নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমীর কুমার ঘোষ

লেখা এমন একটা বিষয় যেটা লেখার উদ্দ্যেশে চিন্তা করার থেকে যখন মনে যা আসে তখনই লিখে ফেলা উচিৎ

সমীর কুমার ঘোষ › বিস্তারিত পোস্টঃ

আজ ১৫ই এপ্রিল, ১লা বৈশাখ, শুভ নববর্ষ আর এক বার সবাইকে!

১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২৩


সনাতন পঞ্জিকা মতে আজকে দেশের সকল হিন্দু এবং পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবাসীর মধ্যে সব বাংলা ভাষা-ভাষিরা পালন করবে ১৪২৫ সনের প্রথম দিন, শুভ পহেলা বৈশাখ, শুভ নববর্ষ । কাজেই সবাইকে আজেকেও শুভ নববর্ষ!

পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ৩০ কোটি বাঙ্গালী, যদি বাংলাদেশে ১৬ কোটি হয় বাকি অংশ সারা পৃথিবী জুড়ে। এর মধ্যে আবার ধমীয় ভেদে ভাগ রয়েছে। বাংলাদেশে প্রায় ২ কোটি হিন্দু রয়েছে, পশ্চিমবঙ্গে প্রায় ১০ কোটি জনসংখ্যা (সব ধর্ম মিলে) , এদের শুভ নববর্ষের দিন আজকে। অর্থাৎ ১৫ই এপ্রিল। অনেক বছর এটি আবার একই দিনেও হয় !

পহেলা বৈশাখ ১৪ না ১৫ এপ্রিল হবে এ নিয়েও যথেষ্ঠ বিতর্ক আছে।

এরশাদের শাসনামলের পূর্বে পঞ্জিকা মতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গসহ সারাবিশ্বের বাঙালিরা ১৫ এপ্রিল পহেলা বৈশাখ পালন করে থাকত। এরশাদ আমল থেকে সরকারিভাবে ১৪ এপ্রিল পহেলা বৈশাখ। ক্যালেন্ডারের হেরফেরে কখনো ১৪ এপ্রিল বা কখনো ১৫ এপ্রিল পহেলা বৈশাখের দিন ঠিক হয়। বাংলাদেশের হিন্দুরা পঞ্জিকা মতে পহেলা বৈশাখ পালন করে থাকেন। পাকিস্তান সরকার ড. মুহাম্মদ শহীদুল্লাহকে দিয়ে গ্রেগারিয়ান ক্যালেন্ডারের আদলে বাংলা ক্যালেন্ডার তৈরি করেছিলেন, পূর্ব ও পশ্চিম বাংলার মধ্যে সাংস্কৃতিক দেয়াল তৈরি করার জন্য। কিন্তু পাকিস্তান আমলে তা বাস্তবায়ন করা সম্ভব না হলেও এরশাদ সাহেব বাংলা একাডেমির সহায়তায় তা বাস্তবায়ন করে হিন্দু-মুসলমানের মধ্যে একটা বিভক্তি রেখা টেনে দিতে সক্ষম হয়েছেন। এখন একই দেশে দুদিন পহেলা বৈশাখ পালিত হয়। ১৪ এপ্রিল হয় সাড়ম্বরে, ১৫ এপ্রিল অনাড়ম্বরে :(

আমরাকি পারি না আবারও একই দিনে ফিরে যেতে ! সারা বিশ্বে একই তারিখে পালিত হবে পহেলা বৈশাখ!!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৮

মোঃ মঈনুদ্দিন বলেছেন: শুভ নববর্ষ।

২| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৫

জহিরুল ইসলাম সেতু বলেছেন: বিজ্ঞানসম্মত বিষয়টাকেই প্রাধান্য দেওয়া উচিৎ। যেটা সহজ সাবলীল এবং বিজ্ঞানের হিসেবে যুক্তিযুক্ত সেটাকেই গ্রহণ করা ভাল। রাষ্ট্রই এ দায়িত্ব নিয়ে করতে পারে। এটা বিচার বিবেচনা করার জন্য একটা আর্জি জানানো যেতে পারে সরকারের কাছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.