![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চলছি পথ একা,আমি চলব পথ চলব।যেথা মৃত্যু বিভীষিকা অবিরাম............বিপদ সংকুল পথ.........
ছোট বেলা থেকেই শুনে আসছি -
'সৌর্ন্দযে মুগ্ধ হয়ো না বাস্তব বড় কঠিন' ।
আসলেই বাস্তব বড়ই কঠিন। দিন দিন পরিস্থিতি বদলে যাচ্ছে। একসময় মনে হতো জীবন ও বাস্তবতা খুবই সহজ। যেভাবে চিন্তা করছি সেভাবেই হয়ত কেটে যাবে জীবন।অল্প চাহিদা ও সহজ জীবন যাপন। দিন কেটে যাবে। আজকে অনেকটা দিন পর দেখছি সেই চিন্তা ধারার সাথে বাস্তবতার আকাশ পাতাল পার্থক্য। স্বার্থ, হিংসা ও আমিত্ব সেই সব চিন্তাধারাকে অনেক দূর তাড়িয়ে নিয়ে যায়। পিছনে আর ফিরে দেখা হয় না।
আসলে সত্যিই যায় দিন ভাল,আসে দিন খারাপ।
২| ১৬ ই আগস্ট, ২০০৭ সকাল ৯:৫৯
ফজল বলেছেন: বয়স এবং অভিজ্ঞতা এভাবেই আমাদেরকে রূঢ় করে তোলে। হতাশ হবেন না; সুন্দর পৃথিবীতেই আছে, শুধু খুঁজে নিতে হয়।
৩| ১৭ ই আগস্ট, ২০০৭ রাত ১:৫৮
শরীফ আবদুল্লাহ বলেছেন: ধন্যবাদ । বাস্তব বড় কঠিন, কিন্তু তারপরও মেনে নেয়াটা বেশ কষ্টকর ।
৪| ১৭ ই আগস্ট, ২০০৭ রাত ১:৫৯
ডঃ আইজউদ্দিন বলেছেন: ফজল কিন্তু নব্য রাজাকার
৫| ২০ শে আগস্ট, ২০০৭ সকাল ৯:১৮
শামসুজ্জামান সিদ্দিকী শাহীন বলেছেন: ৫
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০০৭ সকাল ৯:৪৬
পরোপকারী বলেছেন: ধ্রুব সত্য কথা। বাস্তব জীবন বড়ই কঠিন,দায়িত্ব না আসা পর্যন্ত তা বুঝাই যায় না। রেটিং -৫