নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমীর কুমার ঘোষ

লেখা এমন একটা বিষয় যেটা লেখার উদ্দ্যেশে চিন্তা করার থেকে যখন মনে যা আসে তখনই লিখে ফেলা উচিৎ

সমীর কুমার ঘোষ › বিস্তারিত পোস্টঃ

দেশের ৪৩ তম বিজয় দিবসে অনুভূতি সঙ্গে গেরিলা ছবির বিশ্লেষন

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৬

এবারের বিজয় দিবস একটু অন্যরকম বটে। সবার মাঝেই যেন অনেকটা স্বস্তির পরোশ। বিশেষ করে যারা মুক্তিযোদ্ধা তাঁদের অনুভূতি অনুভব করার মত। আমরা যারা মুক্তিযুদ্ধের অনেক পরে জন্মেছি তাদের কাছে মুক্তিযোদ্ধাদের জীবনের তখনকার ঘটনা শোনার আগ্রহ অনেক বেশি। শুনেই যেন ভাবি তারা কতই না বীর/সাহসী ছিলেন। নাহলে কেনইবা তারা তাঁদের জীবনের ঝুকি নিয়ে মুক্তিযুদ্ধে যাবেন? সারা জাতির গর্ব তারা। তাদের সর্বোচ্চ সম্মান জানানো আমাদের সকলের কর্তব্য।



আজকে চ্যানেল আইতে দেখলাম মুক্তিযুদ্ধ ভিত্তিক ইমপ্রেস টেলিফিল্ম এর ছবি জনাব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত অসাধারন একখানি ছবি "গেরিলা"। এটি এমন একটি নিখুত ছবি/চিত্রায়ন যেন সবাই নিশ্চই কল্পনায় চলে গিয়েছেন সেই ১৯৭১ সালে। আমি অনুভব করেছি যেন চলে গিয়েছি তখনকার সময়ে, দেখছি ১৯৭১ সালের রুদ্ধশাস লাইভ যুদ্ধ!!!

আমি একটানা দেখছিলাম ছবিটি । এমন ছবি দ্বিতীয়টা হয় না। অনেক অনেক ধন্যবাদ ছবিটির সংশ্লিষ্ট সকলকে। আবারও দেখবো এবং অসংখ্য বার দেখবো।



আজকেও আমরা অনেকেই মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পরি নাই। এটা অত্যন্ত দুঃখজনক,লজ্জাজনক বটে। বাজারে এ বিষয়ে লিখিত অনেক বই পাওয়া গেলেও দেখা যায় এক এক জন তাদের মত করে লিখেছেন । টিভিতে আমরা দেখতে পাই তাদরেই কিছু স্বঘোষিত বুদ্ধিজীবি টাইপের। এদের কাউকে দেখি আঃলীগ, আবার কাউকে দেখি বিএনপি/জামায়াত এর পক্ষে বলতে। এরাই যদি মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কিছু লিখেন তাহলে নিরপেক্ষতা কতটুকুই বা আমরা পাবো? আমরা চাই সর্বজন স্বীকৃত একটি প্রকৃত ইতিহাস যেটা পড়ে সবাই আমরা একই ইতিহাস জানবো।

স্বাধীনতার ৪৩ বছর পর যদি এমন হয়, সামনের দিনগুলোতে কি হবে তাহলে !!! :(



গত ১২ ই ডিসেম্বর এদিনও আমাদের কাছে অনেক বড় স্মরনীয় একটা দিন। আমরা দেখলাম একজন মনবতা বিরোধীর বিচার। সেটা যথার্থই এবং সঠিক । এদের অনেককেই বলতে শোনা গেছে বাংলাদেশে যেটা হয়েছিলো সেটা গৃহযুদ্ধ! মুক্তিযুদ্ধ তারা বলতে চায় না। গতটার্মের সমাজকল্যান মন্ত্রীর কথা মনে পড়ছে সে বলে কি-না দেশে রাজাকার/আলবদর নামে কেউ ছিলো না এটা কল্পনা প্রসূত!



"গেরিলা" ছবিটিতে দেয়াল লিখন এ দেখলাম

"শেখ মুজিবের ফাঁসি চাই" - জামায়ত ইসলাম।

এটা ঐ সময়ের লেখা এবং অবশ্যই সত্য কিন্তু এরপরও একসময় আমরা দেখেছি আঃলীগকে জামায়ত ইসলামের সঙ্গে রাজনৈতিক জোটবদ্ধ আন্দোলন করতে! রাজনীতি এতটাই স্বার্থ সংশ্লিষ্ট! অবশ্য এখন ভিন্ন চিত্র ।



"গেরিলা" ছবিটি দেখে এখনকার কিছু বাস্তব চিত্রের মিল খুজে পেলাম। দেশের বর্তমান পরিস্থিতিতে জয় বাংলা যাদের কন্ঠে উচ্চারিত হয় সেই আঃলীগ, মুক্তিযুদ্ধের সময় হিন্দুদেরকে অত্যাচার করা হত ভারতীয় মনে করে অথচ এরা সবাই এ দেশের সন্তান ছিলো এদের উপর হত অত্যাচার , করত জবাই করে হত্যা, দিত তাদের বাড়ীতে আগুন! এ সবই এখনও হচ্ছে। বিশেষ করে গত কয়দিন হলো বেশিই হচ্ছে। এর অর্থ কি আমাদের বোঝানো যে দেশটা এখনো পুরোপুরি স্বাধীন হয় নি আথবা সেই স্বাধীনতা বিরোধীরা এখনো সেটা মেনে নিতে পারেনি!!!



বিঃদ্রঃ স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে যে সব বই আপনাদের কাছে সঠিক বলে মনে হয়েছে দয়া করে সেগুলোর নাম ও লেখকের নাম এখানে উল্লেখ করলে কৃতজ্ঞ থাকবো।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৪

পাঠক১৯৭১ বলেছেন: @লেখক,


আপনি লিখেছেন,

"আজকেও আমরা অনেকেই মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পরি নাই। "

বয়াপার কি, মুক্টিযুদ্ধের ইতিহাসটা জানা হয় না কেন?

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

সমীর কুমার ঘোষ বলেছেন: @ পাঠক১৯৭১, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

আমি বলছিলাম সর্বজন স্বীকৃত ইতিহাস।
মুক্তিযুদ্ধ নিয়ে আমরা একটু-আকটু সবাই জানি কিন্তু সেটা হতে হবে এক ও অভিন্ন।
যেমন স্বাধীনতার ঘোষককে নিয়ে এক এক দলের লোক তাদের মত করে উল্লেখ করেন, বিষয়টা এমন...। এমন ভাবে আমরা জানতে চাই না।
উদাহরন স্বরুপ, দেশের সর্বোচ্চ চাকরীর পরীক্ষাতে যদি এমনটাই জানতে চাওয়া হয় তাহলে ক্ষমতাসীন দলের পরিবর্তনের সঙ্গে সঙ্গে উত্তরটাও কি একটু পরিবর্তন করে বলতে হবে? নয়তো চাকরীটা হতে নিয়েও নাও হতে পারে!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.