নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৃজনশীল লেখালেখি, গবেষণা ও সম্পাদনা
আমার চারটি মৌলিক বইয়ের মধ্যে এই প্রথম কাউকে নাম লিখে বই উৎসর্গ করলাম ! তাও মৃত মানৃষকে !! জীবনানন্দ দাশের বউকে !!!গুহায় প্রবেশ করতে কিংবা গুহা দর্শন করতে চলে আসুন...
‘গুহা’ একটি রোমান্টিক পত্রোপন্যাস...
সৌখিন ফটোগ্রাফার শুভ্র। তার পৃথিবী মমতাহীন শূন্যতায় ভরা। একে একে কাছের মানুষদের প্রস্থান তার জীবনকে ক্যামেরার ক্লিকের সাথে বন্দি করে ফেলে। এক সময় তার নিঃসঙ্গ জীবনে আসে দুঃখ ভাগ করে নেয়ায় আগ্রহী মানুষেরা। হয়তো তারা একই মানুষ। ভিন্ন তাদের নাম। তারা সেতু-ঋতু-রূপা অথবা স্বাতী। যারা শুভ্র’র মনস্তাত্ত্বিক ভাবনা-যৌন বিশ্বাস-উড়ন্ত নেশা ও বিপন্ন ক্ষতের সাথে ইচ্ছায় অনিচ্ছায় জড়িয়ে যায়। অথবা তারা কেউ না। শুধু শুভ্র। শুধু নিঃসঙ্গ একজন মানুষ। নিজস্বতায় নিমগ্ন। যে ক্রমশ ঢুকে যায় অচেনা এক জগতে! নিষিদ্ধ ভাষা ও চিঠির ভাঁজে...
দলে দলে ‘গুহা’ কিনতে বলবো না। কারণ ‘গুহা’ সবার জন্য নয়। ‘গুহা’ অগ্রসর চিন্তার পাঠকদের বই। তবে সময় সুযোগ হলে পড়তে বলবো।
‘গুহা’ যৌন বিশ্বাস, ব্যক্তি চিন্তার স্বাধীনতা, সমকালীন পীড়া ও নারীবাদ-নারী সামাজ চিন্তা ভিত্তিক একটি রোমান্টিক পত্রোপন্যাস...
হলদে খামে এখন আর চিঠি আসেনা। গলির মোড়ে দাড়িয়ে থাকা লাল বাক্সগুলো চলে গেছে ভাঙ্গারীর দোকানে। গাঁয়ের বধূরা এখন আর শোনেনা হরকরার ডাক। কিন্তু ভার্সুয়াল আগ্রাসনের অপপ্রভাবের ফলে চিঠি বা পত্র পাঠের পুরনো আবেগ ফিরে এসেছে মানুষের স্বভাবে।
সেই আবেগ অনুভূতির মূল্য দিতে গিয়ে লেখা হলো ‘গুহা’ পত্রোপন্যাস।
‘‘আমি কি অপরাধ করেছিলাম শুভ্র? তোমার আল্লাহ আমাকে এইরকম একটা পরীক্ষার মধ্যে কেন ফেললেন বলো। ছেলেটাকে এখন ক্রাচ কিনে দিয়েছি। ক্রাচে ভর দিয়ে একটু একট করে হাঁটতে পারে। ওর দিকে আমি তাকাতে পারি না। তাকালেই আমার চোখ ভিজে ওঠে। ওর কী দোষ বলো? ওর তো কোনো দোষ নেই। ওর একজন মা আছে।
একজন বাবারও দরকার ছিল। কিন্তু আমি গলা উঁচু করে ওর বাবার পরিচয় দিতে পারি না। এই যে নিজের এলাকা থেকে এতো দূরে এসে চাকুরী করছি, তা কেবল ওর বাবার পরিচয়টা গোপন করার জন্যই হয়তো।’’
বই : গুহা
লেখক: সানাউল্লাহ সাগর
প্রকাশনী: অনুপ্রাণন প্রকাশন
প্রচ্ছদ : আল নোমান
ধরন : পত্রোপন্যাস
পৃষ্ঠা : ১১২
মলাট মূল্য : ২৪০ টাকা
অমর একুশে গ্রন্থমেলা ২০১৯
স্টল নং-৫৬৫
অনলাইন পরিবেশক: rokomari.com / boibazar.com
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৯
সানাউল্লাহ সাগর বলেছেন: প্রকাশক বলতে পারবেন।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৫
মাহের ইসলাম বলেছেন: অভিনন্দন এবং শুভ কামনা রইল।
©somewhere in net ltd.
১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৩
রাজীব নুর বলেছেন: বইটি এখন পর্যন্ত কত কপি বিক্রি হয়েছে?