![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা সিনেমার যেমন গদবাধা কিছু শট থাকে তেমনি বাংলাদেশের রাজনীতির কিছু চেনা দৃশ্যপট আছে! যে সরকারি দল 5 বছর সংবিধানকে পদদলিত করে জনগণের সব ধরনের অধিকার ক্ষুন্ন করে, প্রথম শ্রেণীর পাঠ্যবইয়ের মত সংবিধানকে কাটাছেঁড়া করে, নির্বাচনের আগে তারাই আবার খুব "সাংবিধানিক নাগরিক "বনে যান। আর বিরোধীদল, যাদেরকে জনগণ ভোট দিয়ে বিরোধীদল বানায় সংসদে না গিয়ে ট্যাক্স মুক্ত গাড়ি আমদানির জন্য, তারা নির্বাচনের আগে হয়ে উঠেন "অধিকার সচেতন "।দিনের পর দিন হরতাল ডেকে জনগনের জন্য তাদের যে দায়িত্ববোধ সেটা ষোলোআনা পূর্ণ করেন। সাংবিধানিক, গনতান্ত্রিক অধিকারের নামে তারা এই "গনতান্ত্রিক দস্যুপনা "চালান। চাই সেটা যে দলই হোক না কেন। জীবন্ত মানুষ পুড়িয়ে তারা কার অধিকার রক্ষা করেন বিষয়টা গবেষণা সাপেক্ষ। কিন্তু ঘুরেফিরে যে প্রশ্নটা বড় হয়ে দেখা দেয় -হরতাল গনতান্ত্রিক অধিকার কিনা? আর যদি কখনো বা থেকেও থাকে বর্তমানে তার সেই আবেদন আছে কিনা? নিচে একটি পরিসংখ্যান দিচ্ছি, প্রত্যেকে নিজের মতামত জানাবেন। এত রক্তের বিনিময়ে আমরা কি এমন মহার্ঘ বস্তু পেয়ে যাচ্ছি!
এ বছর হরতালপূর্ব সহিংসতায় -
আহত :681
নিহত :17
গাড়ি পোড়ানো -118
গাড়ি ধংস -306
এই হল হরতাল পূর্ব!!! হরতালের জন্য রাখল কী?
(কালের কন্ঠ - 6/10/13)
এছাড়া 1991 থেকে এদেশে গনতান্ত্রিক (?)সরকার দেশ পরিচালনা করছে।এসব টার্মে রাজনৈতিক সহিংসতায় মারা যায় -
1991-96:174 জন
96-2001:767. জন
2001-06:1003 জন
07-09( তত্ত্বাবধায়ক) 11 জন
09-2013:564 জন
এত মৃত্যুর বিনিময়ে কী পেলাম? স্বাধীনতা? অর্থনৈতিক মুক্তি? না ঘোড়ার ডিম? কী? এককালে দেব -দেবিদের সামনে মানুষ বলি দেয়া হত, বর্তমান রাজনৈতিক নেতারা কী রাক্ষুসে দেবতা? এত রক্তের প্রয়োজন হয় কেন?
(কালের কন্ঠ -6/10/13)
©somewhere in net ltd.