নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাক্ষর ডট কম

আমি বাংলার গান গাই আমি বাংলায় গান গাই আমি আমার আমাকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই

সরোয়ার হোসেন

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য

সরোয়ার হোসেন › বিস্তারিত পোস্টঃ

আসলেই কী বাংলাদেশের ক্রিকেট খেলার কোন যোগ্যতা আছে?

৩০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

প্রতিদিন এক বুক আশা নিয়ে টিভির সামনে বাংলাদেশের খেলা দেখতে বসি, সে যে দলের বিপক্ষেই দল খেলুক না কেন! এটা দেখছি তখন থেকে যখন আমাদের দেশ ওয়ানডে স্টাটাস পায়নি। তখন কোন দলের কিরুদ্ধে দেশ ভালো খেলখে যারপরনাই খুশি হতাম। তারপর দল জিততে শুরু করলো একটা দুটা ম্যাচে। ক্রিকেটের প্রতি আমরা আমাদের ভালোবাসাকে উজাড় করে দিতে লাগলাম। শেষ পর্যন্ত আসলো সেই মাহেন্দ্রক্ষণ। বাংলাদেশ খেললো বিশ্বকাপে। তাও আবার পাকিস্তানের মত দলের বিরুদ্ধে একটা ঐতিহাসিক জয়সহ। আস্তে আস্তে আমরা পেলাম ওয়ানডে স্টাটাস, আরো পরে টেস্ট স্টাটাস। আমরা বিশ্বের সকল বড় দলের বিপক্ষে জয় করায়ত্ব করলাম। সেস্টেও বড় দলের বিপক্ষে জিততে না পারলেও খেলে কয়েকটি ম্যাচ ড্র করলাম। যা আমাদের কাছে জয়ের থেকেও অনেক বড় কিছু। আমরা ক্রিকেটকে মাথায় তুলে নিলাম। এরই মধ্যে আমাদের ফুটবল, হকি-সবকিছু গোল্লায় গেল, সিদেকে ফিরেও তাকালাম না। অথচ, গত প্রায় এক বছর আমাদের ক্রিকেটাররা যে খেলা উপহার দিচ্ছে তাতে আমাদের লজ্জায় মুখ ঢাকা ছাড়া আর কোন উপায় থাকছে না। এমনিতেই ‌'বন্ধু রাষ্ট্র (!)' ভারত আমাদের ক্রিকেট নিয়ে তাচ্ছিল্ল করা শুরু করেছে। তার সাথে যুক্ত হয়েছে আরো দুই মহারথি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। আমাদের ক্রিকেটকে মাঠে মারার জন্য তাদের নানা ধরণের ষড়যন্ত্র আমাদেরকে এক প্রকার আতংক ও অসস্তির মধ্যে রেখেছে। যা থেকে উত্তরণের একমাত্র উপায় মাঠে পারফর্ম করে নিজেদের যোগ্যতার প্রমাণ করা। যেটা করবে ক্রিকেটাররা। কিন্তু, তাদের সে বিষয়ে কোন চেষ্টা আছে বলে আমাদের কাছে প্রমাণ হচ্ছে না। বাংলাদেশ হারুক বা জিতুক তাতে কিচ্ছু যায় আসে না, আমরা চাই ক্রিকেটাররা মাঠে ভালো খেলা উপহার দিক। সমানে সমান লড়াই করুক। কিন্তু হায় আমাদের সেই চাওয়া তারা বুঝতে পারছে বলে আমাদের মনে হচ্ছে না। হংকং-এর সাথে হারের পর আমরা ধরে নিয়েছিলাম এটা নিছক একটা দুর্ঘটনা, এক সময় আমরা কোন বড় দলকে হারালে যেটা অন্যরা ভাবতো। কিন্তু, সেটা যে দুর্ঘটনা নয় তা আমাদেরকে বিশ্বাস করাচ্ছে আমাদের প্রিয় ক্রিকেটাররা। তারা চলতি টিটোয়েন্টি সিরিজে যা খেললো তাতে তাদের দায়িত্ব, একাগ্রতা এবং এই খেলার প্রতি কমিটমেন্ট নিয়ে বড় ধরণের একটা প্রশ্ন তুলে ধরেছে। আসলেই আমরা আন্তর্জাতিক মানের কোন টুর্ণামেন্ট খেলার যোগ্যতা রাখি কিনা তা নিয়ে আমাদেরকে ভাবিয়ে তুলেছে। এ বিষয়টি আমাদের 'সুযোগ্য' কর্তাব্যক্তিরা যদি একটু ভেবে দেখেন তাহলেই ক্রিকেটাররা ভাবতে বাধ্য হবে।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

হেডস্যার বলেছেন:
বাংলাদেশের এখন খারাপ সময়....এজন্য বিসিবির কর্তারা অনেকাংশে দায়ী।

তবে ভুলে যাবেন না, ভালো সময় কিন্তু ছিলো।
তখন আমরাই বলছিলাম বাংলাদেশ এক সময় বিশ্বকাপ জিতবে।


লেখার শিরোনামটা যথেষ্ট আপত্তিকর।

২| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ৮:১৪

বদিউজ্জামান মিলন বলেছেন: আসুন ফুটবল খেলি। মেতে উঠুন ফুটবল উৎসবে।

৩| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ৮:১৭

আলোর পরী বলেছেন: হারে দুঃখ নেই । খেলায় হার জিত থাকবেই । কিন্তু এইভাবে হারলে খুব খারাপ লাগে ।

লড়াই করে যদি সব ম্যাচও হারত দুঃখ ছিল না ।

৪| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ৮:১৮

হতাশ নািবক বলেছেন: @হেডস্যার:উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে কি লাভ।

হারার পিছনে ক্রিকেটাররাই বহুলাংশে দায়ী।

সব কিছুতেই কেন জানি কমিটমেন্ট এর অভাব দেখা যাচ্ছে।

৫| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ৮:৪৪

বোধহীন স্বপ্ন বলেছেন: হেডস্যার এর সাথে একমত।

শিরোনামটা সত্যিই আপত্তিকর।

৬| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ৯:০৯

পান্থজ০০৭ বলেছেন: বলার কিছুই নাই। আমাগো টেহা নষ্ট করা ছারা ওরা কিসুই পারে না।

৭| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ৯:২৩

অন্যসময় ঢাবি বলেছেন: politics and grouping and lack of team spirit

৮| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ৯:৫০

রাজীব বলেছেন: সমাস্যাটা কোথায়??

আমারা ভারত, পাকিস্তান ও ওয়েস্টইন্ডিজের কাছে হেরেছি।

কয়েকবারে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও কি এদের কাছে হারেনি??

গ্রুপে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের পয়েন্ট কিন্তু সমান!!!!

৯| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১০:১২

দি সুফি বলেছেন: কয়েকটা ম্যাচ বাজে ভাবে হেরেছে বলেই তাদের খেলার আর কোন যোগ্যতা নেই??

১০| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৯

হাসান কালবৈশাখী বলেছেন:
এশিয়া কাপেও এই অবস্থা ছিলনা।

মাত্র ১ মাস আগেও এশিয়া কাপে বাংলাদেশ হারলেও শক্ত ভাবে জবাব দিচ্ছিল।
বেশীর ভাগ খেলাই লাষ্ট বলে ডিসিশন হয়েছিল।

১১| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৫

তারেক বলেছেন: লেখককে খেলতে নামায়া দেয়া হোক। দেখি কত পারে।

১২| ৩১ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩৯

হেডস্যার বলেছেন:
যারা যারা মনে করেন বাংলাদেশ ক্রিকেট খেলতে পারে না বা যোগ্যতা নাই...তারা নিজেরা ব্যাট বল হাতে নিয়া নাইমা যান....

দেখি আপনাদের যোগ্যতার দৌড় কতদূর...

১৩| ৩১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

সরোয়ার হোসেন বলেছেন: আমরা খেলিনা কিন্তু, খেলার কিছুটা অন্তত বুঝি। আর বুঝি বলেই আমরা বাংলাদেশের ক্রিকেটারদের খেলার ধরণ আমাদেরকে ব্যথিত করেছে। আমার লেখার মধ্যেই আছে-হারজিত নিয়ে আমাদের কোন আপত্তি নেই। কিন্তু আপত্তি আছে এই খেলার প্রতি খেলোয়াড়দের কমিটমেন্ট আর একাগ্রতা নিয়ে। তারা যেভাবে আউট হচ্ছে এবং দলকে ডোবাচ্ছে তাতে ক্রিকেট বিশ্বের কাছে আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে। এখানেই আমাদের আপত্তি। আমরা চাই আমাদের ক্রিকেটিয় যোগ্যতা নিয়ে তথাকথিত মুরব্বীরা যাতে কোন খারাপ মন্তব্য করতে না পারে। আর এটা নিশ্চিত করা যায় শুধৃ মাঠে এবং এটা করবেন ক্রিকেটাররা। সেখানে কোন ঘাটতি থাকলে আমরা মানবো কেন? হেডস্যার যে সমালোচনা করছেন তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আমাদের সমস্যাগুলো এখুনি খুজে বের করে সমাধান করা উচিত। আমরা এই খেলাটার সাথে এমনভাবে ভালোবাসায় আস্টেপৃণ্টে গেছি যে এর কোন খারাপ দিক আমাদেরকে চুরমার করে দেয়। আমরা সেটা সহ্য করতে পারবো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.