![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পাগল এটাই কি আমার পরিচয়ের জন্য যথেষ্ট নয়!
অবশেষে তার দেখা পেলাম আমি, হ্যাঁ হ্যাঁ নিশ্চই পেলাম। আপনারা দেখতে চান তাকে, একটু ধৈর্য ধরুন অবশ্যই দেখাবো। আপনাদের যদি না দেখাই তাহলে কাকে দেখাবো বলেন? কাকে বলব এ দুঃখের কথা যে আমার কষ্টটা বুঝবে।
কথার কথা হিসেবে বলেছিলাম কথাটি কিন্তু মাত্র কয়েক ঘণ্টা পরেই যে তা এভাবে বাস্তব হয়ে ধরা দেবে আমার কাছে তা একদমই প্রত্যাশা করিনি। কিন্তু তবু যাহোক ভাগ্য বোধহয় বলে একেই।
যাক মেলা কচকচানি করছি এবার আপনারা দেখেন আমি কাকে পেলাম। দেখুন তাহলে আমার প্রিয় বন্ধুরা:
ছবি নং- ১।
ছবি নং- ২।
ছবি নং- ৩।
সাবাশ বাংলাদেশ, সাবাশ!
জিতবে আমার টর, ভিপিএন, প্রক্সি সার্ভার।
০৭ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:২৮
ম্যাড ফর সামু বলেছেন: আলহামদুলিল্লাহ! দোয়া করি সবসময় যেন সেফ জোনে থাকতে পারেন। কিন্তু মনে হয় না আর বেশিদিন পারা যাবে। তবুও দেখা যাক।
২| ০৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:৫৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হিহি
০৭ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:২৯
ম্যাড ফর সামু বলেছেন: মামা ভাগনা যেখানে আপদ নাই সেখানে! অথচ মামা আমার আপদ দেখে হিহি! কংস মামা মনে হয় এরেই কয়।
৩| ০৭ ই মার্চ, ২০১৯ রাত ৯:৫৩
সুমন কর বলেছেন: হুম, আজ আমার এখানেও বন্ধ হলো...... কালও খোলা ছিল।
০৮ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৫৫
ম্যাড ফর সামু বলেছেন: সত্যি দুঃখজনক! এবার মনে হচ্ছে আমরা যারা বাংলাদেশ থেকে সামু ইউজ করি তাদের টর অথবা ভিপিএন দিয়ে চালাতে হবে। এর মধ্যে দেখলাম আজ কোন ষড়যন্ত্রকারী কারও একজনের পোষ্টে একের পর এক পর্ণ ছবি পোষ্ট করেই যাচ্ছে করেই যাচ্ছে। কর্তৃপক্ষ কি করছে বুঝতে পারছি না।
৪| ০৭ ই মার্চ, ২০১৯ রাত ১০:৪০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমার বন্দু খেপছে ক্যালা??? কিল্লাই??
ছ্যাক খািছে নি।
কুল ম্যাল কুল... আইডিটা কি সত্যিই বন্ধ হবে??
আমার দুটো আইপি বন্ধ। এটা বন্ধ হলে, জব্বার কাকুরে সাইজ করমু....
০৮ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৫৫
ম্যাড ফর সামু বলেছেন: সাইজ আর জাব্বার কাকুরে করন লাগতো না, সাইজ নিজেরাই হইতে হইবে!
৫| ০৭ ই মার্চ, ২০১৯ রাত ১০:৪৩
মাহমুদুর রহমান বলেছেন: হা হা হা।
শেষ কথাটা পড়ে হাসি পেল।
কি আর করার বলুন আমরা আজ অসহায়।
তবে আল্লাহর উপর ভরসা রাখুন কারন তিনি কাউকে নিরাশ করেন না।
০৮ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৫৬
ম্যাড ফর সামু বলেছেন: অবশ্যই আল্লাহ কাউকে নিরাশ করেন না!
৬| ০৭ ই মার্চ, ২০১৯ রাত ১১:৩০
রাজীব নুর বলেছেন: হুম।
০৮ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৫৭
ম্যাড ফর সামু বলেছেন: জ্বী!
৭| ০৯ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৩১
আকতার আর হোসাইন বলেছেন: ভিগো, টিকটক তো এখনো চলিতেছে...
তার মানে তোহ এটাই প্রমাণ হয় যে আইসিসি মন্ত্রী জাব্বার ওদের টাকা খেয়ে ওদেরটা চালাতে দিচ্ছে। আর সামু টাকা দেয়নি বলে সামুকে ব্লকড।।।
সত্যিই দুঃখজনক।
০৯ ই মার্চ, ২০১৯ সকাল ১০:০২
ম্যাড ফর সামু বলেছেন: ঠিক জানি না কে টাকা খেয়েছে না কার কত লোকসান হয়েছে, জানলেও মন্তব্য নিষ্প্রয়োজন বলে মনে করছি। তবে আমাদের মাথাটা যে এবার পুরো কচকচিয়ে চিবিয়ে চিবিয়ে রসিয়ে রসিয়ে খাচ্ছে তা আর বলার অপেক্ষা রইল না।
৮| ০৯ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৫১
আকতার আর হোসাইন বলেছেন: মন্তব্য নিষ্প্রয়োজন কেন ভাই...?
হয়তো অনুমান করে বলেছি এই জন্য.... অথবা ওদের উস্কে দিলে তারা তাদের সিদ্ধান্ত বদলাবে না এই ভয়ে হয়তো?
যাহোক, আমার এক বন্ধুকে গত পরশুদিন দেখেছি টিকটক চালাচ্ছে। সে আমাকে ডেকে নিয়ে একটা ভিডিওও দেখালো।
এখন এই ভিগো, বা টিকটক যদি স্টপ না হয় তাহলে প্রশ্নটা অবধারিত ভাবেই উঠে? পেছনে কি হচ্ছে দেখা না গেলেও কিঞ্চিত হলেও টের পাওয়া যায়।
শুভ ব্লগিং... ভালো থাকবেন...
১১ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৫
ম্যাড ফর সামু বলেছেন: আকতার ভাই মন্তব্য নিষ্প্রয়োজন.... কারণ মন্তব্য করে আর দোষী হতে চাই না। এমনিতেই এখন আমাদের পিছনে অনেক বড় কোন গ্যাং লেগেছে, তার উপর যদি কোন কথা তাদের স্বার্থের পরিপন্থী হয়ে যায় তাই বলেছি ওই কথাটি।
ভাই শুধু টিকটক বা ভিগো নয় ইদানিং ফেবু এবং টিউবেও যথেষ্ট পরিমাণে অশ্লীল কন্টেন্ট বা জাতিয় স্বার্থ পরিপন্থী অনেক ভিডিও বা লেখা দেখে সেসব ব্যবহার করা প্রায় ছেড়ে দিয়েছি।
এখানে এসে একটু শান্তি পেতাম, সেটাও এখন বাধার মুখে!
শুভ ব্লগিং, ভালো থাকবেন আপনিও...।
৯| ০৯ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:১৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:
১. ফ্লাডিং নিয়ে লেখা পোস্টটা কই? ড্রাফ্ট নাকি ডিলিট,?
১১ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৭
ম্যাড ফর সামু বলেছেন: পোষ্টটি অটো ড্রাফটে চলে গিয়েছিল, কিভাবে জানি না। হয়ত কর্তৃপক্ষ করেছেন। আপাতত ফিরিয়ে আনলাম, যদি আবারও ড্রাফটে যায় তবে আমার কিছু করার নেই।
সেখানে দেখলাম আপনার একটি মন্তব্য মুছে দেওয়া হয়েছে ব্লগের শর্ত লঙ্ঘন করার অপরাধে। ভাই এমনিতেই আমরা আছি বিপদে, তাই অনুরোধ দয়া করে এমন কোন মন্তব্য করবেন না যাতে আমাদের বিপদ আরো বেড়ে যায়।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:৪৯
আরোগ্য বলেছেন: আলহামদুলিল্লাহ আমি এখনও সেফজোনে।