নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত বইয়ের সংখ্যা ১১ টি। (৮টি কবিতার বই, ২টি উপন্যাস ও একটি ছোটগল্পের বই।)

সানাউল্লাহ সাগর

সৃজনশীল লেখালেখি, গবেষণা ও সম্পাদনা

সানাউল্লাহ সাগর › বিস্তারিত পোস্টঃ

‘গুহা’ [ গুহা- A Novel By Sanaullah Sagor ] অগ্রসর চিন্তার পাঠকদের বই।

৩০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৩



আমি দলে দলে ‘গুহা’ কিনতে বলবো না। কারণ ‘গুহা’ সবার জন্য নয়। ‘গুহা’ অগ্রসর চিন্তার পাঠকদের বই। এ উপন্যাসের মধ্যে গতানুগতিক প্রেম, যৌনতা, অহেতুক গল্পের জন্য গল্প তৈরি করা চেষ্টা করা হয়নি। লেখকের নিজের বিশ্বাস-চিন্তাকে জোর করে কারো মধ্যে চাপিয়ে দেয়ারও চেষ্টা করা হয়নি। ‘গুহা একজন শিল্পির খেলতে খেলতে তৈরি হওয়া সৃষ্টি। বাংলাদেশের নারীদের জন্য আমি বইটিকে গুরুত্বপূর্ণ মনে করি। কারণ এখানকার নারীরা ধর্ম আর সমাজের দৃশ্যমান ও অদৃশ্যমান দেয়ালে আটকে আছে। সেখান থেকে মুক্ত বিশ্বাস, মুক্ত চিন্তা, নিজের মতো করে বাঁচার চেষ্টা রয়েছে বইয়ের প্রধান নারী চরিত্রের মধ্যে। ইচ্ছা মতো পৃষ্ঠা উল্টিয়ে দু-চার পাতা পড়ে সব নিয়ে নিবেন 'গুহা' এমন উপন্যাস নয়। গুহা আবিষ্কার করতে হলে আপনাকে গুহার গভীরে নামতে হবে। ডুবতে হবে। হারাতে হবে...
‘গুহা’ যৌন বিশ্বাস, ব্যক্তি চিন্তার স্বাধীনতা, সমকালীন পীড়া ও নারীবাদ-নারী সামাজ চিন্তা ভিত্তিক একটি রোমান্টিক পত্রোপন্যাস...

দলে দলে ‘গুহা’ কিনতে বলবো না। তবে সময় সুযোগ হলে পড়তে বলবো।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৯

ঋতো আহমেদ বলেছেন: কিছুটা হিন্টস পাওয়া গেল। বইটির জন্য শুভকামনা। বইমেলায় পাওয়া গেলে বলবেন। স্টল নাম্বার ও অন্যান্য কিছু ইনফো..

৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৭

সানাউল্লাহ সাগর বলেছেন: অনুপ্রাণন প্রকাশন, স্টল নং ৫৬৫,
এছাড়া রকমারি ডটকম ও বইবাজার ডটকমেও পাবেন।

২| ৩০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: আমি তো অগ্রসর চিন্তার পাঠক না। আমি অতি সস্তা পাঠক।

৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৮

সানাউল্লাহ সাগর বলেছেন: আমি চাই না আপনার টাকা নষ্ট হোক।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৬

কানিজ ফাতেমা বলেছেন: গুহা'র জন্য রইলো অভিনন্দন এবং শুভ কামনা । আমি একটি পত্রোপন্যাস অর্ধেকটা লিখে ঝুলিয়ে রেখেছি, ।
বইটি সংগ্রহের আশা রাখি ।

শুভ কামনা রইলো ।

৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৯

সানাউল্লাহ সাগর বলেছেন: ভালোবাসা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.