নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি কিশোর ছেলে , একাকি স্বপ্ন দেখে , আহা কি যে সুখ....................

আমি খুব-ই সাধারন । কারো সাতে-পাঁচে নাই ।

সামাদ হোসেন

সামাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

নীরবতার কথা

০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬

সামাদ হোসেন

-------------------------

এক গুচ্ছ ফুল হাতে , বট গাছটির তলে /

অধীর হয়ে বসে আছি তুমি এলে বলে |



আজ পড়ছে মনে প্রথম দিনের স্মৃতি /

ঘাড় ঘুরিয়ে যেবার আমি প্রথম তোমায় দেখি |

সেই থেকে যাচ্ছি দেখে আজ অবধি |



সেদিন পেরিয়ে আজ হাজারতম দিনে/

ঠিক করেছি বলেই দেব , /

যা ছিল এই মনে |

এতকাল হয়নি বলা কেন , জানি না /

স্থির মন আজ , বাধা মানব না |



আসছ এগিয়ে ধীরে , এই আমার পানে /

ছেদ পড়ল ফুল পাখি আর মৌমাছিদের গানে |

সামনে এসে দাড়াতেই ফুল দিলাম বাড়িয়ে

একটু খানি সেদিক চেয়ে , তাকালে দিগন্তে |



নীরবতাই বলছে কথা , হয়ে মন /

শুরু হল ফুল পাখি আর মৌমাছিদের উল্লাসী গুঞ্জন |



উৎসর্গ:- হানান

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.