![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কলেজে উঠার পর আর দশটা ইঁচড়ে পাকা ছেলেমেয়ের মতন আমি ও আমার বন্ধু বান্ধব মহল একটু বড় হয়েছি, স্বাধীনতা ভাব এইটা দেখানোর জন্য নানাবিধ কার্যকলাপ প্রতিদিন করেই চলেছি। এরই যের ধরে “সিগারেট” নামক বস্তুর সাথে আমাদের পরিচয়। এক বান্ধবী তার ভাই এর সাথে সিগারেট খেতো, তাই ওই হয়ে গেল গুরু। উত্তরার এক অভিজাত স্কুলের ছাত্রী ছিলাম আমরা। ক্লাস শেষে বাউনিয়া চলে যেতাম, চলতো কাশি বনাম সিগারেত চর্চা। ভাল লাগতো না একদম’ই কিন্তু ওই বয়সে ভাব দেখানোটাই ছিলো মুখ্য।
যাই হোক, একদিন রেস্টুরেন্টে খেয়ে আমরা সিগারেট হাতে (বেনসন) হেটে যাচ্ছি, হটাৎ কান ধরে টান, আমার সেই বান্ধবীর ভাই দুই হাতে দুই জনের কান ধরে আছে, ইঁচড়ে পাকার দল, প্রকাশ্য দিবালোকে এইসব কি?
তারপর সিগারেট দুইটা বাজেয়াপ্ত হয়ে গেল, এলো হাতে চকবার! ( যদিও তাতে আমি বিন্দুমাত্র অখুশি হই নাই) তবে আইসক্রিম খেতে খেতে মুখে বললাম “ভাইয়া আমাদের সিগারেট মেরে দিলো!”
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৮
কান্টি টুটুল বলেছেন:
অম্ল মধুর এইসব স্মৃতি সহজে মন থেকে মোছা যায়না।
এপর্যন্ত ৪/৫ বার সিগারেট জিনিসটা মুখে দিয়েছি,কিন্তু কেন জানি এই জিনিস টেনে কোন মজা পেলাম না,আফসোস।