নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমীর কুমার ঘোষ

লেখা এমন একটা বিষয় যেটা লেখার উদ্দ্যেশে চিন্তা করার থেকে যখন মনে যা আসে তখনই লিখে ফেলা উচিৎ

সমীর কুমার ঘোষ › বিস্তারিত পোস্টঃ

মহান মে দিবস এবং অনুভূতি...

০১ লা মে, ২০১৭ রাত ৯:৩৬

[ছবিটি সংগৃহীত]
পাড়ার মোড়ে সব সময় কয়েকটি রিক্সা দাড়িয়ে থাকে। কোথাও যেতে হলে আমি বলি আমি ওখানে যাব কত নিবা! যদি কোন রিক্সাওয়ালা বেশি চায় আমি তখন অন্যকে বলি। দেখি অন্য একজন একটু কম চায়। এরপর অন্য একজনকে দেখি চুপচাপ বসে আছে তাকে বললে হয় বলে যা ভাড়া তাই দিয়েন অথবা বলে এমন একটি ভাড়া যেটা সর্বনিম্ন...

যে সর্বনিম্ন ভাড়া চায় আমি তার রিক্সায় যাই। আমি বুঝি যে কম ভাড়া চায় তারই অভাব বেশি ... এবং কখনই সে যা চায় তাই দি না, প্রথম রিক্সাওয়লা যা চায় তাকে তাই দেই। অর্থাৎ একটু বেশি, এমন আমি সবসময়ই করি।

আজকে এমনিতেই রাস্তায় রিক্সা কম, দেখি এক ঘামে ভেজা রিক্সাওয়ালা একটু ছায়ায় বসে রেস্ট নিচ্ছে, আমি যেতে চাইলেই বলে চলেন.., ভাড়া আসক করলাম কিন্তু আজকের দিনেও সাধারনত যে ভাড়া তার কাছ থেকে আশা করছিলাম (সাধারনত এমনি দিনে তাদের চাহিদা বেশি থাকে আর তারা সুয়োগও নেয় অনেক..) কিন্তু দেখলাম যা আমার এক্সপেকটেশন তারও কম চেয়েছে ,
যেতে যেত দেখি তার পরনের শার্টটা ঘেমে ভিজে শরীরের সঙ্গে মিশে গেছে, পরনের লুঙ্গিটাও তালি দেয়া আমি এমনিতেই সব সময় তাদের কয়েকটাকা বেশি দেই কিন্তু মনে হলো আজকে তাদের দিন, মেহনতী মানুষদের পরিশ্রমের সঠিক মূল্যায়নের দিন...
তখন আমি তাকে আরও কিছু টাকা বেশি দিলাম যা সে কখনই এক্সপেক্ট করেনি ! এটা আমার ভালো লাগে সব সময়। তারা অতিরিক্ত টাকাটা পেয়ে একটু অন্যভাবে আমার দিকে চেয়ে থাকে আমি এটার জন্যই অপেক্ষা করি। অনেকরে দেখি ততক্ষনাৎ আমার জন্য দোয়া করছে... আর আমার জীবনের যেকোন সফলতার জন্য মনে করি মহান সৃষ্টিকর্তা তাদের ঐ দোয়গুলো কবুল করেছেনও..
আমরা সব সময় ভালো কোনো রেস্টুরেন্টে গিয়ে ওয়েটারকে বকশিশ দেই, সিএনজিওলারা (ঢাকাতে) তো আগেই বলে ২০/৩০ টাকা বেশি দিতে হবে মিটার ভাড়া থেকে। কিন্তু একজন রিক্সাওয়ালা সবচেয়ে বেশি শারীরিক পরিশ্রম করছে অথচ তাদের দেই না বা দিতে চাই না ... আমি ভাড়া নেয়ার সময় দরাদরি করি ঠিকই কিন্তু কেউ জানে না যে তাদের জন্য অতিরিক্ত কয়েকটি টাকা অপেক্ষা করছে...

এখানে উল্লেখ্য , অনেক প্রতিষ্টিত ব্যক্তিকেউ দেখি রিক্সা থেকে নামার সময় রিক্সাওয়ালদের সঙ্গে ভাড়া নিয়ে বাক-বিতন্ডা করতে। আমার উপলব্ধি আমাদেরকে সব সময় তাদের পরিশ্রমের মুজুরি দেয়া উচিৎ, মহান সৃষ্টিকর্তা আমাদেরকে তাদের একজন করে পৃথিবীতে পাঠাতে পারতেন, আমাদেরকে মহান সৃষ্টিকর্তা তাদের কয়েকটি টাকা বেশি দেয়ার ক্ষমতাও হয়ত দিয়েছেন (বেশি না দিলেও তাদের সঠিক প্রাপ্যটার কথা বলছি) , কাজেই আমরা তাদের অবশ্যই সঠিক ভাড়া দিব এবং পরিশ্রমের সঠিক মূল্যায়ন করবো।
সকল মেহনতী মানুষের জন্য প্রার্থনা সবাইকে মহান সৃষ্টিকর্তা ভালো রাখুন।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৭ রাত ১০:০৬

সেলিম আনোয়ার বলেছেন: মে দিবস নিয়ে পোস্ট । সুন্দর উপলব্ধি । তবে আজকাল অনেক রিক্সাওয়ালা মাত্রাতিরিক্ত ভাড়া চেয়ে বসেন ।

২১ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫৪

সমীর কুমার ঘোষ বলেছেন: হুম, এটা ঠিক। সবার মাঝেই ভালো মন্দ থাকে। আমার একটি উপলব্ধি মোরে কয়েকজন রিক্সাওয়ালা থাকলে যে সবার আগে যেতে চায় মনে করি তার অভাব বেশি। তাকে ৫/১০ টাকা বেশি দেয়াই যায়।

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যটির জন্য।

২| ০১ লা মে, ২০১৭ রাত ১০:২৩

চাঁদগাজী বলেছেন:


জাতিকে যদি সুযোগ দেয়া হতো, রিকসাওয়ালা থাকরই কথা নয়, রিকসা থাকার কথা নয় ৪৬ বছর।

২১ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫৭

সমীর কুমার ঘোষ বলেছেন: সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.