![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা কেনো কিছুর পার্থক্য খুঁজতে গেলে বিভিন্ন বিষয়ে যুক্তি দাড় করাই।
এক্ষেত্রে বাংলাদেশী এবং জাপানীজদের মধ্যে যদি পার্থক্য বলতে বলা হয় তাহলে একটি ঘটনাই যথেষ্ট।
সময়টা এপ্রিল৭/৮, ২০১১। জাপানে তখন সবচেয়ে ভয়ংকর সময় যাচ্ছিলো। কারন একই সংঙ্গে বড় মাত্রার ভূমিকম্প আর নিউক্লীয়ার পাওয়ার প্লান্টে ফাটল এ যেনো সবার জন্যই আতঙ্ক। কারন আমাদেরও কিছু আত্মীয়-স্বজন, পরিচিত ব্যক্তিবর্গ সেখানে তখন ছিলেন। আমরা সবচেয়ে চিন্তিত ছিলাম নিউক্লীয়ার প্লান্টের বিপর্যয় নিয়ে। কারন এটা যেকোনো ভয়ংকর খারাপ কিছু ঘটাতে পারে মানব জাতির জন্য।
যাইহোক যে বিষয়টি নিয়ে বলা, ঐ মানবিক বিপর্যয়ের সময় বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমে আমরা আপডেট জানতে পারছিলাম আর এর মধ্যে যে খবরটি এখনও আমাকে ভাবিয়ে তোলে " এক সাংবাদিক ভুমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা কভার করতে গিয়ে দেখে এক লোক তার ছোট্ট দোকানটি খুলে বসে আছে; যদিও দোকানটির অনেক মালপত্র-ই নষ্ট হয়ে গেছে।
সাংবাদিক তাকে প্রশ্ন করলো," আচ্ছা, আপনি নিজের ঘর-বাড়ি মেরামত করা বাদ দিয়ে দোকান খুলে বসে আছেন কেনো?"
তার উত্তরে সেই মহান ব্যক্তিটি ," ভুমিকম্পে - জলোচ্ছাসে প্রায় সবার পন্য সামগ্রীই নষ্ট হয়ে গেছে, আমার কিছু ভালো আছে আর এগুলো দিয়ে যদি কারও উপকারে আসতে পারি !
এরাই হলো জাপানীজ।
আর আমরা বাংলাদেশী!
আসছে পবিত্র সিয়াম সাধনার মাস রমজান। এখানে ত্যাগ স্বীকার করাই আসল কথা। পৃথিবীর বেশির ভাগ মুসলিম দেশেই এই মাসে জিনিসপত্রের দাম কম থাকে। আর আমাদের দেশটি, মুসলিম দেশ বলা হলেও দেখা যায় সম্পূর্ন বিপরীত চিত্র।
অন্য ধর্মের হলেও এই মাসে আমরা অনেকেই চেষ্টা করি না খেয়ে থাকতে। জনসমক্ষে পানি পর্যন্ত খাই না। কারন এই পবিত্র রমজানকে আমরাও মনে-প্রানে সম্মান করি। যারা রোজা থাকেন তাদেরকেও সম্মান করি। এটা আমাদের সবারই উপলব্ধি করা দরকার যারা অভাবে না খেয়ে থাকেন তাদের কেমন অনুভুতি সেটা জানার। আমি যদি ভুল না করি পবিত্র রমজানের মাহাত্ম হয়তো এটাই।
এই পবিত্র মাসেই আমরা দেখতে পাই একদিকে রোজা থেকে অন্য দিকে জিনিস প্রত্রের দাম বাড়িয়ে কিছু ব্যবসায়ীকে মুনাফা করতে। আমরা কি পারি না অন্তত এই একটি পবিত্র মাসে ত্যাগ স্বীকার করতে...
বিঃদ্রঃ কারো মনে আঘাত লাগলে (যদিও ইচ্ছাকৃত নয়) ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৪
সমীর কুমার ঘোষ বলেছেন: ভালো লাগলো আপনার মন্তব্যটি।
ধন্যবাদ।
২| ১০ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৩
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: রোজা শুধু শারিরীক না। বরং মানসিকতা নৈতিকতা ঠিক না থাকলে রোজা কবুল হবে না।
১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:২২
সমীর কুমার ঘোষ বলেছেন: রমজান মোবারক।
আপনার মন্তব্যটি অনেক ভালো লাগলো।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪০
নিরব বাংলাদেশী বলেছেন: এইজন্যই আমরা নামে মুসলমান কামে না। এটাই হয়তো মুনাফেকির লক্ষন যা নাস্তিকতার চেয়েও ভয়ঙ্কর, যা সমাজকে, সামাজিক ব্যবস্থাকে ধ্বংস করে দেয়।