![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুম,আমি জানি তারা খুব কষ্টে আছে।হ্যাঁ তাদেরকে আমি ভালোবাসি,কারন তারা মানুষ এবং আমরাও।সবার উপরে মানুষ সত্য,তাহার উপরে কিছু নাই-এই চিরন্তন বানীকে আমি শ্রদ্ধা করি।রোহিঙ্গাসহ বিশ্বের সব নির্যাতিত সম্প্রদায়ের প্রতি রইল সমবেদনা। যেহেতু রোহিঙ্গা ইস্যুর সাথে ধর্ম জড়িত,তাই ধর্মকেই আগে বিশ্লেষণ করাই শ্রেয় বলে আমি মনে করি।
বলুন তো ধর্ম কি?
মানুষকে হত্যা করা,মানুষের সম্পত্তি দখল করাকে যদি কেউ ধর্মীয় কাজ মনে করে তবে সেই ধর্মকে আমি ধর্ম বলিনা।ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে এক সমাজে অথবা এক দেশে বসবাস করাটাকে যদি ধর্ম ঘৃনা করে, তবে আমি সেই ধর্মকেই পৃথিবীতে দেখতে চাইনা।এক ধর্মের স্বার্থসাধন করার জন্য যদি আরেক ধর্মকে আঘাত করা হয়,ভিন্ন ধর্মাবলম্বী দেখলে যদি শরীর জ্বালাপোড়া করে তবে সেটা কিসের ধর্ম??
আমরা জানি,ধর্মের কারনেই পৃথিবীতে মানুষ শৃঙখলাবদ্ধভাবে বসবাস করছে,যুগের পর যুগ মানুষ এই ধর্মকেই লালল-পালন করে বেঁচে আছে।ধর্ম মানুষকে শিখিয়ে দিয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় নিয়মকানুন। এসব নিয়মাবলী ধর্ম প্রবর্তকরা শিখিয়ে দিয়ে গেছে তাদের ভক্ত-শিষ্যদেরকে।বর্তমান বিশ্বের প্রচলিত প্রায় সব ধর্মই হাজার বছরেরও আগে থেকেই মানুষ পালন করে আসছে।হাজার বছরেরও আগে প্রবর্তিত এই ধর্মগুলো ক্রমেই বিবর্তিত হচ্ছে।ধর্মীয় নেতারা প্রতিটি ধর্মকেই বিভক্ত করেছে।প্রতিটি ধর্মই এখন অসংখ্য ছোট-বড় গ্রুপে বিভক্ত।কেউ ধর্মকে পালন করছে কঠোর ভাবে,কেউবা আবার সাধারণ ভাবে, আবার কেউ ধর্মের নামে বেছে নিয়ে কট্টরপন্থা,আবার কেউবা অস্ত্র।ধর্মকে রাজনৈতিক স্বার্থে পালন করেও অনেকের নাম স্থান পেয়েছে ইতিহাসের পাতায়।আবার কেউবা ধর্মকে ব্যবহার করে হয়েছেন পোপ, পীর,সাধু-সন্নাসী।আমাদের উপমহাদেশের আনাচে-কানাচে রয়েছে তথাকথিত ধর্মব্যবসায়ীদের অসংখ্য দরগাহ অথবা 'বাবাদের' ডেরা-আশ্রম।হুম তবে এটা সত্য যে,এখনো পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা ধর্মকে স্বার্থহীনভাবে পালন করছে।
আপনি জেনে আশ্চর্য হবেন,পৃথিবীর সব রাষ্ট্রই তাদের নিজেদের মানচিত্র এঁকেছে ধর্মকে মাথায় রেখে।বর্তমান বিশ্বের প্রায় সব রাষ্ট্রই ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য বিপজ্জনক।পৃথিবীতে এ যাবত কালে যত যুদ্ধ -বিগ্রহ, হানাহানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে,তার অধিকাংশেই ধর্ম কোনো না কোনো ভাবে জড়িত ছিল।
সব ধর্মই যদি শান্তির জন্য প্রতিষ্ঠিত হয়,তবে পৃথিবীর এপ্রান্তে-ওপ্রান্তে ধর্মের নামে এসব কি শুনছি??
.
চলবে....
২| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:০৮
সাম্যবাদ বলেছেন: আপনিও কি আশাবাদী নাকি?
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪১
চাঁদগাজী বলেছেন:
ধর্ম অনেক মানুষকে স্বর্গে প্রবেশ করতে সাহায্য করেছে