নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি বাংলা ব্লগকথা

ইহা একটি ব্লগবস্তু যা সম্ভাবনায় নীল কালির মতো অপেক্ষা করে আমাদের মগজ দোয়াতে

শমিত

নৈর্ব্যক্তিক

শমিত › বিস্তারিত পোস্টঃ

কতই রঙ্গ দেখি দুনিয়ায় ...

১৩ ই জুন, ২০০৬ দুপুর ১২:০৩

... আমি যেই দিকেতে চাই

দেখে অবাক বনে যাই

তার অর্থ কোনো খুঁজে নাহি পাই রে

ভাইরে

কতই রঙ্গ দেখি দুনিয়ায় ...



দ্যাখো বুদ্ধিমানে রইলো চুপিসারে

হাবলা হনু ব্লগের মাথায় চড়ে

আবার

ফাটিয়ে কলম চালায় যে তার

খিস্তি জোটে দুইবেলা তার

হাবলা হনুর বানর সেনা

খাচ্ছে দ্যাখো খাঁড় রে

ভাঁড় রে

কতই আবাল দেখি দুনিয়ার ...



দ্যাখো

পোঙটা পাকা ধিনতা ধিনা নাচে

নাচ থামিয়ে লোমের উকুন বাছে

আবার

উকুন বাছায় ব্যাঘাত হলে

দল বাধিয়ে ন্যাজটি তোলে

যুক্তি বুদ্ধি শিকেয় তুলে

চেল্লামিল্লি সার রে

ভাঁড় রে

কতই ভন্ড দেখি দুনিয়ার ...

==============



জেঠু , আশা করি আপনার গানের দুটো কলি বদলে দিলাম ব'লে আপনি রাগ করবেন না । বোঝেনই তো! চাদ্দিকে যা চলছে ! প্রণাম নেবেন । দাদুকে আমার প্রণাম ও ভালোবাসা দেবেন ।

মন্তব্য ৪৯ টি রেটিং +১/-১

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০০৬ সন্ধ্যা ৭:০৬

অতিথি বলেছেন: দারুণ মজার তো!

২| ১৩ ই জুন, ২০০৬ সন্ধ্যা ৭:০৬

হযবরল বলেছেন: হনুর লেজে আগুন দিলে
লেজটি নিয়ে নাচবে সে যে
লেজের মাথায় গামছা বাধা
গামছা বাঁধা রাবণ রাজা
দশটি মাথা পন্ডিত সে
দোলায় মাথা বিষম তেজে
দশ বিষয়ের পন্ডিত সে
পায়ের জোরে নাচে সে যে
তেরভূজের শিং দুখানি
মোদের ব্লগের আবালমনি ।

৩| ১৩ ই জুন, ২০০৬ সন্ধ্যা ৭:০৬

কনফুসিয়াস বলেছেন: শমিতদারে রাজাকার তত্ত্বটা ঠিকঠাক বুঝানো দরকার। তাইলে আরো কিছু কাব্য পাওয়া যাইবো!

৪| ১৩ ই জুন, ২০০৬ সন্ধ্যা ৭:০৬

শমিত বলেছেন: আমি তো বুঝতেই চাই ...

৫| ১৩ ই জুন, ২০০৬ সন্ধ্যা ৭:০৬

কনফুসিয়াস বলেছেন: শমিতদা,
এইখানে একবার ঢু মারেন।
Click This Link

আরো কিছু দিতেছি পরে...।

৬| ১৩ ই জুন, ২০০৬ সন্ধ্যা ৭:০৬

শমিত বলেছেন: তোমার ব্লগ রেগুলার পড়ি । আবারো পড়ছি । ব্লগ থেকেই এ যাবৎ যা কিছু জেনেছি ! ব্লগের বাইরে কিছু থাকলে সেটাও দিও । আমরাও মিথ্যে ইতিহাস পড়ে বড় হই তো!

৭| ১৩ ই জুন, ২০০৬ সন্ধ্যা ৭:০৬

শমিত বলেছেন: শেষ বাক্যটা কিন্তু তোমাকে না , আমি আমাদের শিক্ষা ব্যাবসথাকে বললাম । জানো , আমাদের কেউ বলেই নি !

৮| ১৩ ই জুন, ২০০৬ সন্ধ্যা ৭:০৬

শমিত বলেছেন: আমরা তো 71 মানে জানি বরানগরের রক্ত ; বুলেট ফাটিয়ে বেড়িয়ে আসা কিছু উন্মাদ উজ্জ্বল তারার মতো কিশোর যুবক ; গেরস্তপুলিশের কুত্তার দাঁতে আটকে যাওয়া একটা আলগা অহেতুক স্বপ্ন ....

৯| ১৩ ই জুন, ২০০৬ সন্ধ্যা ৭:০৬

মাশীদ বলেছেন: শমিত দা, কঠিন!

মুক্তিযুদ্ধের উপর অরূপের বেশ ক'বছর আগে বানানো একটা website আছে। ঠিকানা: http://www.bangladesh.net/muktijuddha/ সময় পেলে ঢু মারবেন। রাজাকারদের activity র প্রত্যক্ষ বর্ণনা না থাকলেও '71 এর কিছু ছবি হয়ত আপনাকে সে সময়ের ভয়াবহতা সম্পর্কে কিছু আইডিয়া দেবে।

১০| ১৩ ই জুন, ২০০৬ সন্ধ্যা ৭:০৬

হযবরল বলেছেন: আপনাদের ওখানে চলতি কিছু ইতিহাস আমাদের দিননা । না হয় লিংক দিন ।
ব্যক্তিগত : মহীনের ঘোড়াগুলি কই পাই দাদা একটা লিংক দিন না। মারা যাচ্ছি।

১১| ১৩ ই জুন, ২০০৬ সন্ধ্যা ৭:০৬

শমিত বলেছেন: মাশীদ , ধন্যবাদ । তোমার মেসেজ পেয়েছিলাম সেদিন । গেমজনিত কারণে উইন্ডোজ ঢাকা পড়েছিলো , তাই যতক্ষণে পড়লাম ততক্ষণে তুমি অফলাইন । ওটার জন্য আলাদা আরেকটা ধন্যবাদ । অরূপরে কয়দিনের ছুটি দিলা??? ;)

১২| ১৩ ই জুন, ২০০৬ সন্ধ্যা ৭:০৬

মাশীদ বলেছেন: হা হা ! ওরে কি আর আমি ছুটি দেই! অত কি আর কপালে আছে :-(((

এবার গেছে প্রায় দুই সপ্তাহের জন্য। 23 তারিখে ব্যাক করবে। এরপরে আবার যাবে 6 মাসের জন্য। দুঃখে আছি।

১৩| ১৩ ই জুন, ২০০৬ রাত ৮:০৬

শমিত বলেছেন: হযবরল , তেমন নতুন কিছু নয় । খালি এদিকে ফোঁটা কাটা তিলকধারী, এই যা !

আলটিমেটবাংলা ডট কমে কিছু মহীন রাখা ছিলো মনে হয় । খুঁজে দেখে আপনাকে জানাতে পারি । আমাকে আপনার মেল আইডি দিলে আমি কিছু মহীন আপনাকে পাঠিয়েও দিতে পারি । কোনো বিশেষ গানের কথা মনে হলে সেটাও জানাতে পারেন ।

১৪| ১৩ ই জুন, ২০০৬ রাত ৮:০৬

শমিত বলেছেন: বুঝছি !

১৫| ১৩ ই জুন, ২০০৬ রাত ৮:০৬

মাশীদ বলেছেন: এমনিতেই দুই দেশে থাকি, তাও মনের সান্তনা ছিল যে at least same time zone. পঁচা অফিস, সেটাও সহ্য করল না।

বউদির খবর কি? উনিও কি ব্যাঙ্গালোরে?

১৬| ১৩ ই জুন, ২০০৬ রাত ৮:০৬

শমিত বলেছেন: হ্যাঁ , তবে তিনি আবার অরূপের মতো , প্রায়ই হাওয়া দ্যান !

১৭| ১৩ ই জুন, ২০০৬ রাত ৮:০৬

হযবরল বলেছেন: [email protected]
মহিনের কয়েকটা শুনেছি খুব ভাল লেগেছে এখন সব শুনতে চাই। কিন্তু আপনাকে কষ্ট দিতে চাই না। ধন্যবাদ।

১৮| ১৩ ই জুন, ২০০৬ রাত ৮:০৬

মাশীদ বলেছেন: মহা যন্ত্রণা!

সব দেখি এক কিসিমের। তাও নিশ্চয়ই আপনারা একই টাইমজোনে থাকেন? ও বেটা মনট্রিয়েলে কি করছে কে জানে...কোন খবরও পাই না :-(

১৯| ১৩ ই জুন, ২০০৬ রাত ৮:০৬

শমিত বলেছেন: হযবরল , আমি পাঠিয়ে দেবো যখন যেরকম যতগুলো পারি!

২০| ১৩ ই জুন, ২০০৬ রাত ৮:০৬

হযবরল বলেছেন: আবার ধন্যবাদ ।

২১| ১৩ ই জুন, ২০০৬ রাত ৮:০৬

কনফুসিয়াস বলেছেন: অরূপদার এই সাইটের খবর এতদিনে জানলাম! ধূর!
আমার কাছে দু-একটা ডকুমেন্ট আছে- ঐগুলা ওনারে কেমনে পাঠাই? ঠিকঠাক মনে হইলে আপলোড করতে পারতো।
মাশীদাপু, আপনার মেইল দিবেন আমারে?
আমারটা হইলো mnhtareq , জিমেইলে। এখানে দিয়েন না। মেইল কইরেন।

২২| ১৩ ই জুন, ২০০৬ রাত ৮:০৬

মাশীদ বলেছেন: এখানে কিছু গান আছে মহীনের ঘোড়াগুলির : http://econ.ucsc.edu/grads/abhijit/gaan.htm#MG

২৩| ১৩ ই জুন, ২০০৬ রাত ৮:০৬

শমিত বলেছেন: হঁ্যা তা থাকি । ওকে ওর কাজের জন্য প্রচুর হিল্লীদিল্লী ঘুরতে হয় বটে , কিন্তু কখনোই টানা 10-15 দিনের বেশী না । একবারই ওকে জার্মানীতে টানা তি-ন মাস থাকতে হ'য়েছিলো ব'লে আমার খুব দুঃখু হয়েছিলো !

২৪| ১৩ ই জুন, ২০০৬ রাত ৮:০৬

কালপুরুষ বলেছেন: লেখা পড়া করে যে,
না খেয়ে মরে সে।

যে করে খনিতে শ্রম,
যেন তারে ডরে যম।

বাকি রাখা খাজনা,
মোটে ভাল কাজ না।

ভর পেট নাও খাই,
রাজকর দেয়া চাই।

জান আছে তো গান আছে,
জান নাই তো গান নাই।

যায় যদি যাক প্রাণ,
হীরকের রাজা ভগবান।

দড়ি ধরে মার টান,
রাজা হবে খান খান।

সৌজন্যে ঃ হীরক রাজার দেশে

২৫| ১৩ ই জুন, ২০০৬ রাত ৮:০৬

শমিত বলেছেন: কালপুরুষ , হীরক রাজার দেশে ছড়ানো ছিলো এরকম অসংখ্য হীরেমোতি , যা মনে থেকে যায় সারা জীবন !
ধন্যবাদ আপনাকে !

২৬| ১৩ ই জুন, ২০০৬ রাত ৮:০৬

কনফুসিয়াস বলেছেন: হযু বস, শমিতদা পাঠাক আগে। যেগুলা বাকি থাকে আমি পাঠাইয়া দিমু নে। আমার কাছে গানের গাট্টি !

২৭| ১৩ ই জুন, ২০০৬ রাত ৮:০৬

মাশীদ বলেছেন: এখানেও কিছু গান আছে: http://tinyurl.com/g935w

২৮| ১৩ ই জুন, ২০০৬ রাত ৮:০৬

শমিত বলেছেন: কনফু , তোমার কাছে রেডিমেড MP3 থাকলে হযবরল-কে পাঠিয়ে দিতে পারো । আমার কাছে অডিও সিডি , MP3-তে কনভার্ট করে পাঠাতে পাঠাতে ও মনে হয় বেশ কিছু গান শুনে গেয়ে মুখস্ত করে নিতে পারবে তোমার থেকে নিয়ে ।

২৯| ১৩ ই জুন, ২০০৬ রাত ৮:০৬

হযবরল বলেছেন: থ্যাংক ইউ মাশীদ , কনফু এই অভাগার তো তোমরাই আছ।

৩০| ১৩ ই জুন, ২০০৬ রাত ৮:০৬

শমিত বলেছেন: আরে!! মাই বাংলা মিউজিক তো বন্ধ হয়ে গেছিলো ! আমরা কত কাঁদলুম!!!

৩১| ১৩ ই জুন, ২০০৬ রাত ৮:০৬

শমিত বলেছেন: আমি এক্ষুনি একটা অ্যালবাম কনভার্ট করলাম । এক এক টা ফাইলের সাইজ হলো 14 - 15 এমবি । না ইনসাফী !

৩২| ১৩ ই জুন, ২০০৬ রাত ৮:০৬

কনফুসিয়াস বলেছেন: শমিতদা, ভালো বুদ্ধি, এইখানেও তাহলে গুরুচন্ডালির মতন একটা থ্রেড খুলি, গান আপলোড করে তুলে দিব একটা একটা করে!
হযু বস, আসিতেছে .....। :-)

৩৩| ১৩ ই জুন, ২০০৬ রাত ৮:০৬

শমিত বলেছেন: কনফু , এটা দুর্দান্ত আইডিয়া!

৩৪| ১৫ ই জুন, ২০০৬ বিকাল ৩:০৬

অতিথি বলেছেন: তোমার খুরে দন্ডবৎ ভায়া । ইনকিলাব জিন্দাবাদ ! বরাননগরের ছিটে ফোটা এপারেও পড়েছিল কিছু ।
তা বৌদি আবার কবে আসচেনে জামর্ানী ?

৩৫| ১৭ ই জুন, ২০০৬ বিকাল ৪:০৬

শমিত বলেছেন: তাই নাকি! আমি তো ভাবতাম ওদিকে এর কিছুই যায় নি তেমন!

৩৬| ১৭ ই জুন, ২০০৬ বিকাল ৪:০৬

অতিথি বলেছেন: এসেছিল অন্য চেহারায় । মাশর্াল ল দিয়ে ম্যানেজ করা হয়েছিল । যে জেনারেশনটায় ঐ ধাক্কা লেগেছিল তাদেরকে পূণ্যাত্মা লালাজি-টাটাজিরা জাসদ নামে একটি ফ্যাসিস্ট দলে কৌশলে সরিয়ে নিয়ে খতম হবার পথ খুলে দিয়ে ছিল । নইলে ভেবে দেখো 72 এর ঢেউ 76-77 নাগাদ ভ্যানিশ হয় কি করে ? রহমান ব্রাদার্স (মুজিব ও জিয়া) ইন্দিরার চাইতে অনেক বেশী দক্ষতায় খতম করেছিলেন বিপ্লবের হাউস । জাসদের বাইরে পাাির্টর মেইনস্ট্রীমের যারা মাটির তলায় গিয়েছিলেন তারাও খতম হয়েছেন একই সময়ে । আমাদের 70 দশকের রাজনীতি বহুত ধোয়াটে । যথেষ্ট বিভ্রান্তি আর বিভৎসতা সৃষ্টি না করতে পারলে মুক্তিযুদ্ধের 4 বছরের মাথায় পাকিস্তান পন্থীরা ক্ষমতায় আসে কিভাবে ? সবই কাকার দয়া ।

৩৭| ১৮ ই জুন, ২০০৬ ভোর ৪:০৬

শমিত বলেছেন: ঠিকই বলেছ । এখানে আবার শারিরীক নিধনের সাথে সাথে আইডিওলজিকাল নিধনও চলেছে । এখনও কাগজে খবর চাপা হয় কোনায় ছোটো ক'রে একসাথে "পুলিশের গুলিতে 4 ডাকাত , 3 নকশালপন্থী ও 1 টি বন্য শূকরের মৃত্যু "

৩৮| ১৮ ই জুন, ২০০৬ ভোর ৪:০৬

শমিত বলেছেন: চাপা হয় = ছাপা হয়

৩৯| ১৯ শে জুন, ২০০৬ সকাল ৮:০৬

অতিথি বলেছেন: সুমনের কথা সত্য ।
শমিত,
হ্যা তবে তোমাদের ওখানে এসো ভাই বলে আদর করে গোয়া মারে ...আর আমাগো রাস্তায় ফালাইয়া ....

৪০| ১৯ শে জুন, ২০০৬ বিকাল ৪:০৬

শমিত বলেছেন: সাধক , ঠিকই বলেছো মনে হয় ।

আমাদের এখানে একসময়ে রাতের কড়া নাড়ায় তোলপার হয়ে যেতো ঘর গেরস্থালী । চৌকাঠে ছিটকে পড়তো মায়ের রক্ত আর দূর অন্ধকারে কালো গাড়ি ব্রেক কষে বলতো , "যাঃ হারামী তোদের ছেড়ে দিলাম!" । রাতের সীমানায় দাঁড়িয়ে থাকা বাবার চাদরে তাদের হাতছানি হলে তারা সারলয়ে ছুটে যেত প্রান্ত বরাবর । কালো গাড়ির বুলেট তাদের পিঠ বরাবর ফুঁড়ে গেলে তারা তাদের শেষ গালি পুরো না করেই ছেৎরে যেত ভোরবেলার রক্তে ।

৪১| ১৯ শে জুন, ২০০৬ বিকাল ৪:০৬

শমিত বলেছেন: ভেসলীন আর লংকার গুঁড়ো মাখানো কাঠের রুলো গুহ্যদ্্বারে নিয়ে টানা দুদিন কাটানো মানুষকে আমি দেখেছি তিনি আর বসতে পারেন না শুধু দাঁড়িয়ে বা চিৎ হয়ে শুয়ে ..

৪২| ১৯ শে জুন, ২০০৬ বিকাল ৪:০৬

শমিত বলেছেন: দেখেছি আজিজুলকে হাড়ভাঙা দ'য়ের মতো টুকরো টুকরো তার শুধু যষ্ঠি সম্বল ।

৪৩| ১৯ শে জুন, ২০০৬ বিকাল ৪:০৬

শমিত বলেছেন: এদের নামে কোনো শহীদ দিবস নেই , কোনো ইতিহাস নেই , কোনো স্বর্নাক্ষর নেই । এরা ডাকাত , চোরাচালানকারী বা বন্য শুওরের মতো অবাঞ্ছিত ।

৪৪| ১৯ শে জুন, ২০০৬ বিকাল ৫:০৬

অতিথি বলেছেন: হ্যা শমিত । কারাগারে 18 বছর পড়েছি । ভয়ঙ্কর !

৪৫| ০৮ ই জুলাই, ২০০৬ রাত ১১:০৭

অতিথি বলেছেন: কাকা গেলা কই ?

৪৬| ২৮ শে জুলাই, ২০০৬ বিকাল ৩:৩৯

অতিথি বলেছেন: ফিরে এসো কাকা....

৪৭| ২৮ শে জুলাই, ২০০৬ বিকাল ৩:৪২

অতিথি বলেছেন: কবিতাতো ফাটাফাটি হইছে। এই কাকা এখন আর আসেন না?

৪৮| ২৮ শে নভেম্বর, ২০০৬ ভোর ৪:৪১

অতিথি বলেছেন: হাবলা হনুরা নানারূপে দেখা দিচ্চেন । এগো সাইজ করা দকর্ার...

৪৯| ২৪ শে মে, ২০০৮ ভোর ৬:৫৭

আরিফ জেবতিক বলেছেন: আহা , আগে কী সুন্দর দিন কাটাইতাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.