![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুমাইতে চাই। একটু আরামে ঘুমাইতে চাই । অনেকদিন ভালো ভাবে ঘুমাইতে পারি না। রাতের বেলা কিছুতেই ঘুম আসে না। এদিকে ঘুম আসে দিনের বেলা। যখন আমি অফিসে থাকি। অফিসে ঘুমানো মনে হয় ঠিক হবে না। অবশ্য আমার ডেস্কটা এক কোনায় আর আমি যদি ঘুমাই তবু আমাকে কেই দেখতে পাবে না যদি নাক না ডাকি। ইদানিং এই একটা বদ অভ্যাস হয়েছে। যদিও আমি বলতে পারবো না কিভাবে নাক ডাকি আমার রুম মেট প্রতিদিনই নালিশ করে আমি নাকি ইদানিং নাক ডাকি। আমার প্রশ্ন আমি ঘুমাচ্ছি কখন যে আমি নাক ডাকবো। যা হোক সব কথার এক কথা আমি রাতে ঘুমাতে চাই। কেউ যদি ঘুম আনার কোন কৌশল জানেন তাহলে দয়া করে আমাকে জানান। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। লেখা শেষ করছি একটা কথা দিয়ে তা হলো আমি ঘুমাতে চাই রাতের বেলা। যদি না হয় তাহলে সত্য সত্য আমি দিনের বেলা ঘুমাতে শুরু করবো। এর জন্য আমি দায়ী থাকিব না।
২| ২২ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ৯:৫৬
অতিথি বলেছেন: রাইতের কাম বাদ দেন!
৩| ২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ৭:৫১
এস, এম, শাহীনূর ইসলাম বলেছেন: মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান ভাই রাইতে তো কোন কাজ করিনা। খালি বিছানায় শুইয়া শুইয়া উপরের দেয়ালের ফাটল গুনি। এই কাজ ও যদি বাদ দিবার কন তাইলে মইরা যাইমু তো।
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:০৫
অতিথি বলেছেন: ঘুম!!
বুদ্ধি বা উপায় বাতলাতে পারবো না, তবে একই ব্যাথা ভাগাভাগি করতে পারবো। আমারো একই অবস্থারে ভাই। ঘুমে চোখ ভাইঙা আসে, রাইতে (পর্যাপ্ত) না ঘুমাইয়া চোখের নিচে জমছে কালি। সেই ময়ূরডাকা ভোরে উইঠ্যা লৌড়ান লাগে অন্নের সন্ধানে, রাইতে ঘরে ফিরলে বিছানা দেখলেই ঘুম কয় "টাটা-বাইবাই"!
আইজকা ভাইয়ের বাসায় আইছি মনে করছি ইচ্ছামতো ঘুমামু, ভাতিজী সকালে কম্বলের নিচে গিয়া আমারে তার ইশকুলের গপ্পো শোনায়। টাইনা টুইনা উঠাইয়া নিয়া আইসা আমারে কার্টুন দেখায়....।
আমার অহন চিক্কুর পাইরা কানতে ইচ্ছা করতাছে (আম্মাআআ)