নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি কিশোর ছেলে , একাকি স্বপ্ন দেখে , আহা কি যে সুখ....................

আমি খুব-ই সাধারন । কারো সাতে-পাঁচে নাই ।

সামাদ হোসেন

সামাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

হুমায়ুন আহমেদের জন্মদিনে উৎসর্গকৃত কবিতা

১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৭

হুমায়ুন আহমেদকে নিয়ে কিছু লিখা আমার শোভা পায়না। তারপর-ও তার জন্মদিনে তাকে উৎসর্গ করে কবিতা লিখার একটি ব্যার্থ প্রয়াস।



বিভ্রান্ত তরুণ হাটে , হলুদ পাঞ্জাবী /

সে-ই আকাশ ফেড়ে কল্পলোকে মিসির আলী |

স্বপ্ন দেখছি , সত্য জানছি এই-আমি /

বশ করেছে সাবলীল ঝরঝরে লেখনী |



আজ হিমু আর মিসির আলীর শুভ জন্মদিন /

জানাবো কাকে ? /

সে-যে কালের স্রোতে বিলীন |

অবয়বে বিলীন তুমি , মন থেকে তো নয় /

সেই মুখতো আজো মনে ভেসে রয় |



আছে স্মরণীয় কর্ম শত /

লিখব কত আর /

''নন্দিত নরকে" হাতেখড়ি যার |



তোমার স্বাক্ষর হয়ে সৃষ্টিকর্ম রয় /

তাই নিয়ে কাদব তোমার তরে /

এই কবিতা দিলাম তোমায় /

শুভ জন্মদিন ঘিরে |



রবে হয়ে তুমি নক্ষত্র বা তারা /

দেখ হাল ধরেছে তোমার রোপিত চারা ।



--------সামাদ হোসেন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.