নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি বলা যায়! কিছু কথায় নিজেকে ব্যক্ত করা সম্ভব না আমার পক্ষে। তাই একটা সিরিজে কিছু কিছু করে সবই বলছি।

সামু পাগলা০০৭

আমি অতিআবেগী, আগে ব্যাপারটা লুকানোর চেষ্টা করতাম। এখন আর করিনা।

সামু পাগলা০০৭ › বিস্তারিত পোস্টঃ

ইতিহাসে উদ্ভাবিত ১৫ টি যন্ত্রনা থুক্কু যন্ত্র যা বর্তমানে অদ্ভুত/অকল্পনীয়/হাস্যকর! সামুপাগলার ফটো ব্লগ উইথ লিটিল বকবক! ;) :D

০২ রা জুন, ২০১৭ রাত ৮:১৫

আমার বেশিরভাগ পোস্টেই অনেক লেখা থাকে। আমার বেচারা সহব্লগারদের পড়তে পড়তে মাথা ধরে যায়।;) আজকে তাই সবার ওপরে দয়া করে একটি ফটো ব্লগ দিয়েই দিলাম। আজকে থাকছে কম কথা বেশি ছবি! :)

ওহ! ফটোব্লগ কি নিয়ে সেটা বলি। আজকে মানব সভ্যতার এত উন্নতির পেছনে বিজ্ঞানের নানা আবিষ্কারের অবদান অনস্বীকার্য! তবে সব উদ্ভাবিত বস্তু যে উপকারী বা বিখ্যাত হয়েছে তা তো নয়! আজকে অন্যধরনের কিছু নিয়ে এলাম সবার জন্যে। :)

১) সেলাইয়ের মেশিন এবং পুরো পরিবারের বাইক!




১৯৩৯ সালে এই যন্ত্রটি চার্লস স্টিনলউফ উদ্ভাবন করেন। তাকেই ছবিতে পরিবার সহ দেখা যাচ্ছে। এটি পুরো পরিবারের জন্যে বাইক হিসেবে কাজ করে। আর একজন সদস্য সেলাইয়ের মেশিন চালাতে পারবেন একইসাথে! দুটো কাজ একসাথে করা খুব জরুরি না এটা উদ্ভাবককে কে বোঝাবে?

২) হেয়ার ড্রাইয়ার!



১৯২০ সালে চুল শুকানোর জন্যে এমনই হেয়ার ড্রাইয়ার ব্যবহৃত হতো! নিশ্চই আমাদের বর্তমানের ছোট হেয়ার ড্রাইয়ারগুলোর চেয়ে অনেক ফাস্ট কাজ করত! সাইজ দেখে তো বর্তমানের ড্রাইয়ারগুলোর বস মনে হচ্ছে!

৩) মোঁচ ঢাল!



১৮৭৬ সালে ভার্জিল এ গেটস এই যন্ত্রটি প্যাটেন্ট করেন। এটি পুরুষের মোঁচ ঢাকার জন্যে তৈরি হয়েছিল যাতে খাবার ও পানীয় পান করার সময় কোন সমস্যা না হয়!!!

৪) রেডিও হ্যাট!




রেডিও সংযুক্তকারী একটি টুপি! একজন আমেরিকান ১৯২১ সালে যন্ত্রটি উদ্ভাবন করেন।

৫) বেড পিয়ানো!



গ্রেইট ব্রিটেনে ১৯৩৫ সালে উদ্ভাবিত হয়। বিছানায় শুয়ে পিয়ানো বাজানোর সুবিধা তৈরিতে! এটি বিশেষভাবে সেসব মানুষদের জন্যে তৈরি করা হয়েছিল যারা কোন কারণে বেডরেস্টে আছেন!

৬) ফ্যাক্সড সংবাদপত্রিকা!



১৯৩৮ সালে নিউওর্কের WOR রেডিও স্টেশন থেকে সর্বপ্রথম এভাবে পত্রিকা পাঠানো হয়। ছবিতে বাচ্চারা মিসৌরি পত্রিকার শিশু পাতা পড়ছে।

৭) বরফ থেকে রক্ষাকারী!



কানাডায় ১৯৩৯ সালে উদ্ভাবিত হয় যন্ত্রটি। এই প্লাস্টিক কোন আকৃতির যন্ত্রটির উদ্দেশ্য ছিল ব্যবহারকারীর চেহারাকে তুষার ঝড় হতে বাঁচানো!

৮) ডিম্পল মেকার!



১৯৩৬ সালে নিউইর্কের ইসাবেলা গিলবার্ট এই যন্ত্রটি উদ্ভাবন করেন। আমেরিকান মেডিক্যাল এসোসিয়েশন থেকে বলা হয় এই যন্ত্রটি ডিম্পল তৈরি তো করতে পারবেই না বরং যন্ত্রটি লম্বা ব্যবহারে নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে!

৯) শাওয়ার হুড!




১৯৭০ সালে জার্মানিতে তৈরি হয় গোসলের সময়ে নারীদের চুলের স্টাইল এবং মেকআপ কে প্রটেক্ট করার জন্যে। কিন্তু কোন নারী কেন আগে হেয়ারস্টাইল করে, মেকআপ নিয়ে তারপরে শাওয়ার করবে? এটা ভাবা হলে আজকে ইতিহাসের অন্যতম হাস্যকর আবিষ্কার হতো না যন্ত্রটি!

১০) রিভরলবার ক্যামেরা!



১৯৩৮ সালে আবিষ্কৃত হয়। ট্রিগার টিপলেই সংযুক্ত ক্যামেরা থেকে ছবি উঠে যেত। ছবিতে দেখা যাচ্ছে ছয়টি ছবি যা এই যন্ত্রটি দিয়ে তোলা হয়েছিল।

১১) দলবেঁধে শেভিং!




১৯ শতকের এই যন্ত্রটি একসাথে ১২ জন পুরুষকে শেইভ করতে পারত! তবে নানা ফেইস শেইপ এ সুবিধাজনক ভাবে কাজ করতে না পারায় যন্ত্রটি মার্কেটে ব্যর্থ হয়!

১২) একজনের নৌকা!




এই নৌকাটি একজন মানুষের মৎস শিকারের সুবিধার্থে তৈরি করা হয় ১৯১৫ সালে নেদারল্যান্ডে। এটি রাবারের তৈরি, এবং বুট জুতা সংযুক্ত ছিল।

১৩) বরফে বাচ্চা বহনকারী যন্ত্র!




১৯৩৭ সালে হকি প্লেয়ার জ্যাক মিলফোর্ড এই যন্ত্রটি উদ্ভাবন করেন। ছবিতে দেখা যাচ্ছে তিনি এবং তার স্ত্রী বরফে তাদের বাচ্চাকে বহন করছেন!!!

১৪) রেডিও স্ট্রলার!



বাচ্চাদের এই স্ট্রলারটিতে রেডিও রয়েছে এনটেনা এবং লাউডস্পিকার সহ! এটি বাচ্চাকে শান্ত রাখতে তৈরি করা হয়েছিল ১৯২১ সালে আমেরিকায়!

১৫) বৃষ্টির দিনে সিগারেট ধারনকারী!



আপনি স্মোক করতে চান কিন্তু বাইরে বৃষ্টি! কি করবেন? রবার্ট স্টার্ন ১৯৫০ সালে এটি উদ্ভাবন করেন। বৃষ্টির দিনে সিগারেট কে এমনভাবে বহন করবে যাতে তা না ভেজে। কিন্তু, কারো যদি বৃৃষ্টিতে বাইরে গিয়ে সিগারেট খেতেই হয় কেন ছাতা মাথার ওপরে ধরে বের হয়ে যাবে না? উদ্ভাবকের ভাবা উচিৎ ছিল হয়ত!

সতর্কীকরণ: সিগারেট স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর। বৃষ্টির দিনে হোক বা রোদে। ঘরে হোক বা ঘরের বাইরে। সেই যুগে হোক বা এই যুগে! :)

পোস্ট শেষ!

সূত্র: অন্তর্জাল!

মন্তব্য ১০১ টি রেটিং +১৫/-০

মন্তব্য (১০১) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৭ রাত ৮:২৮

সুমন কর বলেছেন: চমৎকার শেয়ার।

০২ রা জুন, ২০১৭ রাত ৮:৩০

সামু পাগলা০০৭ বলেছেন: চমৎকার মন্তব্য! হাহা।
ধন্যবাদ।

শুভকামনা জানবেন!

২| ০২ রা জুন, ২০১৭ রাত ৮:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একদম অজানা জানিয়ে গেলেন স্বল্পকথার ছবি ব্লগে। অনেক কৃতজ্ঞতা জানবেন।
এমন পোষ্ট প্রিয়তে যাবে এতে কোন সন্দেহ নাই।

শুভকামনা রইল আপু।

০২ রা জুন, ২০১৭ রাত ৮:৩৪

সামু পাগলা০০৭ বলেছেন: নয়ন সাহেব, আপনি ভীষনই আন্তরিক একজন ব্লগার। সবার অনেক প্রিয়! আপনার মন্তব্য পড়লেই তাই মন ভালো হয়ে যায়!

পাঠ, মন্তব্য, প্রিয়তে নেবার জন্যে অনেক ধন্যবাদ।
শুভকামনা আপনার জন্যেও!

৩| ০২ রা জুন, ২০১৭ রাত ৮:৪০

কানিজ রিনা বলেছেন: দূর্লভ ছবি ভাল লাগল, ধন্যবাদ।

০২ রা জুন, ২০১৭ রাত ৮:৪২

সামু পাগলা০০৭ বলেছেন: ভালো লাগাতে পেরে আপ্লুত!

পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
অনেক ভালো থাকবেন!

৪| ০২ রা জুন, ২০১৭ রাত ৮:৪৩

কলাবাগান১ বলেছেন: "যন্ত্রটি উদ্ভাবন করেন।"

আমার মত: এই বাক্য ব্যবহার করা মানলাম না....এগুলি যন্ত্র না...সুতারাং উদ্ভাবন করার প্রশ্ন ই উঠে না। এগুলি হল Household Straps

০২ রা জুন, ২০১৭ রাত ৮:৪৮

সামু পাগলা০০৭ বলেছেন: নিজের মতামত জানানোর জন্যে অনেক ধন্যবাদ।

আসলে উদ্ভাবন শব্দটি নতুন কিছু তৈরিই নয়, পুরোন কিছুকে নতুন রূপে মডিফাইয়ের ক্ষেত্রেও ব্যবহৃত হয়। এজন্য দিয়েছি। আপনার যদি ভুল মনে হয় ইটস কমপ্লিটলি ফাইন। একেকজনের একেকটি শব্দকে দেখার নিজস্ব ধরণ থাকে।

মতামত, ও মন্তব্যে দানে কৃতজ্ঞতা জানবেন।
ভীষন ভালো থাকবেন।

৫| ০২ রা জুন, ২০১৭ রাত ৮:৫২

শূন্য-০ বলেছেন: অনেক সুন্দর পোষ্ট। অজানা জানার মজাই আলাদা। ++++++++

০২ রা জুন, ২০১৭ রাত ৮:৫৪

সামু পাগলা০০৭ বলেছেন: একদম ঠিক। অজানাকে জানতে, নতুন কিছু শিখতে ভীষনই মজা লাগে আমারো!

মন্তব্য, ও প্লাসে ধন্যবাদ।
শুভকামনা অন্তহীন!

৬| ০২ রা জুন, ২০১৭ রাত ৮:৫৪

তাতিয়ানা পোর্ট বলেছেন: Egulo to useful.

০২ রা জুন, ২০১৭ রাত ৮:৫৭

সামু পাগলা০০৭ বলেছেন: হ্যা, কয়েকটা ইউজফুল, কিছু কিছু কোন কাজের না, কিছু কিছু মজার। এজন্যে শিরোনামেই বলেছি, অদ্ভুত/অকল্পনীয়/হাস্যকর! তিন গ্রুপের উদ্ভাবিত বস্তুই রয়েছে।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।
শুভকামনা!

৭| ০২ রা জুন, ২০১৭ রাত ৯:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

অসাধারন সব কালেকশন!!!

এভঅবেই ভাবনারা বিকশিত হয়, না?

আচ্ছা, আজ থেকে ১/২শত বছর পর আমাদের ভাবনা দেখৈ তারাও এমনই অনুবব করবে আজ আমরা যেমন করছি :P :-B =p~

অনেক গুলো একেবারেই অজানা ছিল। জ্ঞানে ঋদ্ধ করায় কৃতজ্ঞতা! :)

+++++

০২ রা জুন, ২০১৭ রাত ৯:১৩

সামু পাগলা০০৭ বলেছেন: আরেহ সখা! ভালো আছেন আশা করি!

হ্যা, একদম ঠিক। সব আবিষ্কার উপকারী, বুদ্ধিদীপ্ত হয় না। তবে একটি সফল আবিষ্কারের নেশায় হাজারবার ব্যর্থতার সম্মুখীন হতেই হয়। একটি ভুল আইডিয়াও অনেকসময়ে ঠিকটির দিকে পরিচালিত করে।

হুমম, আমাদের অতীত মুগ্ধ চোখে হয়ত তাকিয়ে, আর ভবিষ্যৎ হাসবে সেকেলে আমাদের জীবনধারণে! ;)

সুন্দর মন্তব্যে কৃতজ্ঞ করেছেন বলে আপনার প্রতিও কৃতজ্ঞ!
প্লাসে ধন্যবাদ।
শুভকামনা অনেক অনেক!

৮| ০২ রা জুন, ২০১৭ রাত ৯:১৭

শূন্যনীড় বলেছেন: অনেক ভালো লাগলো ছবিব্লগটি। ++++

০২ রা জুন, ২০১৭ রাত ৯:২৬

সামু পাগলা০০৭ বলেছেন: ভালো লাগাতে পেরে আনন্দিত।

মন্তব্যে কৃতজ্ঞতা।
শুভকামনা!

৯| ০২ রা জুন, ২০১৭ রাত ৯:৪৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। পশ্চিমা বিশ্বে পাগলের সংখ্যা আমাদের চেয়ে কম নয়। ছবিগুলো আগে দেখিনি। তোমার সৌজন্যে দেখা হয়ে গেল। এখন যদি পাওয়া যেতো, তাহলে আমার বুড়ির জন্য ঢাউস আকৃতির হেয়ার ড্রাইয়ারটা এক পিস কিনে ফেলতাম। বুড়ি খুশিতে ষোলখানা হয়ে যেতো।

ধন্যবাদ সামু পাগলা০০৭।

০২ রা জুন, ২০১৭ রাত ১০:০২

সামু পাগলা০০৭ বলেছেন: হাহা, জানতাম হেনাভাই, সবচেয়ে মজার কমেন্টটি আপনার কাছেই পাব। হোয়াট আ হিউমার! খুশিতে ষোলখানা! বুড়িভাবীর জন্যে কিছু কিনতে হবে কেন? আপনি তার দিকে তাকিয়ে ব্যাস একটু রোমান্টিক ভাবে হাসলে উনি খুশিতে বত্রিশ খানা হয়ে যাবেন! :D

আসলেই তো! ওদের দেশ থেকেও কিছু পাগল ধরে আমাদের আড্ডাঘরে আনা উচিৎ। আমাদের দল ভারী হবে তবে। ;)

মজার মন্তব্যে আপনাকেও অনেক ধন্যবাদ হেনাভাই।
সুস্থ্য থাকুন, সুখে থাকুন!



১০| ০২ রা জুন, ২০১৭ রাত ১০:০৮

ফাহিম সাদি বলেছেন:

০২ রা জুন, ২০১৭ রাত ১০:১৮

সামু পাগলা০০৭ বলেছেন: দোস্ত!!! তুই! বিশ্বাসই হচ্ছে না দেখে। আমার অন্য পোষ্টে সাধারণত তোকে পাইনা তো। ভীষন খুশি হলাম!

আর যা দেখালি! গ্রেইট! হাসতে হাসতে শেষ!

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ দেবার কোনই প্রয়োজনীয়তা বোধ করছিনা, যেহেতু তুই আমার দোস্ত! ;)
তুই ভালো থাকিস, ব্যাস সেই দোয়া করি!

১১| ০২ রা জুন, ২০১৭ রাত ১০:১৮

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর পোষ্ট +




বিড়ি উপরের ওঠার সিঁড়ি ,তাই খেতে হবে বেশি, বেশি করে বিড়ি !! আই লাভ ইউ বিড়ি।। এমনিতে মাথা গরম বিড়ির মূল্যবৃদ্ধিতে । B-)

০২ রা জুন, ২০১৭ রাত ১০:২৩

সামু পাগলা০০৭ বলেছেন: কিইই? আই লাভ ইউ বিড়ি?! কেন এই পৃথিবীতে সুন্দর জিনিসের অভাব আছে? মানুষ পশু, ফুল ফল, পাহাড় পর্বত, আকাশ বাতাস রেখে বিড়ি কে ভালোবাসতে হবে? ;)

আই হেইট স্মোকিং! নো নো, লেট মি পুট ইট দিস ওয়ে। আই রিয়েলিইই হেইট স্মোকিং!

যাই হোক, পাঠ, মন্তব্য, প্লাসে কৃতজ্ঞতা।
শুভকামনা অনেক!

১২| ০২ রা জুন, ২০১৭ রাত ১০:২৬

ফাহিম সাদি বলেছেন: অ্যাঁ !! এটা তোর পোষ্ট ছিলো নাকি !!? তাহলে ভুল বসত পাঠ এবং মন্তব্য করেছি ।

০২ রা জুন, ২০১৭ রাত ১০:২৮

সামু পাগলা০০৭ বলেছেন: দোস্ত নামের কলংক! ফাজিলের ফাজিল! ভুল ছিল না? সামনে থাকলে মার খেতি! :D
এখন তো জানিস যে আমার পোষ্ট ছিল। যা ভাগ! ;)

১৩| ০২ রা জুন, ২০১৭ রাত ১০:২৯

শাহরিয়ার কবীর বলেছেন:
যদি সব পজেটিভ হয়ে ,তবে নেগেটিভের গুরুত্ব থাকলো কোথায় ? ;) তবে, হ্যাঁ এ ভালোবাসা এ পযন্ত, এর উপরের নাই !! B:-/



ধন্যবাদ ।

০২ রা জুন, ২০১৭ রাত ১০:৩৩

সামু পাগলা০০৭ বলেছেন: নেগেটিভ জিনিসগুলোর গুরুত্ব দিতে গিয়েই তো আজ নির্বোধ নামে পরিচিতি লাভ করেছেন! বাহ বাহ! ;)

মানুষজন মারাত্মক সব ক্ষতিকর দিক জেনেও, সিগারেট পান করে কেন বুঝি না! নির্বোধ হলেই হয়ত করে!

১৪| ০২ রা জুন, ২০১৭ রাত ১১:৪৪

উম্মে সায়মা বলেছেন: অনেক অজানা আবিষ্কার জানতে পারলাম আপনার পোস্টের কল্যানে। প্রথম ছবিটা দেখে খুব হাসি পেল =p~ লোকটার বোধহয় সেলাই করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ আপু।

০২ রা জুন, ২০১৭ রাত ১১:৫৩

সামু পাগলা০০৭ বলেছেন: সায়মা আপু! ভালো আছেন আশা করি।

হ্যা সেটা বেশ মজার। অনেকগুলোই বেশ মজার। :)

নতুন কিছু জানাতে পেরে এবং হাসাতে পেরে আনন্দিত।

পাঠ ও সুন্দর মন্তব্যে আন্তরিক ধন্যবাদ আপু।
সবসময় ভালো থাকবেন!

১৫| ০২ রা জুন, ২০১৭ রাত ১১:৫৪

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর পোস্ট, শেয়ার করার জন্যে ধন্যবাদ।

০২ রা জুন, ২০১৭ রাত ১১:৫৫

সামু পাগলা০০৭ বলেছেন: আপনাকেও মন্তব্যে অনুপ্রাণিত করার জন্যে অনেক ধন্যবাদ।
শুভকামনা রইল!

১৬| ০৩ রা জুন, ২০১৭ রাত ২:৩৯

শুভ_ঢাকা বলেছেন: ১৫ নম্বর যন্ত্রটা আমার বিশেষ পছন্দ হয়েছে। এমন একটা যন্ত্র থাকলে বৃষ্টির দিনে open terrace একটা গদিওয়ালা চেয়ারে বসে আয়েস করে বিড়ি ফুঁকতাম।

০৩ রা জুন, ২০১৭ ভোর ৪:২৯

সামু পাগলা০০৭ বলেছেন: শুভসাহেববব!!! আপনি না! সতর্কীকরণ পড়েন নি? না পড়ে থাকলে আবার পড়ুন। সিগারেট স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর। বৃষ্টির দিনে হোক বা রোদে। ঘরে হোক বা ঘরের বাইরে। সেই যুগে হোক বা এই যুগে! বুঝলেন? :)

যাই হোক, পাঠ ও মজার মন্তব্যে কৃতজ্ঞতা।
শুভকামনা শুভসাহেব!

১৭| ০৩ রা জুন, ২০১৭ সকাল ৯:০২

মোস্তফা সোহেল বলেছেন: ভালই লাগল। ধন্যবাদ সামু পাগলা।

০৩ রা জুন, ২০১৭ দুপুর ১২:০২

সামু পাগলা০০৭ বলেছেন: আপনাকেও পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ।
অজস্র শুভকামনা!

১৮| ০৩ রা জুন, ২০১৭ সকাল ৯:৫৭

নাগরিক কবি বলেছেন: =p~ হাহাহাহা, আসলেই মজাদার পোস্ট। তবে বিজ্ঞানের অগ্রগতির কারনেই আজকে আমরা এই মজা টা নিতে পারছি সামুতে B-))

০৩ রা জুন, ২০১৭ দুপুর ১২:০৬

সামু পাগলা০০৭ বলেছেন: জ্বি একদম। এসব যন্ত্র হাস্যকর দেখালেও, এমন অনেক উদ্ভাবনের পরেই তো সফল কিছু পেয়েছি আমরা!

হাসাতে পেরে আনন্দিত।
পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।
শুভকামনা!

১৯| ০৩ রা জুন, ২০১৭ সকাল ১০:৩০

নতুন নকিব বলেছেন:


প্রিয় 'হেই!'
অনের মজার পোস্ট।
হারানো দিনে হারিয়ে যাওয়া!

হাউ আর ইউ?
এগোইন থ্যাঙ্কস।

০৩ রা জুন, ২০১৭ দুপুর ১২:০৯

সামু পাগলা০০৭ বলেছেন: হেই! ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রেরণা পেলাম।

আই এম ডুইং ওয়েল! থ্যান্কস ফর আস্কিং, এন্ড ইউ?
ওয়েলকাম!

ভীষণ ভীষণ ভালো থাকুন।

২০| ০৩ রা জুন, ২০১৭ সকাল ১১:২৮

আলগা কপাল বলেছেন: প্রথম লাইনের তৃতীয় বানানটি ভুল। ভাবতে আশ্চর্য লাগে যে ক্লাস সিক্স সেভেন এইট নাইন-টেন এমনকি কলেজেও বাংলা ব্যাকরণে ণ-ত্ব বিধান ষ-ত্ব বিধান পড়ানোর পরে বাঙালিরা লেখে ষ্টেশন, মডার্ণ, ষ্টোর ইত্যাদি হাজারো শব্দ। প্রায় সাত বছর পড়ার পরেও বাংলার "ষ্টুডেন্ট"রা জানে না কোথায় ষ কোথায় ণ হবে। আর আপনি তো প্রবাসী।

০৩ রা জুন, ২০১৭ দুপুর ১২:১২

সামু পাগলা০০৭ বলেছেন: প্রথমেই অনেক ধন্যবাদ সচেতন পাঠক হিসেবে বানান ভুলটি ধরিয়ে দেবার জন্যে।
হুমম, প্রবাসী হলেও বাংলা বানান ঠিকভাবে লেখার দায়িত্ব আমার ততটাই যতটা বাংলাদেশে থাকা যেকোন নাগরিকের। বানান ভুলের কোন অজুহাত নেই। তবে ব্যক্তিগত জীবনে বাংলা লেখার চর্চা কম হয়ে যাওয়ায় অনেককিছু মনে থাকে না। এজন্যেই ব্লগে লিখতে থাকা, যাতে ভুল করলে আপনার মতোই কেউ শিখিয়ে দেয় ঠিকটা!

কৃতজ্ঞতা আপনার প্রতি।
শুভকামনা!

২১| ০৩ রা জুন, ২০১৭ সকাল ১১:৩০

আলগা কপাল বলেছেন: বিষয়বহির্ভূত মন্তব্যের জন্য দুঃখিত।

০৩ রা জুন, ২০১৭ দুপুর ১২:১৪

সামু পাগলা০০৭ বলেছেন: আরেহ না না! দুঃখিত হবার কিছুই নেই। বানান ভুল ধরিয়ে দেওয়াটা কোন পোস্টেই বিষয় বহির্ভূত হতে পারেনা আমার মতে। বরং ধন্যবাদ ভুল ধরিয়ে দেবার জন্যে।

আবারো শুভকামনা জানবেন।

২২| ০৩ রা জুন, ২০১৭ দুপুর ২:০৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আইডিয়াগুলো অদ্ভুত হলেও, কাজের। ধন্যবাদ শেয়ার করার জন্যে।

ব্লগার'র ব্লক কাটানোর উপায় মনে হয় খুঁজে পেয়েছি, আপু।

০৩ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

সামু পাগলা০০৭ বলেছেন: অনেকগুলো আসলে কোন কাজের না। যেমন ডিম্পল মেকার, দলবেঁধে শেভিং ঠিকভাবে কাজ করতে পারত না। আবার কিছু আইডিয়া আসলেই বেশ কাজের ছিল।

কি উপায় খুঁজে পেয়েছেন? বলুন না! আমার নিজেরও কাজে লেগে যেতে পারে!

পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা।
শুভকামনা!

২৩| ০৩ রা জুন, ২০১৭ দুপুর ২:১৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: যথেষ্ট মজা পেলাম।

০৩ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

সামু পাগলা০০৭ বলেছেন: মজা দিতে পেরে আনন্দিত!

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।
শুভেচ্ছা রইল!

২৪| ০৩ রা জুন, ২০১৭ বিকাল ৩:০২

বর্ষন হোমস বলেছেন:
সবগুলুই অনেক অদ্ভুত মার্কা আবিষ্কার।মজা লাগল পড়ে।আর ১১ নাম্বার টা অতিব হাস্যকর।

০৩ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

সামু পাগলা০০৭ বলেছেন: মজা লেগেছে জেনে ভালো লাগল। হুমম, আসলেই যারা শেইভ করছেন তাদের কেমন যেন ভীত মনে হচ্ছে! এখনই মুখে লাগল টাইপ ভাব! হাহাহা!

পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা।
শুভকামনা!

২৫| ০৩ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দোআ করবেন আপু, যেন আপনার মতো আন্তরিক থাকতে পারি সকলের সাথে। আপনি সামু ব্লগের উজ্জল বৈশিষ্ট্য। আপনার প্রতিউত্তর থেকে আমি আন্তরিকতা শিখি সবসময়। কৃতজ্ঞতা জানবেন আপু।

শুভকামনা আপনার জন্য সবসময়।

০৩ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

সামু পাগলা০০৭ বলেছেন: আপনি আমার চেয়ে অনেক বেশি আন্তরিক নয়ন সাহেব। দোয়াটা বরং আপনিই করুন! :)

আপনার পুনরায় আগমনে ও আন্তরিক মন্তব্যে মন ভরে গেল!
সদা সর্বদা সুখে থাকুন আপনজনদের নিয়ে!

২৬| ০৩ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

সময়ের ডানায় বলেছেন:
দারুন আইডিয়া বাজির পোস্ট। :)

কিন্তু আইডিয়াগুলো মাঠে মারা গেলু :P

০৩ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

সামু পাগলা০০৭ বলেছেন: হাহা, বেশ মজার মন্তব্য করেছেন তো! ধন্যবাদ।

শুভেচ্ছা অফুরান!

২৭| ০৩ রা জুন, ২০১৭ রাত ৮:৪০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আড্ডা পোস্টে বর্ষপূর্তির ব্যাপারে দুটো সাজেশন দিয়েছি। এক ফাঁকে দেখে নিও। ওখানে তোমাকে পাচ্ছি না বলে এই পোস্টে বাধ্য হয়ে দৃষ্টি আকর্ষণ করলাম।

০৪ ঠা জুন, ২০১৭ সকাল ৮:২৬

সামু পাগলা০০৭ বলেছেন: হেনাভাই, আমি দেখেছিলাম আগেই। তবে কিছু কারণে উত্তর দেবার সময় পাইনি। ব্লগে ফাঁকে ফাঁকে এসেছি কদিন। আড্ডাঘরে হাতে অনেক সময় নিয়ে আসি। সেই সময়টা পাচ্ছিলাম না। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যা লেইট রিপ্লাই। এখন রিপ্লাই দিয়ে এসেছি। দেখে নেবেন প্লিজ!

ধন্যবাদ!

২৮| ০৩ রা জুন, ২০১৭ রাত ৯:০৭

জাহিদ অনিক বলেছেন: হা হা হা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে ব্লগে এসেছিলাম । এখন আর হাসি থামাতে পারছি না । প্রিয়তে

০৪ ঠা জুন, ২০১৭ সকাল ৮:২৮

সামু পাগলা০০৭ বলেছেন: আরেহ আপনি! পোষ্টে পেয়ে ভালো লাগল।

কেন কেন? দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে কেন ব্লগে আগমণ? এনি প্রবলেম? আশা করি সব ঠিক আছে বা হয়ে যাবে!

দুঃখি সময়ে হাসাতে পেরে ভীষনই আনন্দিত!
পাঠ, মন্তব্য, প্রিয়তে নেবার জন্যে ধন্যবাদ।
শুভকামনা!

২৯| ০৩ রা জুন, ২০১৭ রাত ৯:২০

সত্যপথিক শাইয়্যান বলেছেন: এই যে কাজের না, এমন কিছু নিয়েও লেখা! :)

০৪ ঠা জুন, ২০১৭ সকাল ৮:২৮

সামু পাগলা০০৭ বলেছেন: ওহ আচ্ছা আচ্ছা।

পুনরায় আগমণে বলে যাবার জন্যে ধন্যবাদ। :)
শুভকামনা!

৩০| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১২:২০

বে-খেয়াল বলেছেন: মজার পোষ্ট, বেশ ভালো লাগলো।

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১০:০৬

সামু পাগলা০০৭ বলেছেন: ভালো লেগেছে জেনে আনন্দিত।

পাঠ, ও মন্তব্যে ধন্যবাদ।
শুভকামনা!

৩১| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১২:২৮

কুঁড়ের_বাদশা বলেছেন:
আপনার এ পোষ্টের কল্যাণে অতীতে খানিক ঘুরে আসা গেল + :-P
আর সেই সাথে একটা কলের গানের ছবি দিলেও ভালো হতো, যদিও আপনি রেডিও স্ট্রলার দিয়েছেন । :-P

ধন্যবাদ ।

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১০:০৮

সামু পাগলা০০৭ বলেছেন: হাহা, অতীত ভ্রমণ ভালো লেগেছে আশা করি।

পাঠ, মন্তব্য, প্লাসে ধন্যবাদ।
শুভেচ্ছা রইল অনেক!

৩২| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:০৩

আলভী রহমান শোভন বলেছেন: এইটা সত্যি যে তোমার পোস্টগুলা অনেক বড় হয় কিন্তু সব সহব্লগারদের কিন্তু পড়তে পড়তে মাথা ধরে না। আমি অনেক আগ্রহ নিয়ে তোমার দীর্ঘায়িত পোস্টগুলা পড়ি। :``>>

যাই হোক, এই পোস্টটা মজার ছিল কিন্তু। =p~

ডিম্পল মেকার দিয়ে নাকি ডিম্পল হয় না ! তার উপর শারীরিক সমস্যাও দেখা দেয় ! হুহ ! সেই ছোটবেলা থেকে আমার শখ ছিল ডিম্পলের। ডিম্পলওয়ালা ছেলেদের অনেক কিউট দেখায়। আমার সেই স্বপ্ন অধরাই রয়ে গেল। :-&

শাওয়ার হুডারটা বোধ হয় বাংলাদেশের মত গরমের দেশে খুব দরকার। ধরো, কোন মেয়ে বিকালের কোন পার্টিতে যাবে বলে দুপুরে গেল পার্লারে সাজতে। মুখের সাজের সাথে স্প্রে করে নিল যেন ঘামে ফাউন্ডেশন অথবা প্যান কেক না গলে যায়। কিন্তু এদিকে তার অনেক গরম লাগছে। তাই পার্টিতে যাবার আগে ঠাণ্ডা পানিতে শাওয়ার নিলে মন্দ হয় না। এই ক্ষেত্রে ভালো কাজে দিবে শাওয়ার হুড। :-P

ভালো থেকো। অনেক অনেক শুভ কামনা। :)

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১০:৩১

সামু পাগলা০০৭ বলেছেন: আরেহ ভাইয়ু! ভালো আছ আশা করি!

আমি অনেক আগ্রহ নিয়ে তোমার দীর্ঘায়িত পোস্টগুলা পড়ি।
ওওও সো সুইট! অনেক ধন্যবাদ তোমাকে!

আমারো ডিম্পল অনেক ভালো লাগে রে। কিন্তু নেই! ভাইয়ু তুমি চিন্তা করোনা। খালাম্মাকে বলব, গালে টোল পরে এমন ভাবী খুঁজে আনতে! অর্ধাঙ্গীনির টোল থাকলে তোমার টোল না থাকার কষ্ট অর্ধেক কমে যাবে! :P

হিহি, গোসল করে ৬ ঘন্টা মেকআপ নিলে আবারো ঘেমে নেয়ে যাবে। তো হ্যা, তোমার কথা ঠিক। তখন শাওয়ার হুড কাজে লাগবে!

তুমিও অনেক অনেক ভালো থেকো!
শুভকামনা রইল।

৩৩| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:৪৮

আমি ইহতিব বলেছেন: হা হা হা মজাকু পোস্ট আপু। আগের দিনের লোকজনের আইডিয়ার প্রশংসা করতে হয় :)

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১০:৩২

সামু পাগলা০০৭ বলেছেন: ইহতিব আপু!

মজা লেগেছে জেনে আনন্দিত।

পাঠ ও মন্তব্যে আন্তরিক কৃতজ্ঞতা।
শুভেচ্ছা অফুরান!

৩৪| ০৫ ই জুন, ২০১৭ সকাল ৯:১৩

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগা রইল ।

০৫ ই জুন, ২০১৭ সকাল ৯:১৬

সামু পাগলা০০৭ বলেছেন: ভালো লাগাতে পেরে আনন্দিত। :)

ধন্যবাদ!
ভালো থাকুন!

৩৫| ০৬ ই জুন, ২০১৭ দুপুর ২:৫৫

আমিনুর রহমান বলেছেন:

আমার একটা মোচ ডাল লাগতো ...

০৬ ই জুন, ২০১৭ রাত ৯:০৪

সামু পাগলা০০৭ বলেছেন: হাহা। টাইমেশিন থাকলে ভালো হতো। সে যুগে যেয়ে কিনে আনতে পারতেন! ;)

পাঠ ও মন্তব্যে আন্তরিক ধন্যবাদ।
শুভেচ্ছা রইল!

৩৬| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: Click This Link

৩৭| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: উপরের লেখাটি পড়ার অনুরোধ রইল আপু।

০৬ ই জুন, ২০১৭ রাত ৯:০৯

সামু পাগলা০০৭ বলেছেন: জ্বি পড়ে, কমেন্ট করে এসেছি ভাই।
ভালো থাকুন।

৩৮| ০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

অবিসংবাদিত নেতা নেহরু বলেছেন: চমৎকার শেয়ার।++++

০৬ ই জুন, ২০১৭ রাত ৯:১৯

সামু পাগলা০০৭ বলেছেন: পাঠ, মন্তব্যে ও প্লাসে কৃতজ্ঞতা জানবেন।
শুভেচ্ছা অফুরান!

৩৯| ০৭ ই জুন, ২০১৭ রাত ১২:১৫

জাহিদ অনিক বলেছেন: হ্যা, আমিই তো ! B-) আমাকে দেখে ভূত দেখার মত ভয় পেলেন নাকি !

সত্যি আসলেই আপনি দুঃখের সময় হাসিয়েছেন । ধন্যবাদ ।

সব কিছুই ঠিক আছে । শুকরিয়া :#)

০৭ ই জুন, ২০১৭ ভোর ৪:১৬

সামু পাগলা০০৭ বলেছেন: হাহা, আরে ভূত দেখার মতো ভয় নয়, পরিচিত ব্লগারটিকে অনেকদিন পরে দেখে ভীষন খুশি ও সারপ্রাইজড হয়েছি!

মাই প্লেজার!

হুমম, আশা করি আসলেই সবকিছু ঠিক আছে! দুঃখের সময়টা কেটে গিয়েছে!
আমার সকল শুভকামনা রইল!

৪০| ০৭ ই জুন, ২০১৭ রাত ৩:৪৬

সচেতনহ্যাপী বলেছেন: কিছু কিছু শেয়ার বা জানা নিজের বিশ্বাসের ভিত্তিকেও ভাবনার অতীত করে তোলে।।

০৭ ই জুন, ২০১৭ ভোর ৪:১৮

সামু পাগলা০০৭ বলেছেন: সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা!
সকল শুভকামনা রইল!

৪১| ০৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:০০

মনিরা সুলতানা বলেছেন: প্রিয় তে পোষ্ট নিলাম !!
দারুন সব তথ্য ।

০৮ ই জুন, ২০১৭ রাত ৮:৪০

সামু পাগলা০০৭ বলেছেন: মনিরা আপু! ভালো আছেন আশা করি।

অনেক ধন্যবাদ পাঠ, মন্তব্য ও প্রিয়তে নেবার জন্যে।
শুভেচ্ছা অজস্র!

৪২| ০৯ ই জুন, ২০১৭ রাত ১২:০৫

জাহিদ অনিক বলেছেন: হাহা, আরে ভূত দেখার মতো ভয় নয়, পরিচিত ব্লগারটিকে অনেকদিন পরে দেখে ভীষন খুশি ও সারপ্রাইজড হয়েছি!

মাই প্লেজার!



ইহা অনেক বড় প্রাপ্তি । মনে থাকবে অনেক দিন। ব্লগে লেখার জন্য সামু যদি আমাকে পেইড করত তাও আমার কাছে এতটা ভাল লাগত না যতটা আপনার এই কথাটা ভাল লেগেছে ।

০৯ ই জুন, ২০১৭ রাত ১২:৫৩

সামু পাগলা০০৭ বলেছেন: ব্লগে লেখার জন্য সামু যদি আমাকে পেইড করত তাও আমার কাছে এতটা ভাল লাগত না যতটা আপনার এই কথাটা ভাল লেগেছে ।
আপনার এ কথাটিও আমার অনেক বড় প্রাপ্তি। ভীষনই আন্তরিক ভাবে বললেন। মন ভরে যাবার মতো করে বললেন। কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনা!

৪৩| ০৯ ই জুন, ২০১৭ রাত ১:০১

জাহিদ অনিক বলেছেন: আপনার লেখা আমাকে আপনার প্রতি আন্তরিক হতে বাধ্য করেছে । কৃতজ্ঞতা আপনাকেও ।

০৯ ই জুন, ২০১৭ রাত ১:০৬

সামু পাগলা০০৭ বলেছেন: আপনি কি ঠিক করেছেন যে কানাডা পোস্টের মন্তব্যে তুমি বলবেন, আর অন্য পোস্টে আপনি? হিহি হাহা।

ভালো থাকুন অনেক।

৪৪| ০৯ ই জুন, ২০১৭ রাত ১:১১

জাহিদ অনিক বলেছেন: হা হা হা । আচ্ছা বেশ , তবে তাই হবে। কানাডিয়ান পোষ্টে তুমি, আর অন্য পোষ্টে আপনি। দারুন বুদ্ধি দিয়েছেন B-)

০৯ ই জুন, ২০১৭ রাত ১:১৩

সামু পাগলা০০৭ বলেছেন: আরেহ আমি এমন বুদ্ধি দেই নি। আমি জিগ্যেস করেছি, আর আপনি সেটাকে বুদ্ধি বানিয়ে ফেলেছেন! আমি তো সবসময় তুমি বলতে বলেছি। আপনি যা ইচ্ছে তাই করুন। X( ;) :)

৪৫| ০৯ ই জুন, ২০১৭ রাত ১:১৬

জাহিদ অনিক বলেছেন: আচ্ছা বেশ , এখনে আর এসব তুমি আপনি নিয়ে কথা না বাড়াই !

০৯ ই জুন, ২০১৭ রাত ১:১৯

সামু পাগলা০০৭ বলেছেন: হ্যা না বাড়াই। ইটস সেটেলড অলরেডি ইন মাই লেটেস্ট পোস্ট! :)
ভালো থেকো।

৪৬| ০৯ ই জুন, ২০১৭ রাত ১:২২

গেম চেঞ্জার বলেছেন: সেলাই মেশিন, ড্রাইয়ার, মোচ ঢাল, বেড পিয়ানো, ফ্যাক্সড পত্রিকা কিন্তু ইউজফুল মনে হলো। তবে রেডিও হ্যাট, শাওয়ার হুড, গ্রুপ শেভিং মেশিন, বাচ্চা ভন এইসব সিলি লাগল। আর অবশ্যই অবশ্যই রেডিও স্ট্রলারটা সবচে জোশ(সিলি আরকি) লাগল।

০৯ ই জুন, ২০১৭ রাত ১:৩৬

সামু পাগলা০০৭ বলেছেন: সেলাই মেশিনটা ইউজফুল ছিলনা। ঠিকভাবে অপারেট করতে পারতনা। আর সাইকেল + সেলাই মেশিন একসাথে থাকার কোন দরকার হয়ত নেই। পুরো ফ্যামিলির জন্যে শুধু সাইকেল হলে কার্যকারীতা বুঝতাম।
মোচ ঢালটা প্র্যাক্টিক্যালি কতটা ইউজফুল হবে তাই ভাবছি। অস্বস্তি বোধ হবার কথা মনে হয়!

বাকিগুলো আসলেই বেশ ইউজফুল। একমত।

পাঠ ও সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা।
শুভকামনা!

৪৭| ০৯ ই জুন, ২০১৭ রাত ১:২৩

জাহিদ অনিক বলেছেন: হা হা হা । ভাল থেকে B-)

০৯ ই জুন, ২০১৭ রাত ১:৩৭

সামু পাগলা০০৭ বলেছেন: তুমিও অনেক অনেক ভালো থেকো। :)

৪৮| ০৯ ই জুন, ২০১৭ দুপুর ১:৫৮

অপু দ্যা গ্রেট বলেছেন: অনেক দিন পর

কেমন আছেন?

দারুন সব ফটো

০৯ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫৪

সামু পাগলা০০৭ বলেছেন: ধন্যবাদ মন্তব্যে।

ভালোই আছি। আপনি কেমন আছেন?

৪৯| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৩

হাসান মাহবুব বলেছেন: কয়েকটা তো বেশ ক্রিয়েটিভ লাগলো। বিশেষ করে প্রথমটা অতুলনীয়!

১০ ই জুন, ২০১৭ রাত ৯:১৩

সামু পাগলা০০৭ বলেছেন: হুমম সবগুলোই নিজের নিজের মতো করে ক্রিয়েটিভ! কোনটা উপকারী, কোনটা না, এই যা পার্থক্য! :)

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।
অনেক শুভকামনা!

৫০| ১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২০

কল্পদ্রুম বলেছেন: মজার পোস্ট লিখেছেন।উদ্ভাবকরা সবসময়ই নতুন নতুন জিনিস তৈরি করেন।যদি সবার পছন্দ তাহলে তো ভালো,আর তা নাহলে হাসির পাত্র হতে হয়।তবে বেডপিয়ানোর আইডিয়াটা ভালো ছিলো কিন্তু।

১১ ই জুন, ২০১৭ রাত ৮:৪৫

সামু পাগলা০০৭ বলেছেন: হুমম ঠিকই। হিট বা মিস কোনটা হবে সেটা আবিষ্কারের আগে কেউই বলতে পারেনা!

পাঠ ও মন্তব্যে আন্তরিক ধন্যবাদ।
শুভকামনা!

৫১| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১১:৫৪

ইমরান আশফাক বলেছেন: সেই রকম পোস্ট, ভালো লাগলো খুব।

০৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:২২

সামু পাগলা০০৭ বলেছেন: ভালো লাগায় আপ্লুত হলাম। ধন্যবাদ।

অনেক ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.