নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত বইয়ের সংখ্যা ১১ টি। (৮টি কবিতার বই, ২টি উপন্যাস ও একটি ছোটগল্পের বই।)

সানাউল্লাহ সাগর

সৃজনশীল লেখালেখি, গবেষণা ও সম্পাদনা

সানাউল্লাহ সাগর › বিস্তারিত পোস্টঃ

হুমায়ূন আহমেদ’র ‘আঙুল কাটা জগলু’

১৪ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩১



অনেক বছর পর আজ আবার হুমায়ূন আহমেদের 'আগুল কাটা জগলু' পড়লাম। পড়াটা অনেকটা অনিচ্ছায় শুরু হয়েছিলো। পড়তেই হবে তাই পড়া। কাজের জন্য। যেন পড়া নয় কেবল দায়! কিন্তু পড়তে পড়তে সেটা আর দায় থাকেনি। আমাকে ডুবিয়ে দিয়েছে গল্পের মধ্যে। হিমু চরিত্রটি বিরক্তকর লাগলেও তাকে ঘিরে যেসব গল্প গতি পেয়েছে সেখানে হুমায়ূন আহমেদ তার মতোই উজ্জ্বল। অন্যদের থেকে আলাদা।জগলু-মতি চরিত্ররাও আমাদের পরিচিত। চারপাশের মানুষ। এমনকি মতির গ্রামের মানুষ যারা তাকে কবর দিতে দেয়নি তারাও তো আমাদেরই চারপাশের। আমাদেরই গ্রাম! গ্রামের মানুষ! যারা নিজেরা অপরাধের মধ্যে ডুবে থাকলেও লাশের সাথে আপোষ করবে না(!) মনে পড়লো শরৎ বাবুর কথা। শ্রীকান্ত উপন্যাসে তিনি বলেছিলেন 'লাশের আবার জাত কি!' জীবিত মানুষের সাথে না পারলেও আমরা ঠিকই লাশের সাথে পারি! পারার চেষ্টা করি।

জগলুর ছেলে বাবুর নিঃসঙ্গতা। শুভর ভয়ডরহীন বেঁচে থাকার চেষ্টা আমাদের কোনো ম্যাসেজ দেয়? হয়তো দেয় কিংবা দেয় না। কিন্তু একটা চিন্তার মধ্যে ঠিকই ডুবিয়ে দেয়। যে চিন্তার কোনো শেষ নেই। হিমু চরিত্রের হালকা সংলাপ আর উদ্ভট আচরণের বাইরে কিছুক্ষণ না হয় ডুবে থাকি গল্পের মধ্যে। চরিত্র বিন্যাস কল্পে উড়াল দিই গন্তব্যহীন আকাশে। সেখানে জগলু-বাবু-মতি-মিতু-শুভ চরিত্রের উজ্জ্বলতায় না হয় চুপ করেই থাকলো হিমু কিংবা বাদল! অথবা হিমু কিংবা একজন হুমায়ূন আহমেদ কথা বলুক বিরতিহীন...

ধানমন্ডি, ঢাকা।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৩

মোহামমদ কামরুজজামান বলেছেন:
এটাই হুমায়নের সাফল্য।

যখন কেউ তার গল্প পড়ে, তখন তার মনে হয় যে আরে হ্যাঁ এটি তো আমার / আমাদের গল্প।আমি চিনি জগলু,মতি অথবা বাবুকে।

সহজ ভাষার লেখনির মাধ্যমে তিনি আমাদের হৃদয়ের কথাগুলিই বলেছেন ।
হুমায়ূন দীর্ঘদিন বেচে থাকুক আমাদের হৃদয়ে তাঁর লেখার মাধ্যমে।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হুমায়ূন আহমেদ অদ্বিতীয়।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সহজ ভাষায় লেখা তার সকল
উপন্যাস,গল্প এক বৈঠকে শেষ
করা যায়, কোন বিরক্তিবোধ জন্মায়না
যেমন, তেমনি কোন গভীরতাও নেই
তাই এ নিয়ে ভাবতেও হয়না খুব একটা।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: পড়েছি। হুমায়ূন আহমেদের কিছু বই পড়ে ডেভিড ধাওয়ানের কমেডি ছবিগুলোর কথা মনে পড়ে যায়। এত অবাস্তব কাহিনী যে কী বলব! তেমনি হুমায়ূন আহমেদের কিছু বই। পড়তে বিরক্তিবোধ হয় না কিন্তু সারমর্ম কিছুই নেই। স্রেফ টাইমপাস। এই বইটাও তা-ই।

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৭

আমি মিয়াবাড়ির ছেলে বলেছেন: এর চেয়ে নিমাই ভট্টাচার্যের বই ভালো লাগে।

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৭

রাজীব নুর বলেছেন: রিভিউ ভালো হয়নি।

১৪ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৮

সানাউল্লাহ সাগর বলেছেন: এটাকে আপনার রিভিউ মনে হয়েছে ! হা হা হা এটা তো রিভিউ নয়। এটা পাঠ অনুভূতি ।

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০০

হামিদ আহসান বলেছেন: অনেক আগে পড়েছিলাম বইটা..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.