নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝেমধ্যে কী বোর্ড চাপাতে অনেক আনন্দ, ভিতর টাকে উগরে দেওয়া যায়।

নতুন বালক

শিখিতে চাই বলিতে চাই না , একা পথে হাটতে ভালো লাগে..। ।

নতুন বালক › বিস্তারিত পোস্টঃ

ব্যক্তিগত অহংবোধ একটি ব্যক্তির বেচেঁ থাকার ......

২৬ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৮


হয়তো বন্ধু মহলে, আত্মীয় স্বজনের কাছে মুখ ফুটে চাকরি বা পেশার কথা আওয়াজ দিয়ে বলা যায়না , তাই বলে কি ব্যক্তিগত অহংবোধ গঙ্গাজলে ভাসিয়ে দিয়ে পর্দার আড়ালে হারিয়ে যেতে হবে ? চায়ের কাপ আর নিকোটিনে, জীবন তার ব্যক্তিত্ব হারায় এটা আমি বিশ্বাস করি না। না বোঝার কালে হয়তোবা, ব্যক্তিগত অহংবোধ শব্দের মানে, মাথার উপর দিয়ে নয়তো কানের পাশ দিয়ে গিয়ে বানের জলে পড়েছে।
কিন্তু আজ কলেজ, বিশ্ববিদ্যালয়ের ঘাস মাড়িয়ে যখন তিরিশ পেরিয়ে গ্রামের ছোট্ট একটা চাকরিতে জীবনের টানাপোড়েন, তখন কেন জানি ব্যক্তিগত অহংবোধ ক্ষনে ক্ষনে মাথা উচিয়ে জানান দেয় এটাই তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন, চায়ের দোকানের কোনায় বসে থাকো বলে, তোমার সব অর্জন জলেরধারায় ভাসিয়ে দিতে পারেনা উচুমহলের উঠোনে পা রাখা বন্ধু স্বজনেরা। যে অবহেলায় তুমি হারিয়েছো সব, সে অবহেলারা আজ তোমার মাথার উপর আর কানের ভিতরে ঝিঝি পোকার সুর তোলে তুলুক, হারায়ে খুঁজোনা জীবন চলার মানে। চাকরি, পদ বা টাকা না হয়, একটা উপাদান হয়েই থাকুক তিরিশ পরবর্তী বেচেঁ থাকার কালে। আঁকড়ে ধরো অক্টোপাসের ন্যায় তোমার অর্জন "ব্যক্তিগত অহংবোধ "কে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৬ দুপুর ২:২৫

ক্লে ডল বলেছেন: হারায়ে খুঁজোনা জীবন চলার মানে

ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.