নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি কিশোর ছেলে , একাকি স্বপ্ন দেখে , আহা কি যে সুখ....................

আমি খুব-ই সাধারন । কারো সাতে-পাঁচে নাই ।

সামাদ হোসেন

সামাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মানুষরূপী সুপার হিরোরা....................

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৪

পুলিশবাহিনী যারা ইট পাথর ককটেল গুলি হামলার বৃষ্টির ভেতর অবিচল দাড়িয়ে আমাদের হেফাজত করে।



যে চিটাগং রোডে একটা গরুকে বাঁচাতে গিয়ে এক্সিডেন্ট করে বর্তমানে পঙ্গু।



সেই মহিলাটি যিনি মৃত প্রায় থেতলানো রক্তাক্ত পুলিশ অফিসারকে নিজের জীবনের পরোয়া না করে বাঁচাতে এগিয়ে আসেন।



সেই মানুষটি যিনি ১০০জন মানুষের জীবন বাঁচাতে নিজের জীবনের লক্ষ্যস্থির করেছেন রক্তদানে সেঞ্চুরি করা।



সেই অকুতভয় মানুষটি যিনি রানা প্লাজার ধ্বংশস্তুপে সবার আগে ঝাপিয়ে পরে শখানেক মানুষের জীবন বাঁচিয়ে নিজেই এখন মৃতদের তালিকায়।



সেই মধ্যবয়স্ক মানুষটি যিনি সিলেটে রেললাইনে পা আটকে যাওয়া একজন মানুষের জীবন বাঁচাতে গিয়ে নিজেই ট্রেনের নিচে পরে মারা যায়।



সেই প্রবাসী ভাইটি যিনি তার ট্যাক্সিতে লক্ষ লক্ষ টাকা,স্বর্ণ পাবার পরেও স্থানীয় পুলিশস্টেশনে গিয়ে ফেরত দিয়ে বাংলাদেশের নাম উজ্জল করে।



সেই বখাটে ছেলেটা যে স্টাইল মেরে তার গার্লফ্রেন্ডের সাথে সিনেমা হলে ফিল্ম দেখতে গিয়েও জাতীয় পতাকা দেখা মাত্র দাড়িয়ে যায় সম্মান প্রদর্শনে।



সেই ওবায়দুল কাদের যিনি ভারতীয় রাষ্ট্রদূতের সামনে বসে ভারতের বিপক্ষে অভিযোগ করেন।



পুনশ্চ : আমাদের এমন নাম না জানা হাজারো সুপার হিরোরা আমাদের অহংকার কারণ তারা ফিল্মের কোনো ক্যারেক্টার নয়,বাস্তবে আমাদের মতই সাধারণ রক্তে মাংশে গড়া মানুষ,কিন্তু তাদের হৃদয়টা অবশ্যই বাইশ ক্যারেট স্বর্ণ দিয়ে বাধাই করা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.