![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে বলার মত তেমন কোন অর্জন গর্জন কিছুই নেই,মানুষকে ভালোবাসতে পছন্দ করি।বেশ ভালোবাসিও বটে, এটাই অর্জন আপাতত।। মাঝে মাঝে অনুভূতিগুলো কবিতা হয়ে যায়।তাই কবিতা লেখার চেষ্টা করি ।কবিতা লেখার নিয়ম পড়েছি বেশ ।কিন্তু মনে থাকেনা,কারন আমি বেশ ভুলোমনা মানুষ।নিজের সম্পর্কে আর কি লেখা যায়??আর কিছুই তো আসে না মাথায়।হ,মনে পড়েছে দেশটাকে ভালোবাসি মায়ের মত।
*** ৭.৫%***
আমি যদি তোর মনের স্বৈরাচারী শাসক হতাম।
তবে,
তোর হাসিতে ৭.৫% ভ্যাট বসাতাম।
আমি যদি তোর মনের স্বৈরাচারী শাসক হতাম।
তবে,
তোর নির্মল চোখের মায়া ছড়ানোতে ৭.৫% ভ্যাট বসাতাম।
আমি যদি তোর মনের স্বৈরাচারী শাসক হতাম।
তবে,
তোর ঐ খোঁপা না করা চুলের উপর ৭.৫% ভ্যাট বসাতাম।
আমি যদি তোর মনের স্বৈরাচারী শাসক হতাম।
তবে,
তোর ঐ চঞ্চলা মনের ছটফটানিতে ৭.৫% ভ্যাট বসাতাম।
আমি যদি তোর মনের স্বৈরাচারী শাসক হতাম।
তবে,
তোর ঐ চোখের নিচের কালোদাগগুলোতে ৭.৫% ভ্যাট বসাতাম।
আমি যদি তোর মনের স্বৈরাচারী শাসক হতাম।
তবে,
তোর ঐ মুখের উপর অবাধ্য সব ব্রণের উপর ৭.৫% ভ্যাট বসাতাম।
আমি যদি তোর মনের স্বৈরাচারী শাসক হতাম।
তবে,
তোর ঐ হঠাৎ হঠাৎ মন খারাপের অসুৃখটাতে ৭.৫% ভ্যাট বসাতাম।
আমি যদি তোর মনের স্বৈরাচারী শাসক হতাম।
তবে,
তোর ঐ নরম তনুর দোলানিতে ৭.৫% ভ্যাট বসাতাম।
আমি যদি তোর মনের স্বৈরাচারী শাসক হতাম।
তবে,
তোর ঐ পদ্মপাতায় জল ধরার দুঃসাহসে ৭.৫% ভ্যাট বসাতাম।
আমি যদি তোর মনের স্বৈরাচারী শাসক হতাম।
তবে,
তোর ঐ প্রজাপতির রঙিন পাখায় ৭.৫% ভ্যাট বসাতাম।
আমি যদি তোর মনের স্বৈরাচারী শাসক হতাম।
তবে,
তোর ঐ নীলরঙা জামাটাতে ৭.৫% ভ্যাট বসাতাম।
আমি যদি তোর মনের স্বৈরাচারী শাসক হতাম।
তবে,
তোর ঐ মিষ্টি রাগের ভালোবাসায় ৭.৫% ভ্যাট বসাতাম।
২| ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫১
সমর দাশ বলেছেন: hahahah.
আনন্দম আনন্দম
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:২০
রক্তিম দিগন্ত বলেছেন: লেখাটার উপর ৭.৫% ভ্যাট বসানোর দাবি করছি।
)
অতিরিক্তবার ৭.৫% ভ্যাট বলার জন্যও ওটার ৭.৫% ভ্যাট দাবি করছি।
প্রাণখুলে হাসলাম - (এইটার উপর কোন ভ্যাট নাই, এইটা ফ্রি