নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাওন দি বস 4

আমি রাজশাহী মেডিকেল কলেজ পড়ছি, দেশ ও জাতিকে এগিয়ে নিতে চাই।

শাওন দি বস 4

আমি রাজশাহী মেডিকেল কলেজ এ পড়ছি, আরএমসি ফোরাম এর একজন এডমিন হিসেবে দায়িত্ব পালন করছি॥

শাওন দি বস 4 › বিস্তারিত পোস্টঃ

ঊননব্বই আর নিরানব্বই (উন আর নিরা বিষয়ক সমস্যা )

১০ ই জুলাই, ২০১১ সকাল ১১:৩৮

আজ সকাল থেকে মাথার মধ্যে প্রশ্ন টা ঘুরপাক খাচ্ছে । ২০ এর আগে উনিশ , ৩০ এর আগে আগে উন ত্রিশ , কিন্তু ১০০ এর আগে নিরা নব্বই । প্রশ্নটা হচ্ছে সবার আগে উন কিন্তু ১০০ এর আগে নিরা কেন?



কেও জানলে জানাই দেন আমারে। :(

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১১ সকাল ১১:৪৩

মদন বলেছেন: আমি যতটুকু জানি উন=কম

২| ১০ ই জুলাই, ২০১১ সকাল ১১:৫১

বৈকুন্ঠ বলেছেন: আইজ থেইকা ৩০ বছর আগে আমিও এই বিষয়টা নিয়া বহুত গোবেষনা কর্সি, দিস্তার পর দিস্তা কাগজ খরচ হৈসে (তখন কম্পুটার আসিল না), বহুত লেখালেখি করসি, অনেক এমব্রাসিপট্টি আমারে ডক্টরেট উপাধীতে ভূষিত করতে চাইসে। কিন্তুক এর সঠিক উত্তর উদ্ধার কর্তে পারি নাই। আমার জানা মতে এইখানে একজন বাংলাভাষা বিষয়ক বিশেষজ্ঞ আছেন। তনি মাঝে মইধ্য বিভিন্ন শব্দের "পোস্টমর্টেম" পোস্ট করেন। নামটা ভুইলা গেসি। উনি এর উত্তর জানলে জানতেও পারেন

উন শব্দের অর্থ হৈল কম। যেমন ধরেন, উন ভাতে দুনো বল। অর্থাৎ কম ভাত খাইলে বেশী বল পাওয়া যায়। কাজেই উন্তিরিশ অর্থ তিরিশের কম। এম্নেই কিন্তু আমরা কয়া থাকি উনিশ উনচল্লিশ ইত্যাদি। কিন্তু নিরানব্বই অর্থ হৈল নব্বইএর সংগে আরো নয়। যেমন ধরেন আটত্রিশ। মানে তিরিশের পরে আরো আট। আম্রা কিন্তু কৈনা উন'শ। আমার ব্যাখ্যাটা কেমুন অইল???

৩| ১০ ই জুলাই, ২০১১ সকাল ১১:৫৭

নো্য়াখাইল্লা ভ্যাম্পায়ার বলেছেন: =p~

৪| ১০ ই জুলাই, ২০১১ দুপুর ১২:০৮

সোহেল চৌধুরী বলেছেন: হুম... :( উন্নিশ, উনত্রিশ, উনচল্লিশ এগুলোর বদলে নিরান্দশ, নিরাম্বিশ, নিরাত্রিশ, নিরাল্লিশ এগুলো হওয়া উচিত ছিল। |-)
অথবা, নিরান্নবই এর বদলে উনেকশ! :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.