![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাগে মোবাইলটা বিছানার উপর ছুড়ে মারল রিমি। কি করে যে এই সালমান ছেলেটার সাথে তার সম্পর্ক হল তাই ভাবে সে। এক এফএম চ্যানেলে আরজে হওয়ার সুবাদে সারাদিন খালি বকবক আর ফ্লার্ট করে! কোথায় পহেলা বৈশাখে একটু ঘুরতে যাবে তা না, বলে পড়ালেখা আছে!
১৩ তারিখ বিকাল।
ফোনটা বেজে উঠতেই দেখল সালমানের ফোন। ধরবে কিনা ভাবতে ভাবতে ধরেই ফেলল রিমি।
-হ্যালো, রিমি
-হু
-একটু নিচে আসো। আমি দাড়িয়ে আছি।
-ক্যান?
-আগে আসো তারপর তো....
-আচ্ছা
নিচে নেমে রিমি দেখল বিশাল এক প্যাকেট নিয়ে দাড়িয়ে আছে সালমান।
-এই নাও, কাল এটা পড়ে সকাল ছয়টায় রমনায় যাওয়ার জন্য রেডি থেকো।
-সত্যি!
-হুম। একদিন পড়ালেখা না করলে কিইবা আসে যায়? আচ্ছা আমি এখন আসি
-আচ্ছা। আগামীকাল দেখা হবে।
বিদায় নিয়ে রুমে এসে সেই বিশাল প্যাকেট খুলতেই ভিতরে আরো তিনটি প্যাকেট পেলো রিমি। ১ম টাতে পেলো একটা সুন্দর শাড়ী। ২য় টাতে পেলো কিছু হালকা গয়না। ৩য় প্যাকেটটা খুলতেই বিশাল এক চিৎকার দিয়ে উঠল রিমি! পুরো প্যাকেট তেলাপোকায় ভর্তি! আর একটা কাগজে লিখা "সকাল ৬টায় নিচে থাকব- সালমান"। কিসের ঘোরাঘুরি! হাতের কাছে পেলে তো তাকে পিটিয়ে মেরেই ফেলতো রিমি।
১৪ তারিখ সকাল।
ফোনটা বেজেই চলছে। বাজুক! ফাউল ছেলেটার শাস্তি হওয়া দরকার। ফোনের উৎপাতে বিরক্ত হয়ে এক সময় রেডি হয় রিমি। গতকালের শাড়িটাই পড়ে, নিচে নামে সে। তখনো বেজেই চলছে ফোনটা......
রাগ করা আর রাগ ভাঙ্গা চলতেই থাকে.......
******
"শুভ নববর্ষ ১৪২১"
২| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২১
সামাদ হোসেন বলেছেন: ডায়াবেটিক্স বর্তমানে সাধারণ একটি রোগ!! আপনাকেও নববর্ষের শুভেচ্ছা।
৩| ০৪ ঠা জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৩
মোহাম্মদ হোসেন বলেছেন: শেষ হইলেও হইলো না শেষ। ভাল লাগলো।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অতি মিষ্টি প্রেমের গল্প। ডায়াবেটিক্সে আক্রান্ত হইবার অপার সম্ভবনা নিহিত আছে
শুভ নববর্ষ ১৪২১