নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ

সরোজ মেহেদী

The inspiration you seek is already within you. Be silent and listen. (Mawlana Rumi)

সরোজ মেহেদী › বিস্তারিত পোস্টঃ

একটি প্রশ্ন ও সহাস্য রফিক আজাদ

১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২১

কবি রফিক আজাদের সাথে খুব ছোট হলেও মিষ্টি স্মৃতি আছে আমার। পাবলিক লাইব্রেরি চত্ত্বরে শীতের বইমেলা চলছে। রফিক আজাদসহ বেশকিছু গুণিজন বসে আছেন। এক প্রকাশক আমাকে নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দিলেন। এই প্রথম দেখা, খুব পরিচিতজনের মতো হেসে আমার হাতটা ধরলেন। শুরু হলো আড্ডা। খুব বেশি সময় না নিয়েই জানতে চাইলাম, ৭৪ এর তরুণ রফিক আজাদ কবিতায় বিদ্রোহ করে বলেছিলেন ‘ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো’। কিন্তু আজকের রফিক আজাদ এত নিরব কেন! প্রশ্নটা তার প্রত্যাশিত ছিল কি না জানি না। আমার মুখের দিকে মৃদু হাসি দিয়ে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। কি করি, কোথায় থাকি, কোথায় পড়ি খোঁজখবর নিলেন।

গত ক’বছরে আর সরাসরি দেখা বা কথা হয়নি তার সাথে। আসলে দেখা করার জন্য আমার চেষ্টাই ছিল না। তবু বলতে হয় সেই দেখাতেই তাকে ভালোবেসেছিলাম। মাঝেমধ্যে কবির ‘প্রতীক্ষা’ কবিতাটা শুনি। শুনি আর শুনি। বাংলা সাহিত্যের অনেকগুলো কবিতা আমার ব্যক্তিগত অনুভূতির সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। ভীষণ মন খারাপ হলে, খুব কাঁদতে ইচ্ছে হলে আমি যেসব কবিতার কাছে ফিরে যাই ‘প্রতীক্ষা’ তার একটি। তাই কবির সাথে শরীরি দেখা না হলেও কবি ছিলেন আমার সঙ্গেই। আজকের দিনে আপনি কি আমার ডাক শুনতে পান প্রিয় কবি সত্যিই ‘আই লাভিউউউউউ’।

কবির মৃত্যু আমাদের অন্তত এ শিক্ষা দেয়, ‘এ দেশ ব্যক্তিত্ত্বহীন, ববেক বিসর্জন দেওয়া চোখ না ফোটা কানাদের। ভালো বা যোগ্য মানুষের না’।


প্রতীক্ষা – রফিক আজাদ

এমন অনেক দিন গেছে
আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি,
হেমন্তে পাতা-ঝরার শব্দ শুনবো ব’লে
নিঃশব্দে অপেক্ষা করেছি বনভূমিতে-
কোনো বন্ধুর জন্যে
কিংবা অন্য অনেকের জন্যে
হয়তো বা ভবিষ্যতেও অপেক্ষা করবো…
এমন অনেক দিনই তো গেছে
কারো অপেক্ষায় বাড়ি ব’সে আছি-
হয়তো কেউ বলেছিলো, “অপেক্ষা ক’রো
একসঙ্গে বেরুবো।”

এক শনিবার রাতে খুব ক্যাজুয়ালি
কোনো বন্ধু ঘোরের মধ্যে গোঙানির মতো
উচ্চারণ করেছিলো, “বাড়ি থেকো
ভোরবেলা তোমাকে তুলে নেবো।”
হয়তো বা ওর মনের মধ্যে ছিলো
চুনিয়া অথবা শ্রীপুর ফরেস্ট বাংলো;
-আমি অপেক্ষায় থেকেছি।

যুদ্ধের অনেক আগে
একবার আমার প্রিয়বন্ধু অলোক মিত্র
ঠাট্টা ক’রে বলেছিলো,
“জীবনে তো কিছুই দেখলি না
ন্যুব্জপীঠ পানশালা ছাড়া। চল, তোকে
দিনাজপুরে নিয়ে যাবো
কান্তজীর মন্দির ও রামসাগর দেখবি,
বিরাট গোলাকার চাঁদ মস্ত খোলা আকাশ দেখবি,
পলা ও আধিয়ারদের জীবন দেখবি,
গল্প-টল্প লেখার ব্যাপারে কিছু উপাদান
পেয়ে যেতেও পারিস,
তৈরী থাকিস- আমি আসবো”
-আমি অপেক্ষায় থেকেছি;

আমি বন্ধু, পরিচিত-জন, এমনকি- শত্রুর জন্যেও
অপেক্ষায় থেকেছি,
বন্ধুর মধুর হাসি আর শত্রুর ছুরির জন্যে
অপেক্ষায় থেকেছি-

কিন্তু তোমার জন্য আমি অপেক্ষায় থাকবো না,
-প্রতীক্ষা করবো।
‘প্রতীক্ষা’ শব্দটি আমি শুধু তোমারই জন্যে খুব যত্নে
বুকের তোরঙ্গে তুলে রাখলাম,
অভিধানে শব্দ-দু’টির তেমন কোনো
আলাদা মানে নেই-
কিন্তু আমরা দু’জন জানি
ঐ দুই শব্দের মধ্যে পার্থক্য অনেক,
‘অপেক্ষা’ একটি দরকারি শব্দ—
আটপৌরে, দ্যোতনাহীন, ব্যঞ্জনাবিহীন,
অনেকের প্রয়োজন মেটায়।
‘প্রতীক্ষা’ই আমাদের ব্যবহার্য সঠিক শব্দ,
ঊনমান অপর শব্দটি আমাদের ব্যবহারের অযোগ্য,
আমরা কি একে অপরের জন্যে প্রতীক্ষা করবো না ?

আমি তোমার জন্যে পথপ্রান্তে অশ্বত্থের মতো
দাঁড়িয়ে থাকবো-
ঐ বৃক্ষ অনন্তকাল ধ’রে যোগ্য পথিকের
জন্যে প্রতীক্ষমান,
আমাকে তুমি প্রতীক্ষা করতে বোলো
আমি ঠায় দাঁড়িয়ে থাকবো অনড় বিশ্বাসে,
দাঁড়িয়ে থাকতে-থাকতে
আমার পায়ে শিকড় গজাবে…

আমার প্রতীক্ষা তবু ফুরোবে না…

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৮

নুর ইসলাম রফিক বলেছেন: সত্যি কি আপনি রফিক আজাদের দেখা পেয়েছিলেন কোন একদিন।
নাকী কাল্পনিক গল্প শুনালেন?

১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

সরোজ মেহেদী বলেছেন: Click This Link

২| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৮

রুদ্র জাহেদ বলেছেন: বিনম্র শ্রদ্ধা।প্রিয় কবির শ্রেষ্ঠ কবিতার বইটা পড়েছি মাত্র।সবকটি সংগ্রহ করতে হবে।অন্য আলোয় ভালো থাকুন প্রিয় কবি

১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৩

সরোজ মেহেদী বলেছেন: প্রার্থণার মতো ভাল থাকুক। আপনিও ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.