত-নেপালের অভিন্ন নদীসমূহের উপর শতশত বাঁধগুলো আমাদেরকে কেমন রাখে সে কথাকি ভারতের আজ মনে পড়ছে না?
গরমের সময় বাংলাদেশ ধানী জমিতে সেচের জন্যও কৃষক সামান্য পানি পায় না। নদীগুলো শুকিয়ে যায়, মরুময় আবহাওয়া তৈরি হয়।
আবার বর্ষাকালে গঙ্গা, ব্রহ্মপুত্র, তিস্তা, মহানন্দা, বরাক প্রভৃতি বাংলাদেশমুখি নদীসমূহের উপর ভারত যে বাঁধ দিয়েছে সেগুলোর পানি ছেড়ে দেয়। আটকে থাকা বাড়তি পানি প্রবল বেগে বাংলাদেশের দিকে ধেয়ে আসে। বন্যা হয়, ডুবে থাকে আমার দেশের মানুষের বাড়িঘর, ফসলী জমি।
বাংলাদেশের বেলায় অমানবিক ভারত আজ হুট করে মানবিক হয়ে উঠেছে।
শোন নেপাল, শোন পাকিস্তান, শোন ভারত-নদীগুলোকে আর আটকে রেখো না। ওদেরকে ওদের মতো চলতে দাও। ওরা এসে সমুদ্রে পড়ুক।
বিদ্যুৎ উৎপাদন করতে তোমরা অন্য চিন্তা করো।
বাংলাদেশের মানুষ ডুবে যাচ্ছে। আমাদের বাঁচাও।
২| ২০ শে জুলাই, ২০২০ দুপুর ১২:২৮
রাজীব নুর বলেছেন: বন্যা, নদী ভাংগন এটা প্রতি বছরের ঘটনা আমাদের দেশে। কোনো দেশের দোষ দিয়ে লাভ নেই।
৩| ২০ শে জুলাই, ২০২০ দুপুর ১:১২
রাশিয়া বলেছেন: ভারত যদি বাঁধ না দিত, তাহলে শুষ্ক মউসুমে আমাদের কৃষি জমি পানির অভাবে খা খাঁও করতো না, ভরা মৌসুমে বন্যায়ও এত ক্ষতি হতনা। দোষ ভারতকে দেবেনা তো নিজের ভাসুরকে দেবে?
৪| ৩০ শে জুলাই, ২০২০ রাত ১০:২৭
মুজিব রহমান বলেছেন: সবাই নিজের স্বার্থটাই দেখতে চায়।
৫| ৩১ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৫৭
সাহাদাত উদরাজী বলেছেন: বন্যা নদী ভাঙ্গন কত দুঃখ বয়ে আনে তা ভুক্তভোগী ছাড়া কাউকে বুঝানো যায় না।
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০২০ রাত ১:১৫
নেওয়াজ আলি বলেছেন: স্বামী স্ত্রী সম্পর্ক বলেছেন মন্ত্রী ।