নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছায়েদ০৯

যে যাই বলুক, তাতে অামার মাথা ব্যাথা নেই।

সৈয়দ ছায়েদ অাহমদ

অামি একজন সাধারন পাবিলক মানে ধুম পাবলিক!!

সৈয়দ ছায়েদ অাহমদ › বিস্তারিত পোস্টঃ

পুলিশও আদিবাসীদের নগ্ন নাচ উপভোগ করে!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৪৪







দিনের শেষে ডেস্ক : ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বিপন্ন জারোয়া আদিবাসী নারীদের অর্ধনগ্ন করে নাচতে বাধ্য করে পুলিশ। আর সরকারি এই কর্মকর্তারাই বিপন্ন এই আদিবাসীদের নাচ উপভোগ করেন। আজ রোববার এনডিটিভিতে প্রচারিত এক ভিডিও চিত্রে সে দৃশ্যই দেখা গেছে। মোবাইল ফোনে ধারণকৃত ওই ভিডিও চিত্রে দেখা যায়, জারোয়া আদিবাসী নারীদের অর্ধনগ্ন করে নাচতে বাধ্য করছে পুলিশ। আর অন্য পুলিশ কর্মকর্তারা বসে উপভোগ করছেন। এর আগে গত ১১ জানুয়ারি পর্যটকদের মনোরঞ্জনের জন্য আন্দামান নিকোবরে জারোয়া আদিবাসী নারীদের অর্ধনগ্ন করে নাচতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। আর এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিল ভারত সরকার। সে সময় টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছিল, এ ঘটনা কেন ঘটানো হয়েছে, তার যুক্তিযুক্ত ব্যাখ্যা আন্দামান-নিকোবরের প্রশাসনের কাছে চেয়েছে ভারত সরকার। ভারতের আদিবাসী-বিষয়ক মন্ত্রী কে পি সিং ডিও বলেছিলেন, আন্দামান নিকোবরের ওই ঘটনা সত্যি হলে অবশ্যই তা অসম্মানজনক এবং ক্ষমার অযোগ্য। এর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আইন ও সংখ্যালঘু-বিষয়ক মন্ত্রী সালমান খুরশিদ বলেছিলেন, যারা আদিবাসী নারীদের অর্ধনগ্ন করে নাচতে বাধ্য করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া উচিত। দ্য গার্ডিয়ান পত্রিকা তাদের ওয়েবসাইটে ভিডিও ফুটেজসহ এই খবর সর্বপ্রথম প্রকাশ করেছিল। সেখানে দেখানো হয়েছে এক পর্যটকের সামনে আন্দামানের জারোয়া আদিবাসী নারীদের অর্ধনগ্ন হয়ে নাচার জন্য ক্যামেরার পেছন থেকে নির্দেশ দিচ্ছেন পুলিশের এক কর্মকর্তা।

ওয়েবসাইটটি বলছে, হাজার হাজার বছর ধরে আন্দামান দ্বীপে জারোয়া আদিবাসীরা শান্তিতে বসবাস করে আসছে। কিন্তু স¤প্রতি ট্যুরিজম প্রতিষ্ঠানগুলো জারোয়াদের জঙ্গল পর্যন্ত তাদের বিস্তৃতি ঘটিয়েছে। আর বিত্তবান পর্যটকদের অর্থের বিনিময়ে আদিবাসী নারীদের নগ্ন করে পর্যটকদের সামনে নাচাতে বাধ্য করে পুলিশ



দিনেরশেষে



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৫১

সন্জু ৩০৭ বলেছেন: কপাল ভাল যে আমাদের দেশে জারোয়া দের মত কোন আদিবাসি নেই। B-) B-) B-) B-) B-)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১৬

সৈয়দ ছায়েদ অাহমদ বলেছেন: আমাদের দেশে প্রচুর আদিবাসী আছে, বলেন ভাগ্য ভালো ওদের মতো ভালো ( অথাৎ -----) গুনধর পুলিশ আমাদের দেশে নাই বা বুদ্ধি নাই। এর জন্য।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১৫

আলমাস১৭ বলেছেন: X( X( X( X(( X((

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:২৫

আলমাস১৭ বলেছেন: আমাদের দেশে কিন্তুক বাললীগ আছে।আর আদিবাসীর দরকার নেই ওরাই সেঞ্চুরী করতেছে।পরে কি করবে আল্লাহই জানে।,,,,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.