নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সানোফি মহিন

আমি সানোফি মহিন... বাংলাদেশী তরুন উঠতি প্রকৌশলী। চিকিৎসা বিজ্ঞানকে ভালোবাসতাম সেই ছোটবেলা থেকে, ভাগ্যের অদৃষ্টের কারনে চিকিৎসক হয়ে উঠা হয়নি কিন্তু নিজের প্রচেষ্টা আর আন্তরিকতায় পড়েছি 'জনস্বাস্থ্য এবং পুষ্টি' নিয়ে। ভালোবাসি পড়তে, সে যাই হোক। লেখার ব্যপারে

সানোফি মহিন

আমি সানোফি মহিন... বাংলাদেশী তরুন উঠতি প্রকৌশলী। চিকিৎসা বিজ্ঞানকে ভালোবাসতাম সেই ছোটবেলা থেকে, ভাগ্যের অদৃষ্টের কারনে চিকিৎসক হয়ে উঠা হয়নি। কিন্তু নিজের প্রচেষ্টা আর আন্তরিকতায় পড়েছি 'জনস্বাস্থ্য এবং পুষ্টি' নিয়ে। ভালোবাসি পড়তে, সে যাই হোক। লেখার ব্যপারে খুবই আগ্রহ আর প্রবল আগ্রহ মুখোরোচক নানান রকমের খাবার আর ঘুড়ে বেড়ানোর প্রতি। উপস্থাপনা করতে ভালোবাসি। মানুষের সাথে মিশতে, তাদের সমস্যা শুনতে আর সমস্যা সমাধানে আগ্রহ রয়েছে অনেক।

সানোফি মহিন › বিস্তারিত পোস্টঃ

জীবন সংসার বড়ই অদ্ভুত জায়গ...

৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৯

টোনাটুনি নামে আমাদের জানাশোনায় একটা ছোট্ট সংসার আছে...
এই সংসারের শুরুর গল্পটা খুব চমৎকার, সেই গল্প আরেকদিন করা যাবে। আসুন আমরা এই সংসারের এক সন্ধ্যের বাজারের গল্প শুনি!!

ছেলেটির বড় চিংড়ী টমেটো দিয়ে খেতে খুব ভালোবাসে। মেয়েটি প্রায়ই কল্পনা করে সে একদিন তাকে রান্না করে খাওয়াবে। এই জন্য তার প্রতিদিনের খরচ থেকে একটু একটু করে টাকা জমাতে থাকে যখন তার প্রিয় মানুষটি আসবে তাকে খাওয়ানোর জন্য।

এক সন্ধ্যায় তারা বাজারে যায়...
এটা সেটা কেনার পর, মেয়েটি মাছ বাজারে গিয়ে ছেলেটিকে অবাক করে অনেকগুলো চিংড়ী কিনে ফেলে। মেয়েটির চোখে মুখে রাজ্যের আনন্দ, এই আনন্দ পৃথিবী জয় করার আনন্দ, এই আনন্দ প্রিয় মানুষটিকে খাওয়ানোর আনন্দ। এই আনন্দ রান্না ঘরে কাজের সময় ঘেমে নেয়ে একাকার হয়ে ব্যাস্ত থাকা মেয়েটিকে ছেলেটি পেছন থেকে জড়িয়ে ধরার আনন্দ থেকেও বেশি।

জীবন সংসার বড়ই অদ্ভুত জায়গা, করুনাময়কে ধন্যবাদ!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.