নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমীর কুমার ঘোষ

লেখা এমন একটা বিষয় যেটা লেখার উদ্দ্যেশে চিন্তা করার থেকে যখন মনে যা আসে তখনই লিখে ফেলা উচিৎ

সমীর কুমার ঘোষ › বিস্তারিত পোস্টঃ

একটা চিঠি টু গ্রামীনফোন... ৩জি নিয়ে আসছে জিপি আর রবি ৩.৫ জি! B:-)

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২২



শুনেছি 3জি, 4জি এই সব , কিন্তু আজকে প্রথম আলোতে দেখলাম রবি নিয়ে আসছে 3.5জি !

3জি আর 4জি এর মাঝামাঝি... পড়ে ভালই লাগলো । :-B

যাইহোক যেটা বলছিলাম...



প্রিয় গ্রামীনফোন,

আমি তোমাকে প্রায় 5 বছর হলো নেটে ব্যবহার করে আসছি। যেটা কিনা ব্রডব্যান্ড মডেম! তোমার প্রতি আমরা তিক্ত-বিরক্ত। তোমাকে মনে মনে অনেক গালি-গালাজ করি আবার মেনেও নেই কারন নাই মামার চেয়ে কানা মামার সঙ্গে তুলনা তোমার। আজকে একটি ছবি আপলোড করছি প্রায় 1 ঘন্টা হলো। দেখাচ্ছে এখনো আপলেডিং !!! তুমি গতপরশু থেকে আমাদের সকল টিভি চেনেলে দেখিয়ে আসছো যে তুমি আসছো 3জি রূপে!



তোমার কাছে আমাদের অনেক চাওয়া, আছি অপেক্ষায় তোমাকে কবে ছুঁতে পারবো। :-B

ভাবছি আবার লজ্জা পাবে নাতো! তুমি যদি বর্তমানের মত ঘোমটা দিয়ে থাকো তাহলে তুমি নও বেশি লজ্জা পাবো আমরা (জিপি গ্রাহকেরা)

কাজেই একটু আধুনিক হও..... ;)



(বিঃদ্রঃ- জিপি ব্রডব্যান্ড এর কানেকশন নিয়ে আমরা মহা বিরক্ত) X(

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৬

ভোরের সূর্য বলেছেন: আসলে 3g এবং 3.5g একই জিনিস।3gতে minimum ১২৮কেবিপিএস আর যখন সেটা ৩৮৪কেবিপিএস স্পীড হবে তখন তাকে 3.5gবলে। এটা আসলে মারকেটিং পলিসি।3.5g কোন ভেরিফাইড network না।আসলে 3gতে যখন ভাল স্পীড পাবেন সেটাকে বলে H বা H+(HSDPA-High Speed Downlink Packet Access) কারন নরমালি 3g show করবে আপনার মোবাইলে।ভাল network হলে H দেখাবে এবং আরো ভাল network পেলে H+ দেখাবে।আর 3gএর পরে ভেরিফাইড technology হচ্ছে 4g বা LTE(Long Term Evolution)।আমি টেলিটক 3g ইউজ করি কিন্ত মাঝে মাঝে network ভাল থাকলে 3gএর জায়গায় H দেখায় তখন স্পীড ভাল পাওয়া যায়।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:২০

কস্কি বলেছেন: মার্কেটিং এ জিপিরে টেক্কা দিবার লইগ্গা দুইটা আলাদা জিনিসরে একলগে মিলায়া খিচুড়ি বানাইয়া, অন্যগোর তে এক্টু ভাব নিলো রবি!! :P


সবগুলো অপারেটরই 3.5G or HSPA দিবে / টেলিটক দিচ্ছে!

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০

মৃত্তিকা নুজহাত বলেছেন: ekhon to amra 2.5g use korchi

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২২

দি সুফি বলেছেন: ৩জি আর ৩.৫ জি মোটামুটি একই জিনিস, বাহাদুরীর কিছু নাই :D ৪জি দিলে বুঝতাম কিছু একটা করছে B-)) B-))

আর জিপির কোন ব্রডব্যান্ড সার্ভিস নাই। বিটিআরসির মতে ১এমবিপিএস এর নিচে কোন কানেকশনকে ব্রডব্যান্ড বলা যায় না। ২জি সিষ্টেমে ১এমবিপিএস স্পীড দেয়া সম্ভব নয়।

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

তন্দ্রা বিলাস বলেছেন: ৪ জি চাই ;)

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৬

সমীর কুমার ঘোষ বলেছেন: ৫ জি , ৬ জি, ৭জি... এইগুলোও তো চাইবার পারি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.