![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে, তখন কাছের সবাই ডাক্তার হয়ে যায় এবং পরামর্শ উপদেশ দিতে থাকে এই ঔষধ ঐ ঔষধ খেতে বলে। ভাবতে ভালেই লাগে আমরা সবাই ছোট-বড় ডাক্তার । একজন দীর্ঘ মেয়াদী অসুস্থ রোগী নানা ঔষধ খেতে খেতে সে নিজেই এখন বলে দিতে পারে কোন রোগের কি ঔষধ !
ডাক্তার দেখানো নিয়ে সবারই একটি কমন পরামর্শ তা হলো , “একজন ভালো ডাক্তার দেখান!”
কিন্তু এই ভালো ডাক্তার কে.. !? এবং আমার প্রশ্ন এত্ত এত্ত ডাক্তার থেকে আমরা ভালো ডাক্তার কিভাবে খুঁজে পাব!
একটি কেস স্টাডি,
আমার অনেক প্রিয় একজন মানুষ-অভিভাবক/বড় ভাই হঠাৎ করেই একদিন অসুস্থ হয়ে পরেন। তখন অনেক নামকরা অনেক ডিগ্রী ধারী এমনকি তিনি প্রসাশনিক ডাক্তার ছিলেন একসময় এখন অবসরপ্রাপ্ত তাঁর কাছে চিকিৎসা নিতে যাওয়া হয়। নানা পরীক্ষা-নীরীক্ষা শেষে তেমন কোন রোগ নির্নয় করতে পারেনি, তার কিছু ঔষুধ এ চলে চিকিৎসা..। অথচ তার শরীর দিন দিন আরও খারাপ হয়ে যায় দেখে নিজে এবং কাছের মানুষের (আমাদের) পরামর্শে কোলকাতায় নিয়ে যাওয়া হয়, এবং যেদিন কোলকাতায় নিয়ে যাওয়া হয় সেখানকার ডাক্তার রোগীর অবস্থা দেখেতো আশ্চর্য হয়ে যায় রোগটির এমন পর্যায় যেটা সিভিয়ার অবস্থা! (রোগটি পাকস্থলীতে টিউমার) এবং সেদিনই রাতে ওপারেশন করা হয় এবং যেহেতু সিভিয়ার পর্যায় ছিলো ওপরেশনের পর আরও জটিল হয়ে গেলে সেখান থেকে কয়েকদিন লাইফ সাপোর্ট এ রেখে মুম্বাই এ একটি হাসপাতালে চিকিৎসা নেন। পরে অবশ্য বেশ কয়েকবছর ভালই স্বাভাবিক ছিলেন, ক্যান্সার নিরাময় হচ্ছিলো ডাক্তার বলে দিয়েছিলো ১৪/১৫ বছর স্বাভাবিক বেঁচে থাকবে , কিন্তু কয়েকবছর পর নিজে নিজে কোন অনিয়মের কারনে আর পৃথিবীতে দীর্ঘদিন থাকতে পারলেন না !
আজকে মনে পড়ছে সেই ডাক্তারকে যিনি তার নামের পাশে লিখে রেখেছেন বড় বড় ডিগ্রী !!! (সেই ডাক্তার যদি সঠিক সময়ে রোগ বুঝতে পারতেন তাহলে আমার সেই প্রিয় মানুষ/বড় ভাই আজকে আমাদের দেখে রাখতেন) কিন্তু ইদানিং যখন দেখি কোন ডাক্তার কোন কলেজে পড়েছেন নামের পাশে উল্ল্যেখ নেই , তখন ভাবি এত্ত এত্ত ডাক্তার লইয়া জাতি কি করিব যদি তারা ভালো ডাক্তার না হোন !
২১ শে জুলাই, ২০১৭ রাত ১১:২১
সমীর কুমার ঘোষ বলেছেন: বান্তব বিষয়টাই তুলে ধরেছেন।
অনেক ধন্যবাদ আপনার মন্তব্যটির জন্য।
২| ২০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:২৭
জে আর সিকদার বলেছেন: বাংলাদেশেও অনেক ভালো ডাক্তার আছেন, না আপনি একজনকে দিয়ে সবাইকে বিচার করতে পারেন না।
কোন ডিপার্টমেন্টেই ১০০% ভালো সবাই নেই। ভালো-মন্দ মিলেই মানুষ। ডাক্তারাও মানুষ!
২১ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৮
সমীর কুমার ঘোষ বলেছেন: আপনার কথা মানলাম। কিন্তু একজন বড় ডিগ্রীপ্রাপ্ত বড় অভিজ্ঞতাসম্পন্ন ডাক্তার এর কাছ থেকে এমন চিকিৎসা বড়ই দুঃখজনক । একজন ডাক্তারের উচিৎ সঠিক রোগ নির্নয়ের ব্যবস্থা করা , তারপর চিকিৎসা। কিন্তু তিনি তা করতে পারেননি আর কোন ভালো পরামর্শও দেননি। তিনি তার মত করে ঔষধ চালিয়ে যেতে বলেছেন..
ডাক্তারও মানুষ আর অন্যের জীবনটাও অনেক গুরুত্বপূর্ন।
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৭ রাত ১২:৪১
বিষাদ সময় বলেছেন: একজন ডাক্তার ভাল হয় তখনই যখন তার নৈতিক দিক এবং একাডেমিক দিক দুটোই ভাল থাকে। এ রকম দুই দিক ভাল ডাক্তার পাওয়া বাংলাদেশে আসলে দূরুহ। আমিও অনেকদিন ধরে ভুগছি, এদেশের ডাক্তাররা রোগ হাতড়িয়ে বেড়াচ্ছেন। শেষ পর্যন্ত কপালে কি আছে আল্লাহই জানেন............