![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহামান্য হাইকোর্টকে কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাই এমন রুল জারি করার জন্য। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বুধবার বিচারপতি মির্জা হোসাইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এই রুল জারি করেন। উল্লেখ্য সুপ্রিম কোর্টের আইনজীবী জে আর খান রবিন গত ১৯ মার্চ এই রিট আবেদনটি দায়ের করেন।
কিছুদিন আগেরই অন্যতম আলোচিত খবর এর মধ্যে ছিলো গাড়ী রাস্তায় নামেলেই টোল আদায় করা হবে। বিষয়টা নিয়ে সবাই একটু না একটু সমালোচনা করেছেই। তবে পজিটিভ কিছু যুক্তিও ছিলো এ ধারনায়। আর তা হলো আদায়কৃত টোলের অর্থ পুরোটাই ব্যায় করা হবে রাস্তার উন্নয়নে। এটাতে অনেকেই হয়তো সাপোর্ট দিবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে আমরা সরকারকে যে ট্যাক্সটা দেই তাহলে সে অর্থের কি হবে ????
আর তখনই আমার মনে হয়েছে গরীবের চিকিৎসার ব্যাপারটি। যেহেতু চিকিৎসা সেবা দিয়ে জীবন বাঁচানোর মত মহৎ কাজ। আমার একটা কাজকি করতে পারি না প্রতি মাসে বা বছরে কিছু টাকা সবাই সরকারকে দিব আর সরকার আমাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে যে দেশের সকল জনসাধারন লাইন ধরে বিনা মূল্যে চিকিৎসা সেবা নিবে! আমরা বছরে নির্দিষ্ট পরিমান ট্যাক্স দিলেও যদি সরকার এমন প্রস্তাব দেয় তাহলে এটাকে আমি সমর্থন করবো।
আর ফ্রি চিকিৎসা সেবা দেয়া চালু করলে সবাই যে একইদিনে অসুস্থ হবে এটা হয়তো না, ঠিক লাইফ ইন্সুরেন্স পলিসি এর মত। যারা অনেক অর্থ বিত্তের লোক তারা হয়তো সন্মানের ভয়ে লাইনধরে চিকিৎসা সেবা নিবে না (অথচ তাদেরও এখানে কন্ট্রিবিউট করতে হবে) আর এটাই হবে গরীবদের জন্য প্লাস পয়েন্ট।
এরপর যে সমস্যাটি দেখা দিতে পারে তা হলো আমাদের ডাক্তাররা গ্রামে থাকবে কি-না অথচ নিয়োগের সময় স্পষ্ট উল্লেখ থাকে দেশের যে প্রান্তেই হোক না কেনো আমাকে সেখানেই জব করতে হবে।
আমরা যখন ছোট ছিলাম তখন বড়রা আমাদেরকে যদি প্রশ্ন করতো, ”বড় হয়ে কি হবে!” তখন আমরা বলতাম ডাক্তার বা ইঞ্জীনীয়ার হব, আবার যদি বলতো ডাক্তার হয়ে কি করবে! আমরা বলতাম মানুষের সেবা করব। বর্তমানেও এটাই ঘটে। কিন্তু কেউ কথা রাখে না। বর্তমানে ডাক্তারদের কাছে সেবা নিতে গেলে পকেট ভর্তি টাকা নিয়ে না গেলে অপ্রয়োজনীয় সব চেকআপের কমিশন কেমনে নিবে তারা! ???
এমনই একটি প্রতিবেদন ডাক্তারদের কমিশন ব্যবসা নিয়ে দেখেছিলামে একটি বেসরকারী টিভি চ্যানেলের অনুসন্ধানমূলক অনুষ্ঠানে।
কাজেই মহামান্য হাইকোর্টের কাছে অনুরোধ আগে ডাক্তারদের এই কমিশন বানিজ্য বন্ধ করার ব্যবস্থা করতে হবে। আর তারা তাদের ইনকাম ট্যাক্স ঠিকমত দিচ্ছে কি-না সেটাও সঠিক তদারকির বব্যস্থা করতে হবে।
১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৭
সমীর কুমার ঘোষ বলেছেন: ধন্যবাদ।
২| ১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১:০২
মদন বলেছেন: সরকার ট্যাক্সোর মতো চিকিতসা ফী নিক সবার থেকে, এরপরে বিনামূল্যে সেবা দিক। খারাপ হবে না।
২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৩
সমীর কুমার ঘোষ বলেছেন: সহমত।
অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৩| ১৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৪
কখনো আমি হালুম হালুম করি বলেছেন:
যে গাধাটি পোস্ট লিখেছে
তার অজানা কিছু বিষয় তুলে ধরছিঃ
১। সকল সরকারি হাসপাতালে মাত্র ১০ টাকায় একটি আউটডোর টিকেট কেটে রোগীরা সেবা নিচ্ছে, গ্রাম উপজেলার সাধারণ মানুষেরা এভাবেই বেঁচে আছেন।
২। এখন থানা হেলথ কমপ্লেক্স লেভেলেও বিনা পয়সায় ঔষধ পাওয়া যায়, শুধু প্যারাসিটামল না, সকল দামি অ্যান্টিবায়োটিক ইনজেকশন এখন সরকার দিচ্ছে, ভুলে গেলে চলবে না যে স্বাস্থ্যখাতে গত ৫/৭ বছরে অনেক খরচ করা হয়েছে (উল্লেখ্য ঢাকা মেডিকেল কলেজের অনকোলজি বিভাগে ক্যান্সারের প্রায় ৩৮০০০-৪২০০০ টাকা মূল্যের ইনজেকশনও ফ্রি দেওয়া হয়েছে
৩। ডাক্তাররা গ্রামে না থাকলে আজ ৭০ হাজারের বেশী গ্রামের মানুষ বিনা চিকিতসাতেই মারা যেতো
৪। একজন ডাক্তার তার নিয়োগের চুক্তি মোতাবেক ২ বছর গ্রামেই থাকেন, আপনারা সেটা চোখে দেখেন না, কিন্তু এরপর সে যখন উচ্চতর ডিগ্রীর জন্য ঢাকায় আসতে চায় তখনই আপনারা মাথায় রক্ত উঠায়া ফেলেন
কেন ভাই ডাক্তার ডিগ্রী করবে না? থানা লেভেলে তো ডিগ্রী -ট্রেনিং হয় না, তো ডাক্তাররা কি করবে?
৫। আপনাদের মতো কিছু মানুষ যারা কথায় কথায় ল্যাবএইড, সমরিতা, অ্যাপোলো তে ছোটেন তাদেরকে বলি জীবনে গেছেন কোনদিন থানা হেলথ কমপ্লেক্সের ডাক্তারের কাছে??? দেখেছেন সে কোন ঘরে থাকে? সে সারাদিন কয় শো রোগী দেখে?
৬। দুর্নীতি সবাই করে না, দু-একজনই করে
মনে রাখবেন ডাক্তাররা বিদেশ থেকে আসে নাই
আপনি নিজে যতোটা দুর্নীতি পরায়ন, আপনার ডাক্তারও ততোটুকুই হবে
৭। চিকিতসা সেবা এখন প্রায় বিনামূল্যের লেভেলেই আছে
তবে আপনি যদি সরকারি হাসপাতাল বলে নাক শিটকান তবে তো ডাক্তারদের কিছু করার নাই
ক্লিনিকের মালিকদের ৯৫ শতাংশই নন-মেডিকেল, তারা সেবা না, ব্যবসা প্রতিষ্ঠান চালায়, হ্যাডম থাকলে স্কয়ার, অ্যাপোলো নিয়ে কিছু লিখে দেখান
২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৯
সমীর কুমার ঘোষ বলেছেন: প্রিয় মন্তব্যকারী,
গাধা পোষ্ট করতে পারে এটা যদি মেনে নেই তাহলে একজন এর উত্তরে যে কমেন্ট করবে তাকেও কি আমরা গাধা বলতে পারি না! কারন গাধার মনোভাব একজন গাধাই বুঝবে ..
বুঝতে পারছি আপনি ঐ কমিশন খোরের দলের কেও ..
আপনার প্রতিটি কথার জবাব আশা করি এখান থেকে পরে নিবেন।
১। এর জবাব
এটা আমরা সবাই জানি যে ১০ টাকায় টিকেট কেটে সরকারী হাসপাতালগুলোতে চিকিৎসা নেয়া যায়। আর এটা আাপনি এখানে কোনো উল্লেখ করলেন এটা আমার বোধগম্য নয়। কারন এটা প্রায় সবাই জানি। আমি এখানে মহামান্য হাইকোর্টের রুল জারির কথাই উল্লেখ করেছি। এখান থেকে প্রশ্ন আসতে পারে মাহামান্য হাইকোর্টের রুল জারির প্রেক্ষিতে আপনি এই কমেন্টটা করছেন ! কাজেই বিষয়টা আদালতের রুল জারির বিপক্ষে গেল না!
২। এর জবাব
এটা আমি জানি। কারন হৃদরোগ ইনিষ্টিটিউটে আমার এক আত্মীয় একদিন ভর্তি ছিলেন (যদিও তিনি আর আমাদের মাঝে নেই ) সে রাতে আমি সেখানেই ছিলাম আর দেখলাম রোগীদের যখন যা লাগছে অনেক দামী দামী ওষধ ততক্ষনাৎ দেয়া হচ্ছে। এ নিয়ে আমার একটা পোষ্টও আছে। কাজেই এটা নিয়ে বলার কিছু নেই। সরকারকে এ জন্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাতেই হবে আমাদের।
৩। ও ৪। এর জবাব
ডাক্তাররা গ্রামে থাকে না এটা চ্যানেল আই এর সম্মানিত পরিচালক ও কৃষিবিদ স্যার শাইখ সিরাজকে প্রশ্নটি করে দেখতে পারেন। বর্তমান মিডিয়ার যুগে আমাদেরকে গ্রামে গ্রামে গিয়ে দেখতে হয় না যে কখন ডাক্তার থাকে আর নেই। তার প্রতিবেদনে দেখা গেল গ্রামের একটি চিকিৎসা কেন্দ্র সেখানে মূল যে ডাক্তার সে আসে না, একদিন এস স্বাক্ষর করে পুরো মাসের বেতনটাই নেয়। (সম্ভবত ময়মনসিংহ এলাকার ঘটনা)। আর আমি কেনো বলেছি ডাক্তাররা গ্রামে থাকবে কি-না কারন সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী সম্ভবত চিকিৎসা রিলেটেড একটি অনুষ্ঠানেই বলেছেন , " এখন থেকে যদি কোনো ডাক্তার তার নিজ কর্মস্থলে না থাকেন তাহলে তার চাকরী করার দরকার নেই, চাকরী ছেড়ে দেন নতুন নিয়োগ দেই" আরও তিনি বলেছেন যে জনগনের টাকায় লেখাপড়া করবেন আর তাদের সুবিধা দেখবেন না ..... আরও...
উচ্চতরডিগ্রী সবারই নেয়ার অধিকার আছে আর এটা সমর্থন অবশ্যই করছি।
কাজেই আপনার কথাই যদি ঠিক হয় তাহলে মাননীয় প্রধানমন্ত্রী কেন কথাগুলো বললেন, এর জবাব অবশ্যই আপনি এখানে দিবেন আশা করি।
৫।
ভাই দিলেন তো মাথাডা গরম কইরা। আপনি সরকারী চাকরী করবেন আর সামরিতা, ল্যবএইড এর সঙ্গে তুলনা করবেন! যুক্তরাষ্ট্রে দক্ষিন এশিয়ার দেশগুলোর রাষ্ট্রদূতদের চেয়ে তাঁদের ঘরের রান্না করার লোক আর ক্লিনাররা তাঁদের চেয়ে বেশি বেতন পায়! এটা কিছুদিন আগে ভারতের আলোচিত ঘটনাটি থেকে আমরা জানতে পারি। এখন যদি আপনি খোনকার প্রেক্ষিতে নিজের সংগে তাদের তুলনা করেন তাহলে তো সে আইনে আপনি ১৪ শিকের মধ্যে থাকবেন মিঃ। আর এটা কেন ভাবেন না যে আপনিই সেই রাষ্ট্রদূত আর সামরিতা-লবএইড এর ডাক্তাররা ... এটা বললাম না চিন্তা করে নিয়েন মিঃ।
ভাই আমিও একটি সরকারী ব্যাংকে আছি এবং একটি গ্রামের শাখাতে। সেখানে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। মাথার উপর ১৯৬৪ সালের ফ্যান ঘুরলেও লাগে না কোনো বাতাস। এরপর সেবা দেই বয়স্ক, বিধবা , প্রতিবন্ধী সহ অতিদরিদ্র হিবাবধারী আর কৃষকদের তো আছেই। এখন যদি আমরা আপনার মতই প্রাইভেট ব্যাংকের সংগে তুলনা করি তাহলে আর সরকারী ব্যাংকে কেনো থাকবো বলবেন ? আমি গীরবদের সেবা দেয়ার জন্যই বেসরকারী একটি ব্যাংক থেকে এসেছি। আপনি যদি তাদের সঙ্গে তুলনা করতে চান তাহলে আমি বলবো আপনার সরকারী চাকরি করার কি দরকার মিঃ...?
৬। এটা সমর্থন করলাম না। আমার মতে দুর্নীতি সবাই করে দু-একজন ছাড়া। হ্যাঁ ডাক্তাররা বিদেশ থেকে আসে নাই, আবারো মনেকরিয়ে দিলাম মাননীয় প্রধানমন্ত্রীর সেই কথা আপনি ভুলে যাচ্ছেন যে আপনি এদেশের গরীবদের টাকা দিয়ে ডাক্তার হয়েছেন (যদি সরকারী কলেজে পড়ে থাকেন) আর তাদের কাছ থেকেই আবার কমিশন নিয়ে বেড়াবেন...!
৭। সরকার চিকিৎসার ব্যাপারে অনেক ব্যায় করে যাচ্ছে এটা সত্য আর আমরাও সরকারী চিকিৎসাই বেশি বেশি নিতে চাই তাইতো একজন রিট আবেদন করেছেন আর এটা ঠিক থাকলে মাহামান্য হাইকোর্ট কি এমন রুল জারি করতেন?
ক্লিনিকের মালিকদের ৯৫ শতাংশই নন-মেডিকেল, সো হোয়াট? আপনারা কমিশন না নিলেই তো হয়, শুধুমাত্র তাদের খরচটাই নিক না।
আর ভাই সর্বশেষ বলবো আমি এমন কিছু এখানে লিখিনি যে আপনি ঐসব লিখেছেন। আর স্কয়ার এ্যাপোলো নিয়ে লিখাও আমার কোনো কাজ নয়। আমি এক রিট আবেদনকারীর প্রেক্ষিতে শুধু মহামান্য হাইকোর্টের রুল জারির কথাই এখানে বলতে চেয়েছি আর এটাকে সাপোর্টও করেছি।
আপনি যদি সত্যিই একজন ভালো ডাক্তার হয়ে থাকেন (খারাপ ডাক্তার হলে বাদ দিলাম, কারন সবাই বলে একজন ভালো ডাক্তর দেখাতে...তাহলে খারাপ ডাক্তার কারা হয়তো আপনাদের মতই কেউ) তাহলে আপনার ভাষা, দৃষ্টিভঙ্গী বদলান... । একটা ফ্রি পেসক্রিপশন আপনাকে দিলাম অন্যকে সম্মান করুন তবেই নিজে সম্মান পাবেন।
৪| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৬
দুরন্ত পথিক০৫ বলেছেন: বলদ, কিছু না জেনে পোস্ট দিয়ে চুশিল সাজতে আসছে।
জীবনে সরকারি হাসপাতালে গেছেন?
মনেত হয় না, ব্লগে মন মত দুইটা লাইন লিখে দেশের চিকিৎসার চোদ্দ গুস্টি উদ্ধার করবা এমন ভাব।
উপরের কমেন্টে সব বলা আছে। ১০ টাকার টিকেট কেটে মাসের পর মাস ফ্রিতে হাসপাতালে রোগিরা থাকে, একজন রোগির দৈনিক খাবার বিল ১২০ টাকা।ওই ১০ টাকা দিয়েই হাজার হাজার টাকার অপারেশন হয়।
এতোই অপ্রয়োজনীয় যখন বুঝেন তখন নিজে নিজে প্রয়োজনীয় টেস্ট করাই নিলেইতো হয়। এদেশে সবাই ডাক্তার।
২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫২
সমীর কুমার ঘোষ বলেছেন: ভাই আপনিওকি ঐ দলেরই যে আগ বাড়িয়ে এসেছেন ঝগড়া করতে..
ভাই আপনাকেও জবাব দিতে আসলাম। সময়ের অভাবে ঠিক সময়ে আসা হয় না।
বলদ দিয়ে অনেক কাজ করানো হয়। গাড়ী টানা, কৃষিকাজ ইত্যাদি। বলদ অনেক শান্ত প্রানী। এরা অন্যের কোনো ক্ষতি করে না। পারলে উপকারই করে। কিন্তু আপনি গ্রামের এক প্রানী দেখা যায়(গ্রামের ভাষায় যাকে বলে মগা কুকুর এর খেক্কী জবর, ঐ পর্যন্তই) তার মত অবস্থা হয়েছিলো হয়তো আপনার এই কমেন্ট করার সময়।
ভাই আপনাকে ডাক্তার ই মনে করে লিখলাম । মানুষতো বলে ভালো ডাক্তার দেখাতে কিন্তু আপনি কোন ডাক্তার এখানে ? একজন ভালো কেউ আপনার মত হবে না নিশ্চয়ই। মানুষ মারারও ডাক্তার থাকে। মিডিয়ার কল্যানে আমরা দেখি যেভাবে ব্যাঙ্গের ছাতার মত বেসরকারী মেডিকেল কলেজ হয়েছে অনেক জায়গাতেই টাকা দিয়ে অনেক কিছু হয়। মনে করেছিলেন উপরের একজন আপনার গোত্রের প্রানী যেহেতু অমন করে বলেছে আমিও একটু বলি... কিন্তু জানেন না এখানে সবকিছুরই জবাব আছে। সম্প্রতি আপনাদের স্বভাব চরিত্রতো আমরা চোখেই দেখলাম। সাংবাদিকদের সঙ্গে মারামারি, ক্যামেরা ভাংচুর...।
ভাই সরকারী হাসপাতালইতো সবার ভরসা। এমনকি দামী চিকিৎসাও সেখানথেকেই আমরা পেয়ে থাকি। আমি শুধু লিখেছিলাম "দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা কেন নয়: হাই কোর্ট " এর রুল জারি নিয়ে কিন্তু না বুঝে ঐ যে গ্রামের একটি প্রানীর মত শুরু কইরা দিলেন...
আপনি কিন্তু এইসব বলে মহামান্য হাইকোর্টের রুল জারিকে চরম অবমাননা করলেন।
এছাড়া উপরের আপনার গোত্রের প্রানীকে দেয়া জবাব আপনার ক্ষেত্রেও প্রযোজ্য...
৫| ১৩ ই মে, ২০১৪ বিকাল ৫:২২
কখনো আমি হালুম হালুম করি বলেছেন:
সমীর কুমার ঘোষ
আপনি কোন পেশায় আছেন শুধু জানতে চাই
আমাকে কমিশন খোর বলে দিলেন,
আরে তোর পুরো বংশ একজন ডাক্তারের পায়ের আঙ্গুলের সমান না
তোর কথা বার্তা শুনেই বুঝে গেছি কোন বস্তি থেকে ব্লগিং করিস
এতো হ্যাডম থাকলে কোন ডাক্তারের কাছে যাইস না
যদি যাসও তোর লেখার একটা কপি সাথে করে নিয়ে যাস
যাবি নিজের দেশের ডাক্তারের কাছে আর বাসায় ফিরে তাদেরকেই সমালোচনা করবি
তোর মতো মানুষরাই লাত্থি খায়
০৫ ই আগস্ট, ২০১৪ রাত ২:৪৪
সমীর কুমার ঘোষ বলেছেন: আমি এমন একটি পেশায় আছি যেখানে নিজে সৎ থেকে মানুষের সেবা করি। অর্থাৎ সরকারী সেবা মূলক প্রতিষ্ঠানেই চাকরী করি।
কুকুরকে কুকুর বলতে হয় না, সে যখন ঘেউ ঘেউ করে তখন মানুষ বুঝে নেয় সে কে !
আমি আপনাকে কমিশন খোর বলিনি। বলেছি বেশির ভাগ ডাক্তারই এটা করে থাকে।
সব ডাক্তার ডাক্তার না, মানুষের মুখে শুনতে দেইখেন সবাইর একই কথা "একজন ভালো ডাক্তারকে দেখাও" তাহলে সবাই ভালো ডাক্তার না! হ্যাঁ, এমন বিশেষ ডাক্তার আছেন যারা অনেক উচ্চ মন মানসিকতা নিয়ে এই পেশায় এসে মানুষের সেবা করে আমি মানছি তারা সর্বোচ্চ সন্মানের। কিন্তু আপনি যদি ডাক্তার হন তাহলে বলবো আপনি একজন প্রানী (কুকুর) যে কি-নাও মানুষের উপকার করে তার পায়ের আঙ্গলের সমান নন আপনি।
অনেক বস্তিতেও অনেক ভালো মানুষ থাকতে পারে। কারন তারা গরীব। আর এই গরীবদেরকেই তেমাদের মত কিছু ডাক্তার (তোমাকে যেহেতু ভালো ডাক্তার মনে করছি না, তোমার কথা বার্তা শুনে!) ব্যবসা খুলে বসে ! এই সব বস্তি না থাকলে তোমার মত ডাক্তার না খেয়ে মরবে জেনে রেখ। মহৎ হও আগে তারপর ডাক্তারি কইরো... এইটা তোমাকে ফ্রি এডভাইস দিলাম।
ঠিক আছে তুমিও কোনো রোগী দেখিও না। দেখ তেমার কেমন চলে!
আমি তোমার মত ডাক্তারকেই বলছি। তোমার মত সবাই গাধা না। তোমার মত ডাক্তার এক সময় দেখবে না খেয়ে মরবে।
আমি সব ডাক্তারকে নিয়ে সমালোচনা করি নাই। যাদেরকে নিয়া করছি সেইটা পাইয়া গেছি আর তোমার তোমর ঘেউ ঘেউ শুনেই .....
আমরাতো রোগী। তোদের কাচে আমরা জিম্মি। টাকা হলেই ডাক্তর পদবী নিস।
আর যখন তোদের মত কিছু খারাপ ডাক্তার টাকা দিয়ে সর্টিফিকেট নেয় , আর রোগীকে ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলস তখন তোদের কি অবস্থা হয় বল, তখনতো তোরা গনপিটুনি/লাত্থি খাস।
পারলে এর প্রতিক্রিয়া জানাইস।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৯
তাহিন বলেছেন: অসাধারণ