নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The inspiration you seek is already within you. Be silent and listen. (Mawlana Rumi)
চানাখখালে।যে নামটার সাথে ভেসে উঠে প্রথম বিশ্বযুদ্ধের সাড়ে তিন লাখ শহীদের রক্তাত্ব মুখচ্ছবি।তুরস্কের চানাখখালের সেই শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের সুযোগ পেলাম আজ।প্রথম বিশ্বযুদ্ধে জার্মান-উসমানীয় খেলাফত তথা তুর্কি বাহিনীর পরাজয় হলে নিজেদের নিয়ন্ত্রিত সব ভূমি হারায় তুরস্ক(মধ্যপ্রাচ্য ও ইউরোপের বলকান অন্চল অন্যতম)।সে সময় তুরস্কের মূল ভূখণ্ড দখল করতে অসে উচ্চাভিলাসী বৃটিশ নেতৃত্বাধীন বিশ্ববাহিনী। চানাখখালের গালিপল্লী দিয়ে হামলা চালায় বৃটিশ নেতৃত্বাধীন বিশ্ববাহিনী।মাতৃভূমি রক্ষায় পাল্টা হামলা চালায় তুর্কি বাহিনী।শুরু হয় দুই পক্ষের অসম যুদ্ধ।
প্রায় পৌনে দুই লক্ষ সৈন্য মারা পড়লে গালিপল্লির যুদ্ধে পরাজয় মেনে নেয় বৃটিশ বাহিনী।সেইসাথে রক্ষা পায় অখণ্ড তুরস্ক। সেই যুদ্ধে দেড় লাখের মতো টার্কি সেনাও শহীদ হয়।
যুদ্ধের উপসেনাপতি কামাল পাশা নিজের ও শত্রুপক্ষের সব সেনাদের চানাখখালেতে কবর দেন। তাদের উদেশ্যে পাশা দুটি শোকাচ্ছন্ন কবিতাও লেখেন।
তোমরা যারা এ যুদ্ধে শহীদ হয়েছ/মৃত্যুর পর তাদের আর কোনো ভিন্ন পরিচয় নেই/তোমরা সবাই আমার ভাই/ঘুমাও, এখানে শান্তিতে ঘুমাও (ধারণাকৃত অনুবাদ।হুবুহু নয়)।
সরকারিভাবে সেই যুদ্ধের শতবর্ষ চলছে পুরো তুর্কিজুড়ে।আমরা বেশ কয়েকজন বাংলাদেশী শিক্ষার্থী ইস্তাম্বুল থেকে চানাখখালে এসেছি বর্ষপূর্তি উদযাপন করতে।
ঐতিহাসিক ট্রয় নগরী এই চানাখখালেতেই।পৃথিবীর ইতিহাসের বিশাল একটি অংশ দখল করে আছে প্রাচীন এ শহরটি।
১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৫
সরোজ মেহেদী বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
২| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১৪
শতদ্রু একটি নদী... বলেছেন: চমৎকার তথ্য।
১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৬
সরোজ মেহেদী বলেছেন: ভাললাগলো জেনে আমারও অনেক ভাললাগলো।
৩| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫০
প্লাবন২০০৩ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই, এমন একটা ঘটনা শেয়ার করার জন । ঘটনাটি সম্পর্কে একেবারেই জানা ছিল না ।
১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৮
সরোজ মেহেদী বলেছেন: পড়ে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
৪| ১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০৪
মেমননীয় বলেছেন: জায়গাটার নামের উচ্চারন জানা নেই তবে ইংরেজী বানান Çanakkale।
এই নামে তুর্কি একটা মুভি আছে, যা যুদ্ধের কাহিনী নিয়ে তৈরী।
একই যুদ্ধের পরবর্তী কাহিনী নিয়ে তৈরী ইংরেজী মুভি আছে নাম - Water Diviner (2014).
এই মুভি দুটি দেখার আগে জানতামই না সম্মিলিত বৃটিশ, অষ্টেলিয় ও নিউজিল্যান্ডের বাহিনী কি নির্মমভাবে পরাজিত হয়েছিল।
আমাদের কবি কাজী নজরুল ইসলাম সম্ভবত এই যুদ্ধে বৃটিশ বাহিনীর হয়ে সিরিয়া গিয়ে যুদ্ধ করেছিলেন।
১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০২
সরোজ মেহেদী বলেছেন: কবি নজরুল যুদ্ধ করেছিলেন জানি।তবে ঠিক কোথায় এই মুহুর্তে মনে পড়ছে না।
এটা ইংরেজি না তুর্কিশ বানান।প্রথম অক্ষরটাকে তুর্কিশ উচ্চারণে বলে চে।
মুভিগুলোর নাম দিয়ে ভাল কাজ করেছেন।আমি এখনো দেখেনি।এবার দেখব।
ভাল থাকবেন।ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০২
সকাল রয় বলেছেন:
শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাই।। পড়লাম ।। জানলাম।।