![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম ভালবাসা। যেই ভালবাসায় ছিল স্বর্গসুখ। ভালবাসার মানুষটিকে কাছে পাওয়ার তীব্র আকুলতা। শত মান অভিমান, ভুল বোঝাবুঝি তারপর আবার ভালবাসা। একটুখানি দেখার জন্য আপ্রাণ চেষ্টা। সবাইকে ফাঁকি দিয়ে দুজন দুজনের হয়ে যাওয়া। হৃদয়ের বিশাল চাদরে ঢাকা ছিল সেই ভালবাসার মানুষটির নাম।
তোমার কথা ভাবলেই যে শীতলতা অনুভব হয় তা হয়তো আর কোনদিন উষ্ণ হবেনা। আজ তুমি আমার কাছে নেই। বহু দূরে, হয়তো অন্য কারো। নিজের পৃথিবীতে তুমি এখন অনেক স্বাধীন। আমার নেই কোন অস্তিত্ব তোমার সেই পৃথিবীতে। হয়তো খুঁজে বেড়াও নতুন কারো অস্তিত্ব। এ কারনেই যদি হয় আমার অভিমান তাহলে বলো, তা কি মূল্যহীন? তোমাকে ভালবাসার সাহস এখন আর করিনা। মাঝে মাঝে হয়তো ঘৃণার চোখেও তোমার ছায়া দেখতে পাই। আজ তোমার জন্মদিন। নেহাত তোমার জন্মদিন বলেই আমার এই লেখা। তার সাথে রয়েছে সেই সব দিনের সৃতি রোমন্থন।
জানিনা তুমি এই লেখা পড়বে কিনা। তোমাকে খুঁজে পাওয়ারও কোন উপায় আমার নেই। খুঁজে পেলে শুধু এটুকুই বলতাম- শুভ জন্মদিন, ভালো থেকো।
©somewhere in net ltd.