নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত বইয়ের সংখ্যা ১১ টি। (৮টি কবিতার বই, ২টি উপন্যাস ও একটি ছোটগল্পের বই।)

সানাউল্লাহ সাগর

সৃজনশীল লেখালেখি, গবেষণা ও সম্পাদনা

সানাউল্লাহ সাগর › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে বইয়ের দাম নির্ধারণ ও আমার কিছু প্রশ্ন

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৩

বইয়ের দাম রাখা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। বইয়ের দাম তুলনামূলকভাবে গত কয়েক বছরের চেয়ে এ বছর আরো বেড়েছে। তাতে সন্দেহ নেই। কিন্তু সব কিছুর দামও তো বেড়েছে। আর সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বইয়ের দাম নির্ধারণ আমরা কিভাবে করি? সাধারণত বইয়ের দাম নির্ধারণ করতে গিয়ে আমরা শুধুমাত্র প্রিন্টিং খরচকেই বিবেচনায় রাখি। কন্টেন্টকে বিবেচনায় রাখি না। সম্পাদনা, প্রুফ রিডিং খরচ বিবেচনায় রাখি না। বইয়ের দামে প্রিন্টিং খরচের সাথে কন্টেন্টেরও একটা মূল্য যোগ করা উচিত। বইয়ের দাম বাড়ছে তা নিয়ে আমার খুব আপত্তি নেই। কারণ এখন এমন একটা সময় যখন এক কাপ কফি খেতে ৮০-১২০ টাকা লাগে। এক বেলা খেতে ২০০-৩৫০ টাকা লাগে। সেখানে ৩০০/৪০০ টাকা একটা বইয়ের দাম হতেই পারে। তবে আমি চাই কন্টেন্ট বিচারে বইয়ের দাম নির্ধারণ করা হোক। যার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে সে সংগ্রহ করবে। আর ক্রেতার কাছে ২০%-২৫% ছাড় দিয়ে বই বিক্রি করা বন্ধ করতে হবে। সব পণ্যই এমআরপিতে বিক্রি হয়। তাহলে বই কেন ২০-২৫% ছাড়ে বিক্রি করতে হবে?

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:০৭

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আমার সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে, মান অনুযায়ী বইয়ের দাম রাখাটাই সমীচীন, তবে কেউ ২০%, কেউ ৫০%, কেউ ৩০% ছাড়ে বিক্রি করে৷ এতে কিছু পাঠক আফসোসে পড়ে যায়, ভাবে দুইদিন আগে বা দুইদিন পরে কিনলে ছাড়ে পেতাম বই৷

২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:১০

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: তাই MRP তে বিক্রিউ সবচেয়ে ভালো সমাধান।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:১৪

সানাউল্লাহ সাগর বলেছেন: হুম। MRP তে বিক্রি হওয়া ভালো।

৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৮

রানার ব্লগ বলেছেন: এতো কিছু চিন্তা না করে, লেখকদের বলেন তাদের বই গুলো রাস্তায় রেখে দিক পাব্লিক মন চাইলে নলবাড়ি নিয়ে ঠংগা বানাক।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৩

সানাউল্লাহ সাগর বলেছেন: তাই! কেন?

৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৬

নাহল তরকারি বলেছেন: মানুষ এখন বই পড়ে না। বই পড়ে কি লাভ? মাষ্টার্স পযর্নত বই পড়েছি পাশ করার জন্য। এখন বই পড়বো, চাকরি পাবার জন্য। এর পরে বই পড়ার দরকার আছে কি?

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৯

সানাউল্লাহ সাগর বলেছেন: `মানুষ এখন বই পড়ে না।` এটি একটি অসত্য তথ্য। যিনি প্রয়োজন মনে করেন তিনি অবশ্যই পড়েন। বই না পড়লে দেশে হাজার খানেক প্রকাশক তৈরি হতো না।

৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৬

রাজীব নুর বলেছেন: সব জিনিসের দাম বেড়েছে।
বইয়ের দাম কেন বেশি হবে না?

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৮

সানাউল্লাহ সাগর বলেছেন: ঠিক।

৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: অন্য কিছুতে খরচ করতে লোকের আপত্তি নেই কিন্তু বইয়ের দাম কম হলেও লোকের কিনতে গেলে কষ্ট হয়।

০১ লা মার্চ, ২০২৪ রাত ১০:১২

সানাউল্লাহ সাগর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ০১ লা মার্চ, ২০২৪ সকাল ১০:৩০

শেরজা তপন বলেছেন: একটা বার্গারের দামের তুলনায় একটা বই এর দাম এখনো কম আছে মনে হয়। তবে সবার জন্য বই-এর ব্যাপারে দামটা বেশী বেশি লাগে।

০১ লা মার্চ, ২০২৪ রাত ১০:১২

সানাউল্লাহ সাগর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.