![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"আমরা ফাইনাল খেলি না ,
ফাইনাল জিতি।" আর্জেন্টাইন প্রবাদ।
পরিসংখ্যান কি বলে ? ?
এই পর্যন্ত আর্জেন্টিনা ফাইনাল খেলেছে চারবার। দুই জয়ের বিপরিতে হার ও দুইটি। জয় হতে পারতো ৩টি কিন্তু না , ১৯৯০ সালে জার্মানীর বিপক্ষে রেফারির বিতর্কিত পেনাল্টি ও দুই দুইটি লাল কার্ডে স্বপ্ন ভঙ্গ হয় ম্যারাডোনা বাহিনীর।
চোখের জলে ভেসে যায় ম্যারাডোনার স্বপ্ন।
আজ আর কাঁদতে চাঁই না। পারবে তো মেসির আর্জেন্টিনা ? ?
আশায় বুক বেধেছি আমরা ,
'মেসি ! তুমি মুছে দিবে ম্যারাডোনার নব্বই এর কান্না , ঘোচাবে ভেরন - জানেত্তিদের সোনালী প্রজন্মের হতাশা।
তোমার চোখ বেয়ে নেমে আসা আনন্দ অশ্রুর প্রতিটা ফোটায় ধুয়ে মুছে যাবে আর্জেন্টাইনদের দুই যুগের কান্না...
#আর্জেন্টিনা কাপ জিতুক - আর না জিতুক , সাপোর্টার ছিলাম , আছি , থাকবো forever...
২| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১০:২০
sania বলেছেন: পারতে যে , হবেই...
৩| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫২
দখিনা বাতাস বলেছেন: হ্যা এই কারেনই ২৪ বছর লাগে ফাইনাল খেলতে
৪| ২০ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৭
sania বলেছেন: :-
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪
জে.এস. সাব্বির বলেছেন: সে পারবে ,তিনি পারবে ।আমি জানি ,মেসি পারবেন ।