নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিয়েল লাইট

লিখলাম

শরীফুল আলম

লিখলাম

শরীফুল আলম › বিস্তারিত পোস্টঃ

সুদের স্বাদ!!!

০৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

জেলা রাজবাড়ি, থানা বালিয়াকান্দি, ইউনিয়ন জংগল, গ্রাম পুষ্ আমলা। সেখানকার একটি সংবাদ গতকালের কালের কন্ঠে ছেপেছে। সেটি হল, শুভাধরা মন্ডল নাম্নী এক মহিলা দুই সন্তানের জননী। বয়স৪৫। তাকে দুদিন যাবৎ বেধেঁ রাখা হয়েছে সুদের টাকা আদায় না করার কারণে! মারধর করা হয়েছে সাথে খানা বন্ধ। ভাবতে অবাক লাগে, যে দেশের সুদী মহাজনেরা নোবেল পায় সে দেশের সুদী রিন গ্রহিতারা পায় শেকল আর ডান্ডা। এটাই সুদের কারিশমা! কারো পৌষ মাস কারো সর্বনাশ! ইউনূস এর মত শিক্ষিত টেলেন্ট ভাওতাবাজরা মানুষের রক্ত চুষে খায় আবার পুরস্কারও পায়! ওদিকে খেটে খাওয়া দরিদ্ররা পেটে তাগাদায় দু পয়সা ধার করে গরু ছাগলের মত শেকলবন্দী জীবন কাটায়। ইসলাম এ জন্যই সুদকে হারাম করেছে। যেন ইউনূসীয় ধান্দাবাজি বন্ধ হয়। এসব বাটপাররা বিশ্ববাসিকে বলছে উন্নয়নের কথা আর এদিকে কাটছে গরীবের মাথা। এদের চাপাবাজির ধোকায় পড়ে সাধারণ মানুষেরা দু টাকা ধার করছে দিন ফেরানোর আশায়, কিন্তু দিনতো আর ফেরে না। ফেরে শেকলসুদ্ব চাবুক! তাতে কী?ইউনুসের মত বাটপারিতে নোবেল প্রাপ্ত মহান ব্যক্তিদের উসিলায় তারা যে স্বচছলতার স্বপ্ন দেখতে পারে এই ঢের!!! প্রায়শই এমন সংবাদ ছাপা হয়। কিন্তু কেন এমনটা হচ্ছে? স্বচ্ছলতার স্বপ্নে বিভোর লোকগুলো কেন প্রতারিত হচ্ছে? কারণ, তারা উভয়েই ভুল পথ বেছে নিয়েছে। রাসূল সা :বলেছেন, সুদ যদিও দেখতে বাড়ে কিন্তু তার শেষ স্বল্প! সুদ ভিত্তিক অর্থনীতির বিপরীতে ইসলাম দিয়েছে যাকাত ভিত্তিক অর্থনীতি। যদি বাংলাদেশের সব ধনী যাকাত দিত তবে সুদের অক্টোপাস থেকে বাংলাদেশ মুক্ত থাকতো। কয়েক বছর আগে এক প্রতিবেদনে উঠে আসে যে, শুধু ঢাকা সিটিতে ২৮ হাজার কোটিপতি!!! সংখ্যাটা একবার ভাবুন! ২----------৮ হা -জা - - র কোটিপতি? সারা দেশে কত??? এরা যদি নিয়মিত যাকাত দিত কয়েক বছর পর বাংলাদেশে যাকাত নেয়ার লোক খুজে পাওয়া যেত না। সামনে রমজান। আসুন সবাই যাকাতের প্রতি যত্নবান হই। নিজে যাকাত দেই অন্যকে যাকাত দিতে উতসাহী করি।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৭

mrof বলেছেন: আমারটাও পড়ে দেখুন Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.