নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশাই জীবন

মোঃ সামাউন রেজা

নামঃ মোহাম্মদ সামাউন রেজা,ডাক নামঃ পুটু

মোঃ সামাউন রেজা › বিস্তারিত পোস্টঃ

আসুন আমারা গরিব অসহায় মানুষের দাঁড়াই

১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩০

গরীব হয়ে জন্ম নেওয়া সহজ। কিন্তু গরীব হয়ে বেঁচে থাকা বড়ই কঠিন।
হাদিস শরিফে উল্লেখ আছে, ‘যে ব্যক্তি আল্ল¬াহর সন্তুষ্টির জন্য দুনিয়াতে মানুষকে খাদ্য দান করেছে, সেদিন (রোজ কিয়ামতের দিন) তাকে খাদ্য দান করা হবে। যে আল্ল¬াহকে খুশি করার জন্য মানুষকে পানি পান করিয়েছে, তাকে সেদিন পানি পান করিয়ে তার পিপাসা দূর করা হবে। যে মানুষকে বস্ত্র দান করেছে, তাকে সেদিন বস্ত্র পরিধান করিয়ে তার লজ্জা নিবারণ করা হবে।
মানুষ মানুষের জন্য আসুন আমরা সবাই অসহায় মানুষদের পাশে দাড়াই ।


মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩৬

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: শেখার অনেককিছু আছে। দারুণ লিখেছেন ।

১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৯:২৮

মোঃ সামাউন রেজা বলেছেন: ধন্যবাদ ভাই

২| ১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:২৪

জিকোব্লগ বলেছেন: জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল অসহায় মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে।

১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৩১

মোঃ সামাউন রেজা বলেছেন: ঠিক বলেছেন ভাই , সেবার কাছে কোন ধর্ম নেই ।

৩| ১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:১৪

অগ্নিবেশ বলেছেন: বাতিল ধর্মের অনুসারীদের যখন জাহান্নামের শাস্তি অপেক্ষা করছে, তাদের সাহায্য করে আপনি সৃষ্টিকর্তার কাছে কি বার্তা দিতে চান? আপনাকে বেছে বেছে সাহায্য করতে হবে, ধর্ম এক হলেও যদি আকিদা না মেলে তাহলে পিছিয়ে আসতে হবে। ৯৯ পারসেন্ট সহি ধর্মের দেশে টিকে থাকতে গেলে, অনন্তকাল বেহস্তে সুরা পান করতে হলে, আপনাকে কিছু কষ্ট সহ্য করতেই হবে। আপনাকে মানবিক নয় ধার্মিক হতে হবে। ধর্মের কিছুটা মানবেন কিছুটা মানবেন না এটা হতে পারে না। মানবিক টানবিক এসব শয়তানের খেলা, ইহ জগতে তিনি সবার ইমানের পরীক্ষা নিচ্ছেন, তিনি চাইলেই গরীবের দুঃখ এক সেকেন্ডেই শেষ করে দিতে পারেন।

৪| ১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:০২

রাজীব নুর বলেছেন: এই ছবি গুলোর সাথে আমার ছবিও যোগ করে দিতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.