![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা নিজেরাই নিজেদের সম্মান দিতে জানিনা।
নীতিগতভাবে ডাক্তারদের ধর্মঘট পালনের অধিকার আছে কিনা জানিনা, কিন্তু এ ছাড়া আর কোন শান্তিপূর্ণ পথে তারা আন্দোলন করতে পারেন ? নাকি তারা রোবোট ? মুখ বুজে সব সহ্য করে যাবেন ?
ক্লিনিকে লক্ষ টাকা বিল আদায়ের দায় কি ডাক্তারের না মালিকের ?
গ্রামে থাকতে চায় না ? আপনি কোনটি চাইবেন ব্যাংকের ম্যানেজার হয়ে গ্রামে থাকতে, না জুনিয়র অফিসার হয়ে শহরে ? গ্রামে কতগুলো হাসপাতাল পূর্ণাঙ্গ ?
কয়জন বলেনা, 'আমি অমুকের তমুক, আগে লাইন দিতে হবে' ?
উত্তর দরকার নেই।
দিন শেষে আপনিই চাইবেন আপনার সন্তান ডাক্তার হোক। কিন্তু তাকে কতটুকু নৈতিক শিক্ষা দেন ? এখন বলবেন সব অভিবাবকই এমন না। তবে, বেশির ভাগই কি এমন নয় ? ডাক্তারদের ক্ষেত্রেও ঠিক তাই।
সবশেষে ওই একই রেকর্ড বাজাবো "সবাই এক নয়"। কথাটা অহরহ বলি কিন্তু এটি কি মিথ্যা ?
২| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার ফ্যামিলির দুজন ডক্টর। ঢাকায় জন্ম, কোনদিন গ্রামেও যায়নি। এখন বিসিএস পাশ করে গ্রামে মানুষের সেবা করে।
৩| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৫
সামাদ হোসেন বলেছেন: আপনার যুক্তি ঠিকাছে। আমি কিন্তু ঢালাও ভাবে সবাইকে বলিনি @ মোশাররফ ভাই
৪| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৬
সামাদ হোসেন বলেছেন: আমি ঢালাও ভাবে সবাইকে বলিনি। সবাই একও নয় @ স্বর্ণাপু
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১২
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: আপনাদের জন্য দুঃক্ষ হয়। আমার এ সম্পর্কে লেখাগুলো পড়ুন। Pulse বুঝতে পারবেন
Click This Link