![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিগত দুই দশক ধরে সরকারীভাবে আমাদের দেশে 14 এপ্রিল আমরা উৎযাপন করছি আমাদের সবচেয়ে বড় প্রানের/মিলনের উৎসব বাংলা নববর্ষের 1ম দিন পহেলা বৈশাখ। ঐ তারিখেই 1 লা বৈশাখ উৎযাপন করা হেব এটা নির্দিষ্ট করে দেয়া। কিন্তু এই ফিক্সড তারিখটা যিনি করেছেন তার কাছে হয়তো এর ব্যাখ্যা আছে আর সেটা জানার খুবই ইচ্ছা।
সারা বিশ্বে (বাংলাদেশ, ভারতের পশ্চিম বঙ্গ, আসাম, ত্রিপুরা সহ) প্রায় 30 কোটি বাংলা ভাষাভাষী লোক আছে! আর এর বেশির ভাগই 1লা বৈশাখ পালন করবে আগামীকাল অর্থাৎ আমাদের কাছে যখন বৈশাখ মাসের 2য় দিন! আর 30 কোটি ভাষাভাষীর মধ্যে 50% ই হিন্দু আর সঙ্গে আছে অনেক মুসলিমও তারা পঞ্জিকা মতে আগামীকাল পালন করবেন নতুন বছরের শুভ 1লা বৈশাখ। আর এটা লক্ষ্য করলে দেখাযাবে আগামীকাল পাশের কোনো হিন্দু ব্যবসায়ীর দোকানে বা বাসায় শুভ হালখাত অনুষ্ঠান আর নানা ধরনের মিষ্টির সমাহার যাদের কাছে আজকে ছিল বছরের শেষ দিন। সব কিছু ধুয়ে-মুছে পরিস্কার করার দিন।
এটাকে তুলনা করা যায় যখন ঈদের দিন দুই দিন পালন করা হয় দেশের অনেকাংশে। যেমন চাঁদপুর সহ বেশকিছু অঞ্চলের কিছু নাগরিক তারা সৌদিআরব এর সঙ্গে একই দিনে পালন করেন তাদের ঈদের নামাজ।( সেটা কিন্তু ফিক্সড নয়। কারন সৌদিআরব দেশের নাগরিকগন তারাও চাঁদ দেখার উপর পালন করেন তাদের ঈদ।) কিন্তু বেশিরভাগই/প্রায়সমগ্র দেশের মানুষই ঈদের নামাজ আদায় করেন চাঁদ দেখার উপর। তাই এখানেও একই কথা আমাদের সকলের একই দিনে নববর্ষের দিন পালন করার ব্যবস্থা করা কি যায় না !
কোনকিছুকে নির্দিষ্ট করে দেয়াকে বাণিজ্যিক মনে হয়, কৃত্রিম মনে হয়। আমাদের সংস্কৃতি/আচার-অনুষ্ঠান যেটি শত/হাজার বছর ধরে চলে আসছে বংশ পরম্পরায় একে অপরকে অনুসরন করে সেটা নির্দিষ্ট করে দেয়ার যৌক্তিকতাটা কতটুকু...।
তবে এর ভালো যে দিকটা, আমরা অনেকই মনে করি এই দিনটা যদি ভালো কাটে, সারা বছর ভালোই কাটবে। কিন্তু ভালো থাকার চেষ্টা করেও যাদের আজকের দিনটা ভালো যায়নি তারা মন খারাপ না করে যদি মেনে নেন যে, আগামীকালই 1422 বছরের প্রথম দিন (পহেলা বৈশাখ) তারা হয়তো নিজে নিজেই মনটাকে ভালো করতে পারবেন। কারন ভালো থাকার আরও একটা দিন পাওয়া যাচ্ছে
সবাইকে শুভ নববর্ষের (পহেলা বৈশাখের) শুভেচ্ছা। বছরের 1ম দিনটা ভালো যাক বা না যাক প্রতিটা দিনকেই যদি আমরা বছরের প্রথম দিন মনে করি তাহলে অনেকাংশেই ভালো থাকা যেতে পারে।
শুভ নববর্ষ-1422।
[বিঃদ্রঃ-এখানকার মতামত একান্তই ব্যক্তিগত। লেখাটি পড়ে কারো মনে আঘাত লাগলে (যদিও অনিচ্ছকৃত) ক্ষমাপ্রার্থী]
©somewhere in net ltd.