নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত বইয়ের সংখ্যা ১১ টি। (৮টি কবিতার বই, ২টি উপন্যাস ও একটি ছোটগল্পের বই।)

সানাউল্লাহ সাগর

সৃজনশীল লেখালেখি, গবেষণা ও সম্পাদনা

সানাউল্লাহ সাগর › বিস্তারিত পোস্টঃ

নির্বাচিত ২৫ তরুণের কবিতা !

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৮



‘নির্বাচিত ২৫ তরুণের কবিতা’ শিরোনামে বিশেষ সংখ্যা প্রকাশ করেছে দৈনিক মানবকণ্ঠ পত্রিকার সাহিত্য বিভাগ। সাথে দুই অগ্রজের পাঠপ্রতিক্রিয়া। বাংলা ভাষাভাষী অঞ্চলের তরুণ কবিদের নিয়ে তাদের এ আয়োজন নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। এ সংখ্যায় আমারও একটি কবিতা প্রকাশিত হয়েছে।

চিহ্ন বিজ্ঞান ।। সানাউল্লাহ সাগর

প্রতিদিন নিজের সামনে দাঁড়াই
হার থেকে নিজেকে রক্ষা করা বোকামি মনে হয়
মেনে নিই শাদা হাহাকার; সহস্র চিৎকার।
জ্বলজ্বলে নিষেধ তাকিয়ে থাকে আমার চোখে
আমি বিপন্ন; অদৃশ্য হই
জ্বলে জ্বলে ফুরিয়ে যাই, অতিদ্রুত

বুক ফুলিয়ে গদ্যরা আসে
ঘাসের কানে জমে ওঠে ভৃত্য ও নাচের মোহ—
আমার প্রজ্জ্বলিত কালো বৃত্তান্তে সারি সারি ছিনাল দাঁড়িয়ে যায়
ভয়ংকর সব আত্মীয়রা আসে; আমি হেরে যাই।
অতঃপর হেরে যাওয়ার জন্যই আবার বেঁচে উঠি...

লিংকঃ https://www.manobkantha.com.bd/article/399864

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৩

রাজীব নুর বলেছেন: কবিতা লিখে দেশ বা জাতির কোনো উপকার হয় না।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০১

চাঁদগাজী বলেছেন:


২৫ তরুণের কবিতা? অনেক লোকজন বেকার, মনে হচ্ছে!

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩০

এম ইসলাম বলেছেন: রাজীব নুর, আপনার মন্তব্যটাতে চোখ আটকে গেলো। ...আপনি লিখেছেন, "কবিতা লিখে দেশ বা জাতির কোনো উপকার হয় না"। আচ্ছা, ধরে নিচ্ছি, আপনার কথাটাই সঠিক ..... । সেক্ষেত্রে, আপনি কি দয়া করে বলবেন, কোন ধরনের লেখা থেকে দেশ ও জাতির উপকার হয়? গল্প থেকে? উপন্যাস থেকে? প্রবন্ধ থেকে? নাকি অন্য কোন ধরনের লেখা থেকে ? ....

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৪

রাজীব নুর বলেছেন: আমাদের দেশটা দরিদ্র। বেশীর ভাগ লোকই অভাবী। জাতিগত ভাবেই আমরা দুঃখী। ভাতে দুঃখী। কাপড়ে দুঃখী। প্রেম ভালোবাসায় দুঃখী। কাজেই কোনো কিছু নিয়েই আমাদের বিলাসিতা মানায় না।

নজরুলের একটা কবিতা আছে- বল উন্নত মম শির! শির নেহারি' আমারি নতশির ওই শিখর হিমাদ্রির! এ কবিতা পুরো শরীর কাপিয়ে দেয়। এরকম কবিতা তো আজকাল দেখি না। সুনীলের কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনি এরকম কবিতাও আজকাল চোখে পড়ে না। আজকাল কবিতার নাম দিয়ে যা লেখা হয় সেটা স্রেফ ফাজলামো।

গল্প মানুষকে হাসায়, কাদায় আবার স্বপ্নও দেখায়।
উপন্যাস মানুষকে মুগ্ধ করে। অনেক কিছু শেখায়। আনন্দ দেয়।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.