নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমীর কুমার ঘোষ

লেখা এমন একটা বিষয় যেটা লেখার উদ্দ্যেশে চিন্তা করার থেকে যখন মনে যা আসে তখনই লিখে ফেলা উচিৎ

সমীর কুমার ঘোষ › বিস্তারিত পোস্টঃ

একজন টেলেন্ট ছাত্রের পরীক্ষার খাতায় উত্তর !! ফান পোষ্ট :)

১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:১৫


এক পরীক্ষায় প্রশ্ন আসলো- কিভাবে একটা পিপড়া কে মারতে হয় ? প্রশ্ন টা ১৫ মার্ক এর !

এক ছাএ উত্তর লেখছেঃ প্রথমে চিনির সাথে মরিচের গুড়া মিশায় রেখে দিতে হবে।
পিপড়া সেটা খেয়ে পানি খুজবে।পানির বালতি তে যেয়ে পিপড়াটা পড়ে যাবে,
তারপর নিজেকে শুকাতে আগুনের কাছে যাবে , আগুনের কাছে আগে থেকেই একটা বোমা রাখা লাগবে। বোমা ফুটে পিপড়া আহত হয়ে হসপিটাল এ যাবে,
তার মুখে অক্সিজেন মাস্ক দেয়া থাকবে, সেই অক্সিজেন মাস্ক টা খুলে দিলেই পিপড়াটা মরে যাবে ।
আপনারাই বলেন ঐ ছাত্র এখন কত নম্বর পাবে ??
B-)

[সংগৃহীত]

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৭

চাঁদগাজী বলেছেন:


১৫০ পাবে

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৪

সমীর কুমার ঘোষ বলেছেন: :)
সত্যিই তাই

২| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১:২৩

মসিউর হৃদয় বলেছেন: হাহাহা এই সাত্রকে নম্বর দেওয়ার মত নাম্বার স্যার এর হাতে নেই.।.।

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৮

সমীর কুমার ঘোষ বলেছেন: B-)
বিষয়টা মার্কের। যদি মার্ক কম থাকত তাহলে ২/১ কথায়ই হত। কিন্তু ১৫ মার্ক! এটাই ছাত্রটিকে এমন ভাবতে বাধ্য করেছে।

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

৩| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১:২৪

ওমেরা বলেছেন: চাঁদগাজী ভাইয়া বলেছেন ১৫০ পাবে ,আমার মনে হয় তাই ।

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৯

সমীর কুমার ঘোষ বলেছেন: B-)

৪| ১৮ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:৪৩

ডঃ এম এ আলী বলেছেন: যেহেতু মুল্যায়ন করে নম্বর দেয়ার জন্য বলেছেন তাই আমার বিবেচনায় ছাত্রটির উত্তর পত্র মুল্যায়ন করা হল । দয়া করে একে নীজের উপরে নিবেন না , এটা শুধুই একটি কৌতুক !

এক ছাএ উত্তর লেখছেঃ ( সঠিক হবে উত্তর লিখেছে) প্রথমে চিনির সাথে মরিচের গুড়া মিশায় ( সঠিক হবে মিশিয়ে বা মিশায়ে) রেখে দিতে হবে।
পিপড়া সেটা খেয়ে পানি খুজবে ( সঠিক হবে খুঁজবে) ।পানির বালতি তে যেয়ে ( সঠিক হবে গিয়ে) পিপড়াটা পড়ে যাবে,
তারপর নিজেকে শুকাতে ( উপযুক্ত শব্দটি হবে পরিশুষ্ক হতে ) আগুনের কাছে যাবে , আগুনের কাছে আগে থেকেই একটা বোমা রাখা লাগবে। বোমা ফুটে ( সঠিক শব্দটি হবে বিস্ফোরিত হলে ) পিপড়া আহত হয়ে হসপিটাল ( বাংলায় যখন উত্তরটি লেখা হচ্ছে তখন শব্দটি হাসপাতাল হলে ভাল হত , এর জন্য নম্বর কম পাবে) এ যাবে,
তার মুখে অক্সিজেন মাস্ক ( ভাল হত মুখোশ লিখলে ) দেয়া থাকবে, সেই অক্সিজেন মাস্ক টা ( ভাল হতো মুখোশ লিখলে ) খুলে দিলেই পিপড়াটা মরে যাবে ।
আপনারাই বলেন ঐ ছাত্র এখন কত নম্বর পাবে ?? ( একটি প্রশ্ন বোধক চিহ্নই যথেষ্ট ছিল , দুটো চিহ্ন না দিলেও চলত )


[সংগৃহীত] ( যেখান থেকে সংগৃহীত হয়েছে তার সুত্র উল্লেখ প্রয়োজন ছিল )

মোট ১৫ নম্বর প্রাপ্তিযোগ্য একটি প্রশ্নের জন্য ৫ লাইনের একটি উত্তর পত্রের মধ্যে এত গুলি ভুল ও অসঙ্গতি
তুলে ধরা যায় তাহলে কত নম্বর তাকে দেয়া যায় !!! তার পরেও ভাবনাটি মৌলিক হলেও কথা ছিল , এটা তার সুত্র উল্লেখ বিহীন সংগৃহিত উত্তর , তাই দু:খিত গাজী সাহেবের মত এত নম্বর দেয়া গেলনা । যাহোক, পাশ নম্বরটা টা সে পাবে ( যদিও বলা নাই পাশ নম্বরটা কত ) । আর যদি পাশ নম্বর ১৫ এর মধ্যে ১৫ ই হয় তাহলে দু:খিত পুর্ণ নম্বর দেয়া গেলনা ।

ধন্যবাদ সুন্দর একটি রম্যপোষ্ট আমাদের সামনে উপস্থাপনের জন্য :)
অনেক অনেক শুভেচ্ছা রইল

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২৮

সমীর কুমার ঘোষ বলেছেন: অনেক কিছু জানলাম !

অনেক ধন্যবাদ আপনাকে । আপনাকেউ অনেক অনেক ‍শুভেচ্ছা।

৫| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১৯

রিফাত হোসেন বলেছেন: ডক্টর আলী সাহেব এর মন্তব্য পড়ে মজা পেলাম। যদিও অক্সিজেনকে কেন অম্লজান নামে বইয়ে সর্বদা থাকে না, তাও জানতে মনে চায়। যেখানে একটি বাংলা সমার্থক শব্দ রয়েছে যা ইংরেজী শব্দোদূভত নয়। স্কুলের বাংলা ব্যাকরণে কখনোই ভাল ছিল না। এই যে বাংলা থাকা সত্যেও স্কুলই টাইপ হয়ে গেল! স্কুল শব্দটা কানে বাজতে বাজতে, এই শব্দটাই ....

২০ শে জুলাই, ২০১৭ রাত ১২:৫৬

সমীর কুমার ঘোষ বলেছেন:

অনেক ধন্যবাদ আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.