![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন। রাঙামাটির একেবারে উত্তরে এর অবস্থান। ভৌগলিক অবস্থান রাঙামাটিতে হলেও যাতায়াতের সহজ পথ খাগড়াছড়ি হয়ে। সাজাকের কাছাকাছি পাহাড়ী আদিবাসীদের দু'টি পাড়া আছে... রুই লুই এবং কংলাক। সাজেক পয়েন্টে যাবার একটু আগেই পরবে রুই লুই পাড়া। এই পাড়াটির উচ্চতা ১৭২০ ফুট। এটি ক্ষুদ্র জাতীগোষ্ঠী পাংখোয়া-দের বসতি। রাস্তার দু'ধারেই ঘর রয়েছে। চা খাওয়ার ছোট্ট দোকান রয়েছে। পাহাড়ী মেয়েরা হাতে টানা তাঁতে কাপড় বুনাচ্ছে অথবা কেউবা মোটা বাঁশের পাইপে তামুক খাচ্ছে। পাহাড়ী জনপদের জীবন-যাত্রা দেখতে আপনার ভাল লাগবে।
মুক্ত আকাশের নিচে বিশাল সমৃদ্ধ বনভূমির সন্ধান পাবেন কেবল সাজেক ভ্যালির পথে। পাহাড়ের ভাঁজে ভাঁজে জুম চাষ, কয়েকরকমের জুম চাষে ভরপুর পাহাড়।
উড়োবাজার, গঙ্গারামমুথ, নন্দরাম এসব পাহাড়ি পাড়া পেরিয়ে আমাদের দ্বিতীয় যাত্রা বিরতি মাচালং বাজার। পাশের সীমান্ত ঘেঁষা ভারত থেকে আসা মাচালং নদীর অববাহিকায় গড়ে উঠেছে ছোটখাট বাজার। এই এলাকা সাজেক ইউনিয়নের প্রধান কেন্দ্রস্থল। আদিবাসী আর বাঙালি— মিলেমিশে এই বাজারে ব্যবসা করে। দূরদূরান্তের পাহাড়িরা একদিন আগেই বাজারে আসতে শুরু করেন।
মাচালং বাজার থেকে সাজেকের পথের দূরত্ব ১৮ কিলোমিটার। বন্ধুর পথ— দুপাশেই আকাশচুম্বী পাহাড়ের বুকে উদ্ধত শিখর তুলে দাঁড়িয়ে আছে বৃক্ষরাজি। দীর্ঘজীবি বৃক্ষের দেখা মেলে এই পথে, মাঝে মাঝে বিচ্ছিন্ন বসতি। দূরের পাহাড়ে মেঘের গড়াগড়ি দেখতে না দেখতেই আমরা পৌঁছে যাই সেই মেঘের রাজ্যে।
এক সময় উঁচু পথের সমাপ্তি হয়, পা রাখি রুইলুই পাড়ায়। এটা সাজেক উপত্যকার মূল কেন্দ্র। রুইলুই পাড়ায় লুসাই, পাংখোয়া, ত্রিপুরা জনগোষ্ঠীর বসবাস। পাড়ার সবগুলো বাড়ির রং লাল-সবুজ।
সাজেক ভ্রমণের বিস্তারিত জানতে আজই কল করুন ০১৮৪৭১৩৭২২৭, ০১৮৪৭১৩৭২৩৭
অথবা চলে আসুন আমাদের এই ঠিকানায় বাড়ি নং-১৩৯, রোড নং-৩, নিকেতন,গুলশান ১, ঢাকা
২| ১৩ ই জুন, ২০১৫ দুপুর ১২:৪৯
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
৩| ১৩ ই জুন, ২০১৫ দুপুর ১:১৭
সাদা মনের মানুষ বলেছেন: মাত্র কয়েকদিন আগে ওখান থেকে এলাম, সত্যিই অসম্ভব রকম সুন্দর জায়গা
৪| ১৩ ই জুন, ২০১৫ দুপুর ১:২০
মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: সুন্দর । একবার যাবো ।
৫| ১৩ ই জুন, ২০১৫ দুপুর ১:৩৪
সামি আহমাদ বলেছেন: এই ঈদ এ পরিবার অথবা বন্ধুবান্ধব সহ সাজেক যেতে চাইলে আজই কল করুন ০১৮৪৭১৩৭২২৭, ০১৮৪৭১৩৭২৩৭
অথবা চলে আসুন আমাদের এই ঠিকানায় বাড়ি নং-১৩৯, রোড নং-৩, নিকেতন,গুলশান ১, ঢাকা
৬| ১৩ ই জুন, ২০১৫ বিকাল ৪:১৮
পুরান লোক নতুন ভাবে বলেছেন: ২০০৫ সালে প্রথম গিয়েছিলাম!! তখন এতো কিছু ছিলো না!! বন্ধুরা মিলে জঙ্গলের ভিতরে ঢুকতে চাইলে আর্মিরা এসে বাধা দিয়েছিলো!!
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৫ দুপুর ১২:২১
এহসান সাবির বলেছেন: আরো কিছু ছবি দিলে ভালো হতো।