নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্যা লাস্ট সামুরাই...

সকাতরে ঐ কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা... কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা ...

লাস্ট সামুরাই

সামুরাই যোদ্ধা; জীবনের পথে পথে খালি হাতে এক সরল যুদ্ধ

লাস্ট সামুরাই › বিস্তারিত পোস্টঃ

অন্তরা চৌধুরীর গান

০৬ ই মে, ২০০৭ বিকাল ৫:১৫

খুব ছোটবেলায়.... ছোটদের গান হিসেবে অন্তরা চৌধুরীর একটি গানের ক্যাসেট আমাদেরকে দিয়েছিলেন মেঝো খালু ।

ছোটদের গান যেহেতু, ছোটবেলায় শুনতে গেলেই মনে হত ...হ্যাঁ এইটা আমাদের গান । আর অন্তরা চৌধুরীর ছোট গায়কী কন্ঠে সেই সময় সেই গানগুলো বেশ আনন্দ নিয়েই আমরা শুনতাম ।



ছোটবেলার কিছু স্মৃতি মনে হয় চিরঞ্জীব,বারবার ফিরে আসে... এই তো আজ এত সময় পর, এতগুলো বছর পার করে এসেও কোন এক ভারাক্রন্ত সময়ে হঠাৎ করেই আবিষ্কার করলাম আমি গুনগুনিয়ে গাইছি সেই প্রিয় গানটির কয়েকটি ছত্র । কোনো এক আশ্চর্য উপায়ে ছোটবেলার সেই প্রগাঢ় আনন্দ ফিরে এসে আবার আমার মনকে ভালো করে দিলো ।



"ও মাগো মা... অন্য কিছুর গল্প বলো

এক যে ছিলো... রাজা ও রাণী অনেক হলো ।



বল না কেন

ওই ও পাড়ার দাসীর ছেলে

জ্বরেতে ভুগে না খেতে মারা গেলো।



এই যে এত সব সারি সারি

বড় বড় গাড়ি আর এত বাড়ি

তবু কেন এত লোকে ফুটপাতে শোয়

তা বল না । "



মনে পড়লো "বাবুরাম সাপুড়ে", "হাট্টিমাটিম টিম" গানগুলোর কথা ।

পুরনো ডেস্ক ঘেটে আমি খুঁজে বের করলাম সেই ক্যাসেটটা । সাথে সাথে একঝাঁক পুরনো মধুর স্মৃতি যেনো কড়া নেড়ে ভীড় করলো মনের আঙিনায়।

কিন্তু সবকিছু ছাপিয়ে একটা আফসোসি শুধু আমাকে নাড়া দিয়ে যাচ্ছে, তেমন কিছুই জানি না অন্তরা চৌধুরী সম্পর্কে... এরপর আর কি কোনো গান গেয়েছিলেন উনি ? উপরের গানটার গীতিকারই বা কে ছিলেন ? পত্রিকাতে তার সম্পর্কে তেমন কোনো ফিচারও চোখে পরেনি কখনও । কমবেশী সব তারকা সম্পর্কেই ত জানি কিন্তু ছোটদের গানের এই শিল্পী সম্পর্কে আমার জানার পরিধি তেমন বেশী নয় । কি জানি তখন ছোটছিলাম বলেই হয়তো ভুলে গেছি তাকে নিয়ে লেখা পত্রিকার ফিচারগুলো ।

অন্তর থেকে একটা ধন্যবাদ তাই এই লেখার মাধ্যমেই অন্তরা চৌধুরীকে পৌঁছে দিলাম ।।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০০৭ বিকাল ৫:২৯

রাগ ইমন বলেছেন: দারুন জিনিস মনে পড়ে গেলো । ক্যাসেট টা নেই, কিন্তু গান গুলো এখনো হৃদয়ে ।
"শোনো ভাই ইস্কাবনের দেশে" , "তেলের শিশি ভাঙলো বলে", "এই রোকো , পৃথিবীর গাড়িটা থামাও ", " দাদ খানি চাল ", প্রায় প্রতিটা গানই মনে আছে ।

গান গুলো আপনার কাছে থাকলে , পেতে পারি?

অন্তরা চৌধুরী , কিংবদন্তীর গায়ক , গীতিকার , সুরকার - সলিল চৌধুরীর কন্যা বলেই জানি । কথা ও সুর - তার প্রথম ক্যাসেটের - বাবার হওয়ার কথা । অন্তরা পরে দুরদর্শনে একটা গানের অনুষ্ঠানে উপস্থাপকের কাজ করতেন , দেখেছি । এখনো করেন কিনা জানি না।

আমার দেওয়া তথ্য ভুলও হতে পারে । স্মৃতি করছে বিশ্বাস ঘাতকতা ! ঃ(

২| ০৬ ই মে, ২০০৭ বিকাল ৫:৩৬

লাস্ট সামুরাই বলেছেন: তার মানে আমার অনুমান সত্যি ... শুরু থেকেই মনে হচ্ছিলো অন্তরা চৌধুরী সম্ভবত কলকাতার শিল্পী ।

রাগ ইমন আপনাকে অসংখ্য ধন্যবাদ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেয়ার জন্য । অন্তরা চৌধুরী এখন কি করছেন খুব জানতে ইচ্ছে করছে । গান কি এখনো গাচ্ছেন ? মনে হয় না । গাইলে হয়ত কানে আসত ।

৩| ০৬ ই মে, ২০০৭ বিকাল ৫:৪৩

রাগ ইমন বলেছেন: া হা হা হা ।
গাইছি তো !
এখন গাইছি , " ধরো দেখি ধরতে কি পারবে আমায় , আমি প্রজাপতি লাল নীল জামা গায়, ফুল থেকে কন্যার নিমন্ত্রনে , উড়ে উড়ে আসি রোজ মধু ভোজনে , হেসে হেসে ভেসে ভেসে অবশেষে ফিরে যাই সংগোপনে , শাখায় শাখায় যেথা পাখিরা ঘুমায়! "

গান গুলো কি পাওয়া যাইবে ভ্রাতঃ?

৪| ০৬ ই মে, ২০০৭ বিকাল ৫:৪৬

লাস্ট সামুরাই বলেছেন: ক্যাসেটটা খুঁজে বের করেছি .... অনাদরে অনেকদিন পরে ছিলো ... এখন ক্যাসেট প্লেয়ারে বাজবে কিনা কে জানে, টেস্ট করা হয়নি । অনেক দোকান ক্যাসেট টু সিডি কনভার্ট করে, তাদের কাছে যাবো ভাবছি ।।
যদি কনভার্ট বা রিড করতে পারি আপনাকে অবশ্যই জানাবো ।
এখন ত ছোটদের জন্য গান খুব কমই গান হয় । তাই এই গানগুলো হারাতে দেয়া যায় না ।

৫| ০৬ ই মে, ২০০৭ বিকাল ৫:৫১

প্রজাপতি বলেছেন: ভীষন রকম নস্টালজিক পোস্ট। এক ঝটকায় অনেক অনেক স্মৃতি মনে করিয়ে দিলো। রাগ ইমনাপু, আরেকটা আছে না- "বুলবুল পাখি ময়টা টিয়ে, আয়না যা না গান শুনিয়ে" তারপর, "নাও গান ভরে নাও প্রাণ ভরে"। অন্তরার গানের একটা চমত্তকার দিক হচ্ছে ছোটদের গানের মাঝে শিক্ষনীয়, অনুভূতিসম্পন্ন লিরিকস। এখনও অন্তরা ছোটদের গানে কিংবদন্তি হয়ে আছে। এবং এটাই সম্ভবত তার সীমাবদ্ধতা। যারা ছোটবেলায় খুব তাড়াতাড়ি নাম করে ফেলে তারা বড় হয়ে কেমন যেন আর বড় হতে পারে না, এর খুব বেশি ব্যতিক্রম দেখি নি আমি। নইলে সলিল চৌধুরীর মেয়ে-- এত বড় একটা ট্যাগ পাশে থাকা সত্যেও অন্তরা চৌধুরীর মত প্রতিভাবান একজন শিল্পী কেন হারিয়ে গেলো?

সামুরাই, একটু ছোট্ট শুদ্ধি--
"বল না কেন
ওই ও পাড়ার দাসীর ছেলে
জ্বরেতে ভুগে না খেতে মারা গেলো।

এই যে এত সব সারি সারি
বড় বড় গাড়ি আর এত বাড়ি
তবু কেন এত লোকে ফুটপাতে শোয়
তা বল না।"

৬| ০৬ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:৩৩

লাস্ট সামুরাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রজাপতি আপনাকে ।

আমি বুঝতে পারছিলাম কিছু কিছু শব্দ, লাইন মিসিং হচ্ছে । বার বার গুনগুনিয়ে সুরটা ধরে এনে মনে করার চেষ্টা করছিলাম । কিন্তু অবচেতন মন শুধু ঐ গানটার এই কয়টা শব্দই ধরে রেখেছিলো, আর ধরে রেখেছে ক্যসেটপ্লেয়ারে ঐ মিষ্টি গানগুলো বাজার ধ্বনি । কতবার যে রিপিট করে গানগুলো শোনা হয়েছিলো ঠিক নেই ।

আমাদের সব ভাইবোন আর খালাত বোনেরও খুব প্রিয় ছিলো গানগুলি । তারা নিশ্চয়ই সবগুলি গান আরও ভালোভাবে মনে রেখেছে । আমি তখন গানের এত ভক্ত ছিলাম না কিংবা ছোট ছিলাম বলে সব এখন ভালোভাবে মনেও নেই ।

রাগ ইমন আপুর কমেন্ট থেকে মনে পড়লো "দাদ খানি চাল", "শোন ভাই ইস্কাবনের দেশে", "হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী"... গানের সুরগুলো ।

আর সেই প্রিয় খালা-খালুকে ত কত অসংখ্য ধন্যবাদ দিয়েছি মনে মনে এই চমৎকার একটি গানের ক্যাসেটের সাথে আমাদের পরিচয় করিয়ে দেবার জন্য ।

আবারো ধন্যবাদ প্রজাপতি আপনাকে, লিরিকসটা শুধরে দেবার জন্য ।

৭| ০৬ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:৫৯

লাস্ট সামুরাই বলেছেন: প্রজাপতি আপু ... মূল পোস্টে লিরিকসটা কারেক্ট করে দিলাম

৮| ০৭ ই মে, ২০০৭ দুপুর ১:২৪

রেজওয়ান বলেছেন: অন্তরা? প্রথম শুনেছিলাম বানিজ্য মেলার একটি স্টলে। তারপর ক্যাসেট যোগাড় করেছিলাম। সত্যিই লা জওয়ার। তবে বাপ্পি লাহীড়ির মেয়ে (অন্তরা) বড় হওয়ার পর তার বাবার মত নাম করতে পারেনি শুনেছি।

ধন্যবাদ মনে করিয়ে দেয়ার জন্যে।

৯| ০৭ ই মে, ২০০৭ দুপুর ১:৩৫

কালপুরুষ বলেছেন: "তেলের শিশি ভাঙ্গলো বলে খোকার 'পরে রাগ করো,
তোমরা যে সব বুড়ো খোকা দেশকে (নাকি ভারত) ভেঙ্গে টুকরো করো".... অন্তরা'র আরো একটা সুন্দর গান।

রেজওয়ান,
অন্তরা চৌধুরী বাপ্পী লাহিড়ীর মেয়ে নন। প্রয়াত সলিল চৌধুরী ও শ্রীমতি সবিতা চৌধুরীর একমাত্র কন্যা।

১০| ০৭ ই মে, ২০০৭ দুপুর ১:৪৭

কালপুরুষ বলেছেন: রাগ ইমন,
তোমার তথ্যে কিঞ্চিত ভুল। সলিল চৌধুরী গায়ক ছিলেন না। কিংবদন্তি সুরকার ও গীতিকার ছিলেন। আর মজার ব্যাপার ওনার সহধর্মিনী সবিতা চৌধুরী তার স্বামীর সুর করা গান ছাড়া সম্ভবত অন্য কোনো সুরকারের সুরে গান করেননি।

১১| ০৭ ই মে, ২০০৭ দুপুর ১:৫২

রেজওয়ান বলেছেন: ধন্যবাদ কালপুরুষ।

১২| ০৮ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:০৭

জানা বলেছেন: উহ্! আর পারলাম না এই আলোচনায় যোগ না দিয়ে! আমার পুরো শৈশব জুড়ে ছিলো অন্তরা চৌধুরীর গান। কারণ, এ,দেশে শিশুদের জন্যে ভাল গান কে কবে করেছ তা আমার জানা নেই। খুব ভাল গান শোনার, বই পড়ার এবং বিখ্যাত সব শিল্পীদের চেনার সু্যোগ পরিবার থেকেই পাই। আমি ভাগ্যবান, আজো আমার পরিবারে এমন একটা আবহাওয়া বিদ্যমান। আমি শিশুতোষ সবকিছুই ভালবাসি।
'আমার পুতুলসোনা নাচোত দেখি' সম্ভবত অন্তরার সবচে' প্রথম দিককার গান। প্রিয় গানগুলোর মধ্যে ও সোনা ব্যাঙ, ও কোলা ব্যাঙ, এক যে ছিলো মাছি, ইস্কাবনের দেশে, একানড়ে কানেকড়ে, একপোয়া দুধ কিনেছি গো, ভুলেও যেন ঠিক দুপুরে রায় পুরেতে যেওনা, দাদখানি চাল, উহ্

১৩| ০৮ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:২১

শোহেইল মতাহির চৌধুরী বলেছেন: বাপ্পী লাহিড়ীর মেয়ের নাম সম্ভবত: রীমা @রেজওয়ান।
কালপুরুষ, না সলিল চৌধুরী গান গাইতেনও। বাংলাদেশে এসেও গান গেয়েছেন।

সলিল চৌধুরীর গানের অসামান্য কম্পোজিশনে সম্ভবত: এইচএমভি তিনজন গায়িকাকে দিয়ে কয়েকটা ক্যাসেট করেছিলো। ওয়েস্টার্ন ইন্স্ট্রুমেন্ট বাংলা গানে ব্যবহার করলেও কত সুন্দর মিশে যায় তার উদাহরণ ঐ ক্যাসেটগুলো। অপূর্ব সেই সুরঝংকার। শুনে দেখবেন।

১৪| ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৫৬

শামায়েল বলেছেন: ইসস্‌ সামুরাই ভাই। ছোটবেলার স্রিতি মনে করায় দিলেন। তারাতারি কোনো ডাউনলোড লিংক থাকলে দেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.