![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি সম্পর্কে যখন কেউ জড়িয়ে পড়ে, তখন অনেক স্বপ্ন, অনেক চিন্তা, আশঙ্কা, ভয়, এক কথায় বহু আবেগের সমন্বয়ে চলা শুরু হয়। কখনো কেউ কি ভেবে দেখেছেন, কেন কারো প্রতি এতই দুর্বল হয়ে যেতে হচ্ছে? আসলে যখন আমরা আমাদের জীবনটা অন্য কারো সাথে ভাগ করে নিতে চাচ্ছি, তখন আমরা কী পেতে চাই???
অনেকে বলেন, আমরা ভালবাসা চাই। তাই যদি হয়, তবে তার পেছনে কেন পাগলের মত করেন যে আপনাকে কখনো চাইবে না?
অনেকের মতে, উঠতি বয়সের আবেগ।
অনেক যুক্তির মেধ্য আমার যেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে তাই এখানে দিলাম।
হয়তো আমাদের মধ্যে একটি ভয় কাজ করে যে আমাদের অস্তিত্ব আমাদের সাথেই বিলীন হয়ে যাবে। কেউ জানবে না আমরা কেমন ছিলাম, কী পছন্দ করতাম, কী ভাবতাম। আমরা এমন কাউকে খুঁজি, যার মধ্যে আমাদের সবকিছু খেয়াল করার প্রবণতা থাকে। আমরা প্রকৃতপক্ষে আমাদের জীবনের একজন সাক্ষী চাই। আমরা তাকেই চাই যে কথা দেয় আমাদের পাশে থেকে আমাদের জীবনের প্রতিটা মূহুর্ত লক্ষ্য করবে। যে কথা দেয়, আমাদের জীবন সে দেখবে, লক্ষ্য করবে আমাদের সকল পরিবর্তন। আমাদের অস্তিত্ব আমাদের সাথেই শেষ হবেনা; একজন আছে, যে আমাদের মিটে যাওয়ার পর ও আমাদের অস্তিত্বের জানান দিয়ে যাবে।
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১০ রাত ১:১৫
মাহবুবুল ইসলাম (সুমন) বলেছেন: এত সুন্দর এটা লেখা কিন্তু কেই কমেন্ট করলনা...