নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমীর কুমার ঘোষ

লেখা এমন একটা বিষয় যেটা লেখার উদ্দ্যেশে চিন্তা করার থেকে যখন মনে যা আসে তখনই লিখে ফেলা উচিৎ

সমীর কুমার ঘোষ › বিস্তারিত পোস্টঃ

ভাতের চেয়ে হাজার গুণ বেশি পুষ্টিসমৃদ্ধ খাবার পান্তা !!!

২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:১০


পুষ্টিবিদরা বলছেন, ভাতের তুলনায় হাজারগুণ বেশী পুষ্টি রয়েছে, পান্তায়। যা শরীরকে রাখে চাঙ্গা। রাখে রোগ-বালাইমুক্তও। সকালের নাস্তা, কাঁচা মরিচ আর নুন-পান্তা। এখনও গ্রামের খেটে খাওয়া মানুষের দিন শুরু হয়, এই খাবার দিয়ে।
পান্তা গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষের খাবার। সাথে এক চিমটি নুন, কাচা লংকা আর পেয়াজের টুকরোয় যেন তৃপ্তির ঢেকুড়। তাই প্রয়োজন পড়ে না বিশেষ দিনের, রুপালী ইলিশের।
গবেষকরা বলছেন, ভাতকে পানি দিয়ে ভিজিয়ে রাখলে উপকারি ব্যাকটেরিয়া ও ইষ্ট, গাজন প্রক্রিয়ায় শর্করাকে ভেঙ্গে তৈরি করে ভিন্ন স্বাদের পান্তা। ফাইটিক এসিড ভেঙ্গে তৈরি হয় ল্যাকটিক এসিড। ল্যাকটিক এসিড পান্তায় অম্লত্ব বাড়িয়ে দিলে ক্ষতিকর ব্যকটেরিয়া, ছত্রাক ভাতকে নষ্ট করতে পারে না।
গবেষণা বলছে, মূলত ১৭শ শতকের শুরুর দিকে ভারত উপমহাদেশে এই পান্তার প্রচল। তাই খাবারটিকে বলা হয়, এই অঞ্চলের নিজস্ব খাবার। সাধারণ ভাতের তুলনায় পান্তায় পুষ্টি বেশী থাকায় স্বাস্থ্যের জন্য উপকারী। প্রতি ১০০ গ্রাম ভাতে আয়রণ ৩.৬ মিলিগ্রাম থাকলেও পান্তায় তা ৭৩.৭ মিল্রিগাম। ক্যালসিয়াম ২১ মিলিগ্রাম থেকে রেড়ে হয় ৮৫০ মিলিগ্রাম। ৩৫ মিলিগ্রামের পটাশিয়াম বৃদ্ধি পেয়ে দাড়ায় ৮৩৯ মিলিগ্রামে।
পান্তায় কী আছে, আর কী নাই তাতে যায় আসে না সাটুরিয়ার কৃষক লিটনের। তবে গরমে পান্তা খেয়ে পরিশ্রম করলেও শরীল থাকে চাঙ্গা। তাই প্রতিদিন সকালে লিটনের পরিবারের চাই সানকি ভর্তি পান্তা।

পান্তায় কী ক্ষতি নেই? গবেষকরা বলেছেন, তৈরির ১২ ঘন্টা পর পান্তা না খেলে হতে পারে রোগের কারন। সাথে পরামর্শ বিশুদ্ধ পানি দিয়ে পান্তা তৈরির ।
[সূত্রঃ আমাদের সময় ডট ‍বিজ ও চ্যানেল ২৪।]

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৪২

ভ্রমরের ডানা বলেছেন: বাহ! এত্তগুণ। অবুক আই ফানি ভাত খাইজ্জুম।

২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৩

সমীর কুমার ঘোষ বলেছেন: :)

২| ২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২২

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: এখন থেকে পান্তাই খামু B-)

২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৪

সমীর কুমার ঘোষ বলেছেন: B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.