নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝেমধ্যে কী বোর্ড চাপাতে অনেক আনন্দ, ভিতর টাকে উগরে দেওয়া যায়।

নতুন বালক

শিখিতে চাই বলিতে চাই না , একা পথে হাটতে ভালো লাগে..। ।

নতুন বালক › বিস্তারিত পোস্টঃ

নয়ন্তী vs নিউরন

১২ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৩




নয়ন্তী,
নিউরোজেনেসিস প্রক্রিয়ায় নিউরন উৎপাদনের মতোই তোমার জন্য আমার ভালোবাসা উৎপাদন হয় প্রতিদিন, প্রতিনিয়তই।
করোটির ভেতর থেকে সেরেবেলাম যেমন- ভারসাম্য রক্ষা করে জীবনের গতি নিয়ন্ত্রণ করে,
তেমনি করে তোমার একটু পেছন ফিরে তাকিয়ে আমাকে দেখায়, আমার হৃদস্পন্দন আর শ্বাসক্রিয়া নিয়ন্ত্রিত হয়।

করপাস ক্যালোসাম যেমন করে নরম তুলতুলে ব্রেইন কে নিচ থেকে ঠেকনা দিয়ে ধরে রাখে।
তোমার এক চিলতে হাসি তেমনি করে আমার জীবন নামক জীয়নকাঠি কে ঠেকনা দিয়ে টিকিয়ে রেখেছে।

নয়ন্তী জানো ?
সেরেব্রাল কর্টেক্স এর চিন্তার মাইক্রস্কোপিক গঠন থেকে জানা যায় আকাশগঙ্গার নক্ষত্রের সংখ্যার কাছাকাছি আমার যে চিন্তা ভাবনা তার সবটা জুড়েই তুমি রয়েছো।

হ্যাঁ অদ্ভুত শোনালেও এটাই সত্যি নিউরন বাচ্চা অবস্থায় মাইগ্রেট করে যেমন অন্যত্র আভাস গড়তে পারে তবে আমি কিন্তু তেমন পারিনা। তোমার জন্য আমার মস্তিষ্ক দোলে, পিটপিট করে, মিটমিট করে তবুও আমি থিতু হয়ে থাকি তোমার কাছে গ্লিয়া নামক আঠা সদৃশ্য পদার্থের ন্যায়।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪৯

শাহ আজিজ বলেছেন: একটি চমৎকার আধুনিক গদ্য কবিতা হয়েছে। মানুষের করোটি থেকে মহাজাগতিক অনুভুতির বিচ্ছুরন একটা পোক্ত লেখাকে আমাদের যারপরনাই আনন্দ দিয়েছে । নতুন বালক , আরও লেখা চাই ।

১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১১

নতুন বালক বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি অনুপ্রাণিত।

২| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০৯

সালাহ উদ্দিন শুভ বলেছেন: আমি কবিতা বুঝিনা, যা বুঝলাম এবং পেলাম তা হল একগাদা ইনফর্মেশন। অসাধারণ

১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৩

নতুন বালক বলেছেন: জনাব সালা উদ্দিন শুভ আমিও কবিতা বুঝিনা তবে তথ্যগুলো নেট থেকে সংগৃহীত পড়ে শুধু জুড়ে দেওয়া হয়েছে লেখায়।

৩| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৬

সালাহ উদ্দিন শুভ বলেছেন: নেট থেকে সংগ্রহ করুন আর যাই করুন, এমন সুন্দরভাবে সব তথ্যগুলো একত্রিত করে উপস্থাপন করেছেন এটাই অনেক বড় কাজ। একসাথে অনেকগুলো ইনফর্মেশন এবং কবিতার ফিল B:-/

১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৫

নতুন বালক বলেছেন: ধন্যবাদ ভাইজান সালাহ উদ্দীন শুভ।

৪| ১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন: আপনি বিজ্ঞানের ছাত্র তা বেশ বুঝতে পারলাম।

১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১৭

নতুন বালক বলেছেন: না জনাব রাজিব নুর আমি বিজ্ঞানের ছাত্র নহে আমি বানিজ্য অনুষদের ছাত্র। ধন্যবাদ আপনাকে

৫| ১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৩

আখেনাটেন বলেছেন: বাহ বাহ

বিজ্ঞানের আলোকে কবিতার পঙক্তি আ্যড্রেনালিনের ক্ষরণ বাড়িয়ে দিবে কাপলদের ।

দারুন।

১২ ই মার্চ, ২০১৮ রাত ১১:১৬

নতুন বালক বলেছেন: আহা কাপল! ধন্যবাদ আখেনাটেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.