নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমীর কুমার ঘোষ

লেখা এমন একটা বিষয় যেটা লেখার উদ্দ্যেশে চিন্তা করার থেকে যখন মনে যা আসে তখনই লিখে ফেলা উচিৎ

সমীর কুমার ঘোষ › বিস্তারিত পোস্টঃ

একটি সচেতনতামূলক পোষ্ট এবং বাস্তব ঘটনাঃ-

১১ ই মার্চ, ২০১৭ রাত ১:০১

ঘটনার সূত্রপাত গত বুধবার (08.03.2017) সকাল 10.30 ঘাটিকার সময় রাষ্ট্রায়ত্ব একটি বাণিজ্যিক ব্যাংকের শাখায় শাখার অফিসের মোবাইল নাম্বারে একটি অপরিচিত মোবাইল নাম্বার থেকে ফোন আসল। হ্যালো বলতেই বলা হল ওপাশ থেকে, “আমি প্রধান কার্যালয়ের ফরেন রেমিটেন্স ডিপার্টমেন্ট থেকে বলছি, শাখায় উক্ত ডিপার্টমেন্টে যিনি কাজ করেন তাকে দেন..”
-ব্যবস্থাপক সাহেব মোবাইলটি যথরীতি তাকে দিলেন
-ওপাশ থোক বলা হলো গম্ভীর কন্ঠে আমি তম্ময় বলছি গতকাল শাখায় কয়টি ফরেন রেমিটেন্স পেমেন্ট দেয়া হয়েছে?
- প্রধান কার্যালয় এর ফোন বলে কথা, সংশ্লিষ্ট কর্মকর্ত একরকম ভয়েই বললো 2টি স্যার।
- ওপাশ থেকে তখন বলা হল , মাত্র 2 টা !! কি করেন ? বেশি বেশি ফরেন রেমিটেন্স পেমেন্ট দিতে হবে। ভালো ভাবে কাজ করবেন... এই সব
-এরপর বলা হল 2টা পেমেন্টের পরিমান গুলো বলুন, আর এখন থেকে 50000/- টাকার বেশি পরিমান পেমেন্ট কেউ নিতে আসলে আগে আমাদেরকে জানাবেন। না জানিয়ে পেমেন্ট দিবেন না...
-শাখার কর্মকর্তাটির কেন জানি মনে হল হেড অফিসে এ বিষয়ে কথা বলি , কারন এমন হলে অবশ্যই একটা সার্কুলার হবার কথা..
তারপর যা বুঝার সবই বোঝা গেল, প্রধান কার্যালয় থেকে বলা হল এটা একটি সংঘবদ্ধ প্রতারক চক্র
-এরপর প্লান মাথায় আসল সেই কর্মকর্তার, কিভাবে উল্টো সেই প্রতারককে ফাঁদে ফেলা যায়। ফোন দিয়ে বলা হল স্যার এই মাত্র একজন রিয়াতে পেমেন্ট নিতে এসেছে, ইউএসএ থেকে পাঠিয়েছে বলছে, টাকা 75000/- টাকা আমি কি দিব!
-ওপাশ থেকে বললো আইডিকার্ড নিয়ে ডিটেইলস বলুন, ডিটেইলস বলার পর ওয়েট করতে বললো আর কম্পিউটার এর কি বোর্ডের খট খট শব্দ আসল, বুঝতে বাকি থাকলো না এটাও এক ধরনের কৌশল ...
কিছুক্ষন পর বললো ঠিক আছে দিয়ে দেন, অথচ এই নামে শাখায় কেউ কিছু নিতে আসেনি, ভুয়া একজনের নাম ঠিকানা, জন্মতারিখ বলা হল.. তখন আরও পরিস্কার হল, তাহলে ওরা কি দেখে বললো দিয়ে দেন ! (ফোনে কিছু অংশ রেকর্ড আছে)
এখান থেকে ধারনা, সেই প্রতারক চক্র যেটি করতে পারে..
প্রথমে বিশ্বস্ততা দেখিয়ে একটি সম্পর্ক তৈরী করে বলবে আইডি কার্ড এর ডিটেইলস বলার পর গোপন পিন নম্বরটিও বলুন! কারন এখন অনেক এক্সপার্ট রয়েছে হুবহু একটি ভুয়া আইডি কার্ড নিমিষেই বানিয়ে দিতে পারে। আর আমরা কিন্তু আইডি কার্ডের নাম্বার দিয়ে নাম ভেরিফাই করি না/একসেস নাই, আর ছবিও অনেক সময় বোঝা যায় না...
আর সেই সব তথ্য দিয়ে নিমিষেই অন্য কোন স্থান থেকে পেমেন্টটি ক্যাশ করে নিবেন, যদিও কোথা থেকে সেই গোপন পিনের টাকাটা পেমেন্ট হয়েছে ডাটা পাওয়া সম্ভব, কিন্তু টাকাটাতো আর ফিরে পাওয়া সম্ভব নয়,
কাজেই সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার জন্য এখানে দেয়া...
ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৭ রাত ৩:৫২

চাঁদগাজী বলেছেন:



আমি খেয়াল রাখব; ফোন আসলে, খবর হবে।

১২ ই মার্চ, ২০১৭ রাত ১০:০৭

সমীর কুমার ঘোষ বলেছেন: অনেক ধন্যবাদ আপনার মন্তব্যটির জন্য। বিষয়টি আপনার সকল ব্যাংকার বন্ধুদের জানিয়ে দিন... ঘটরাটির পর আমি জানতে পারি এমন আরও অনেক শাখাতেই তারা ফোন করেছে..

২| ১১ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৫৬

সঞ্জয় নিপু বলেছেন: চিটার বাটপারে দেশ ভইরা গেল ।

১২ ই মার্চ, ২০১৭ রাত ১০:১১

সমীর কুমার ঘোষ বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যটির জন্য।
সকল মোবাইল সিম ধুম ধাম করে ঢোল পিটিয়ে আল্টিমেটাম দিয়ে পুনরায় নিবন্ধন করে নিল এরপরও যদি এমন হয় সত্যিই দুঃখজনক ....
সত্যিই , ডিজিটাল চিটার বাটপারে দেশ ভইরা গেছে...


৩| ১১ ই মার্চ, ২০১৭ সকাল ১০:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এগুলোরে ধরে শাস্তি দিতে হবে। তারপর কমে যাবে এদের দৌরাত্ম...

১২ ই মার্চ, ২০১৭ রাত ১০:১৬

সমীর কুমার ঘোষ বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যটির জন্য।

ঠিকই বলেছেন .. এরা হলো ডিজিটাল চিটার বাটপার, এদের ধরতে হবে ঐভাবেই। বিটিআরসিকে রিপোর্ট করেছি, দেখি ওরা কি করে ...

৪| ১১ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫৫

হাতুড়ে লেখক বলেছেন: ডিজিটাল দেশে চোরেরাও ডিজিটাল হচ্ছে।

১২ ই মার্চ, ২০১৭ রাত ১০:১৮

সমীর কুমার ঘোষ বলেছেন: একদম ঠিক বলেছেন..

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যটির জন্য।

৫| ১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:২৪

আল ইফরান বলেছেন: ব্যাংকের লোকজনও কখনো আপনার পিন কোডটি চাইবে না।
যাদের এতটুকু মৌলিক জ্ঞানের অভাব থাকবে, তাদের কোনো ধরনের ডিজিটাল ট্রানজেকশ্যান এ না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। প্রয়োজনে দক্ষ কারো হাত দিয়ে করে নেয়াটাই অধিকতর উপযোগী।

১২ ই মার্চ, ২০১৭ রাত ১০:২২

সমীর কুমার ঘোষ বলেছেন: আপনার কথায় যুক্তি আছে...

ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যটির জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.