নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যভুবন

তবু সে তো স্বপ্ন নয়, সব-চেয়ে সত্য মোর, সেই মৃত্যুঞ্জয়

সাপিয়েন্স

আমি পথভোলা এক পথিক এসেছি ... ফাগুন প্রাতের উতলা গো চৈত্র রাতের উদাসী

সাপিয়েন্স › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর সবচেয়ে কঠিন যুক্তি ধাঁধা

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৬

তিনজন সাধু পাশাপাশি বসে আছেন। একজন সব সময় সত্যি কথা বলেন। একজন সবসময় মিথ্যা বলেন। তৃতীয় জন খেয়ালখুশী মত সত্য বা মিথ্যা বলেন।



এঁরা বাংলা বোঝেন। কিন্তু সাধু তো, তাই নিজেদের ভাষায় উত্তর দেন। হয় "দা", নয় "জা"। এর একটার মানে "হ্যাঁ", অন্যটা বোঝায় "না"।



মাত্র তিনটি প্রশ্ন করে (একজনকে একাধিক হতে পারে) তার উত্তর থেকে বার করতে হবে কে সদা সত্য বলেন, কে মিথ্যুক, কে খেয়ালী, এবং "দা' আর "জা" কোনটা কি ? একটি প্রশ্নের উত্তরের ওপর পরের প্রশ্ন নির্ভর করতে পারে।



এই সমস্যাটার সমাধান দিয়েছেন আমেরিকান দার্শনিক ও যুক্তিবিদ জর্জ বোলোস। প্রথম প্রকাশিত হয়েছিল ইতালীর প্রখ্যাত সংবাদপত্র 'লা রেপুব্লিকা'তে (১৯৯৬)।



এর সমাধান অন্তর্জালে পাওয়া যাবে। কিন্তু নিজেরা আগে চেষ্টা করে দেখতে পারেন।



ক্লুঃ প্রশ্নগুলো জটিল। 'অন্যজনকে জিজ্ঞেস করলে কি উত্তর দেবে' এত সোজা নয়। এবং/অথবা দিয়ে মিশ্রিত বিভিন্ন অংশক আছে একই প্রশ্নে।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪১

মুহিব বলেছেন: এই জটিল ধাধা তো দেখি এখনও অনেকে পড়ে নাই। আর যারা পড়েছেন তারা কিছুই না লিকে চলে গেছেন। তাহলে আমি আর কোন ছাড় যে এর উত্তর দিব।

২| ২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৩০

কে এম তানভীর আহম্মেদ বলেছেন: আরো একজন যুক্তি ও গণিত প্রেমিক পাওয়া গেল! আরো বেশি করে লিখতে থাকুন। ধন্যবাদ আপনাকে।

৩| ২৩ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৫

জ্বিনের বাদশা বলেছেন: ধাঁধাটা আগে দেখেছিলাম ... প্রশ্নগুলো বেশ জটিল

৪| ২৫ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:১৯

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
একটু চিন্তা করে দেখবো। তবে মনে হয় কিছু লাভ হবে না। তাই অন্তর্জালেই উত্তর দেখে নিতে হবে।

৫| ২৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩১

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
নিজে চেষ্টা করেছিলাম সামান্যই। অবশেষে সমাধান ডাউনলোড করলাম। জর্জ বুলসের নিজের লেখা একটা পিডিএফ পেয়েছি। ভেবেছিলাম একটা পোষ্ট দেবো। পরে জটিলতার পরিমাণের কথা ভেবে সংবরণ করলাম।

২৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৪

সাপিয়েন্স বলেছেন: হ্যাঁ, আমিও ঘন্টা দেড়েক চেষ্টা করে বুঝেছিলাম, এটা শেষ করতে অন্তত এক সপ্তাহ লাগবে, যে সময় আমার নেই।

পরে অন্তর্জালে উত্তর দেখে বুঝেছি, ঠিকই কঠিন ধাঁধা, এবং আমিও সেই শাখা-প্রশাখা বিশিষ্ট উত্তর পোস্টে দেয়ার সাহস পাই নি।

চেষ্টা করার জন্য অভিনন্দন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.