নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বেচ্ছাসেবকের ব্লগে স্বাগতম। আমি ডাঃ সাঈদ, একজন দন্ত চিকিৎসক। এখন আগ্রহ আইটি সেক্টরে। নিজের কম্পানীর নতুন এপ hospitalin পাবেন প্লে স্টোরে।

সেচ্ছাসেবক

দামে কম মানে ভাল, বাংলাদেশী ডাক্তার

সেচ্ছাসেবক › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-দুবাই ওয়াল্ড (দেখলেও পস্তাইবেন না দেখলেও পস্তাইবেন) (কত অজানা রে পার্ট-৫)

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৩

২০১০ সালে কথা ধারনা করা হয়েছিল যে দুবাই এর কাছে সঞ্চয়িত তেল শেষ হয়ে যাবে। তাহলে কি রাজা-বাদশাদের দিন শেষ??? কিন্তু রাজকুমার এ কি কথা শুনালো !!! সে আশা করছে ১৫ মিলিয়ন টুরিষ্ট তার দেশে আসবে !!! কিভাবে ??? দেখেন ...





১) বুর্জ খালিফা দুবাই:







বুর্জ খলিফা (আরবি ভাষায়: برج خليفة ; খালিফাহ) বর্তমানে পৃথিবীর গগনচুম্বী অট্টালিকা বা উচ্চতম ভবন যা ৪ঠা জানুয়ারী ২০১০ তারিখে উদ্বোধন করা হয়েছে। এটি আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত। এটি "দুবাই টাওয়ার" নামেও পরিচিত। নির্মাণকালে এর বহুল প্রচারিত নাম বুর্জ দুবাই (আরবি ভাষায়: برج دبي) থাকলেও উদ্বোধনকালে নাম পরিবর্তন করে "বুর্জ খলিফা" রাখা হয়।এটির উচ্চতা ৮১৮ মিটার বা ২,৭১৭ ফুট (প্রায় আধা মাইল)।







"বুর্জ খলিফার" নির্মাণ কাজ শুরু হয় ২০০৪ খ্রিস্টাব্দে, আর কাজ শেষ হয় ২০০৯ খ্রিস্টাব্দে। এটি তৈরীতে প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে। এর বহিঃপ্রাঙ্গনে অবস্থিত ফোয়ারা নির্মাণেই ব্যয় হয়েছে ১৩৩ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড। এই ভবনে ১,০৪৪টি বাসা (এপার্টমেন্ট) আছে; ১৫৮তলায় আছে একটি মসজিদ; ৪৩তম এবং ৭৬তম তলায় আছে দুটি সুইমিং পুল। আরো আছে ১৬০ কক্ষবিশিষ্ট একটি হোটেল। ১২৪তম তলায় দর্শকদের জন্য প্রকৃতি দর্শনের ব্যবস্থা করা হয়েছে। এ ভবনে সংস্থাপিত কোনো কোনো লিফটের গতিবেগ ঘণ্টায় ৪০ মাইল। ২০০৪ খ্রিস্টাব্দে শিলান্যাসের পর থেকে অতি দ্রুত নির্মাণ কাজ অগ্রসর হয়েছে। এমনো দিন গেছে যে দিন ১২ হাজার নির্মাণ কর্মী একযোগে নির্মাণ প্রক্রিয়ায় নিযুক্ত ছিল। সে সময় প্রতি তিন দিন পর পর একটি ছাদ তৈরি করা হয়েছে। [তথ্যসূত্র-উইকিপিডিয়া]



২) পাল্ম আইল্যান্ড:







কৃত্তিম ভাবে তৈরি দ্বীপ :-/:-/ হা জি হা ... এও সম্ভব !!! :|:| পাম গাছের আকৃতিতে তৈরি এই দ্বীপপুঞ্জ তৈরি করেছে নাখিল প্রোপার্টিজ। মানুষের তৈরি সবচেয়ে বড় দ্বীপমালা এটি। এখনো তৈরি হচ্ছে। প্রথম দুটি দ্বীপপুঞ্জ প্রায় 100 মিলিয়ন শিলা এবং বালি কিউবিক মিটার গঠন করা হয়েছে। পুরোটার চমৎকার নির্ভুল আউটফিট দিতে ব্যবহার করা হয়েছে "ডিজিটাল গ্লোবাল পজিশনিং সিস্টেম"।







তিনটি দ্বীপ এর মধ্যে ১০০ টিরও বিলাস হোটেল, নিজস্ব আবাসিক সৈকত এবং অ্যাপার্টমেন্ট, জল থিম পার্ক, রেস্তোরা, কেনাকাটার স্থান, ক্রীড়া সুবিধা এবং স্বাস্থ্য সুবিধা ও স্পা থাকবে। এইটা ১০-১৫ বছরের প্রোজেক্ট। ইস, একটার মালিক যদি হতে পারতাম। :|:|



৩) দুবাই ল্যান্ড:







ছয়টা থিক পার্ক নিয়ে ডিজনী ল্যান্ডের দ্বিগুন বড় এই বিনোদন কেন্দ্র। কি কি আছে এখানে ???



** এট্টাকশন ও এক্সপেরিয়েন্স ওয়াল্ড (১৩ বর্গকিমি)

- ইউনিভার্সাল স্টুডিও দুবাই

- টাইগার উডস দুবাই

- বাওয়াডি

- গ্লোবাল ভিলেজ

- কিডস সিটি

- জায়ান্ট ওয়াল্ড

- ওয়াটার পার্ক

- একুয়াদুনইয়া

- দুবাই স্লোডোম



** রিটেইল ও এনটারটেইনমেন্ট ওয়াল্ড (৪ বর্গকিমি)

- ফ্লিয়া মার্কেট

- ওয়াল্ড ট্রেড পার্ক

- এউকশন ওয়াল্ড

- ফেক্টরি আউটলেট



** স্পোর্টস ও আউটডোর ওয়াল্ড (১৯ বর্গকিমি)

-দুবাই স্পোর্টস সিটি

-এমিরেটস স্পোর্টস ওয়াল্ড

-পোল ক্লাব

-দুবাই অটোড্রোম

-দুবাই গলফ সিটি



** থিম লেজার ও ভেকেশন ওয়াল্ড (২৯ বর্গকিমি)

- ওমেনস ওয়াল্ড

- ডেস্টিনেশন দুবাই

- ডেজার্ট কিংডম

-এনডালুসিয়ান রিসোর্ট ও স্পা



** ইকো-টুরিজম ওয়াল্ড (৭৫ বর্গকিমি)

- আল সাহারা ডেজার্ট রিসোর্ট

- সেন্ড দুনি হোটেল

- আল কাহেল



** ডাউনটাউন (১.৮ বর্গকিমি)

- মল অফ আরাবা

- সিটি ওয়াক

- দি গ্রেট দুবাই হুইল

- ভার্চুয়াল গেম ওয়াল্ড





রাতের বেলার ছবি। আর কি লাগে, চলেন ঘুরে আসি।



৪) হাইড্রপলিস:







দুনিয়ার প্রথম সমুদ্রতলদেশের সুইট। এর নাম "ওশান সাইট রুম"। ২২০ টা গেষ্ট সুইট আছে এই আন্ডার ওয়াটার রিসোর্টে।

পার্সিয়ান গল্ফের ৬৬ ফুট নিচে এই রিসোর্ট।



৫) ওয়াল্ড আইল্যান্ড:







এও সম্ভব ??? হা সম্ভব। এইতো আপনের চোখের সামনে। মোট ৩০০ টা দ্বীপ আছে। যদি একটা দ্বীপ কেনার ইচ্ছা থাকে ভুলে যান। সম্ভব না। এক একটার গড় দাম ১,৯৯,৯৫,০০,০০০ টাকা। :( স্পিডবোট বা হেলিকপ্টার থাকতে হবে এখানে থাকতে হলে।



৬) দুবাই মল:







দুনিয়ার সবথেকে বড় সপিং মল এটি। বিস্তারিত বলতে ইচ্ছা করতাছে না। আয়তন ৫০টা ফুটবল স্টেডিয়ামের সমান।

আমি বৌ নিয়া জীবনেও ওখানে যামু না। বসুন্ধরা সিটিই আমাদের জন্য এনাফ ... কি বলেন ???



৭) স্কি দুবাই:







উপরের মলেরই একটা অংশ এইটা। -১ডি সে. তাপমাএা থাকে সবসময়।







মানুষের টাকা থাকলে সবই সম্ভব। কিন্তু শুধু টাকা থাকলেই হয় না, সদিচ্ছাও থাকতে হয়। দুরদর্শিতা কি রকম থাকলে এমন একটা প্লান সাকসেসফুল করা সম্ভব ???

সত্যি খুব দুঃখ হয় নিজের দেশের অবস্থা দেখে। :((:#



সবাইকে শুভকামনা , আজ এ পর্যন্তই ...





আমার "কত অজানা রে" সিরিজ:

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-উৎসব (কত অজানা রে পার্ট-১)

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-কম্পিউটার মাউস (কত অজানা রে পার্ট-২)

পৃথিবীর যত কিছু আজব-অদ্ভুত ... আজকের বিষয়-প্রাকৃতিক গরম পানির লেক (কত অজানা রে পার্ট-৩)

পৃথিবীর যত কিছু আজব-অদ্ভুত ... আজকের বিষয়- জাপানের কিছু পুকুর যাকে তারা 'হেল' বা নরক বা জিগোকু বলে (কত অজানা রে পার্ট-৪)

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-ক্রেজিয়েষ্ট ম্যানমেইড ফাউনটে (কত অজানা রে পার্ট-৬)

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয় - জিওলজিকাল বিশ্ময় (এর অনেক গুলো আজ প্রথম দেখবেন) (কত অজানা রে পার্ট-৭)

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-এক্সট্রিম বডিবিল্ডার (কত অজানা রে পার্ট-৮)

মন্তব্য ৪৭ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২০

শান্তা273 বলেছেন: চমৎকার পোস্ট !!!
দুবাই যাইতে মুন চায় !!!

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৩

সেচ্ছাসেবক বলেছেন: মুরুব্বী , আমারে নিয়া যায়েন ... পিলিজজজ ...

২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩২

নতুন বলেছেন:

আর



এইগুলানের কথা তোা কইলেন না...

৪) হাইড্রপলিস >>> বানানো হয়নাই...
৩) দুবাই ল্যান্ড ->>> কাজ মনে হয় বন্ধ... টেকা নাই দুবাইর সরকারের কাছে... :)
৫) ওয়াল্ড আইল্যান্ড >> ১টা দ্বীপ শেষ করছিলো...বাকি গুলান ঐভাবেই পইড়া আছে...

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৯

সেচ্ছাসেবক বলেছেন: হইতেয়ারে ... আমার জানা নাই ... আর তেল নাই টেকা থাকবো কেমনে ???

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৩

মোরশেদহ্যাপি বলেছেন: ভাই আমি দুবাইতে থাকি । এইযে থার্টি ফার্স্ট নাইট গেছে দুবাই মল আর বুর্জ খলিফাতে কাটাইছি অনেক মজার
ধন্যবাদ পোস্টের জন্য । ওনেক কিছু দেখার আছে তই টাইম পাই না। এঙ্গয় করার মত অনেক আইটেম আছে হাহাহা শুধু মাইনে চাই । অনেক বার দুবাই মল ঘুরার সুযোগ হয়েছে বাট কিছু ক্রয় করার বা খাবার সাহস হয়নি ইন্দিয়ান সমুসা ছাড়া হাহাহাহা

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪০

সেচ্ছাসেবক বলেছেন: ভাই আপনের তো রাজ কপাল ... :( ...

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৪

বৈরাম খাঁ বলেছেন: ভাই কি দেখাইলেন :) :)

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৮

সেচ্ছাসেবক বলেছেন: ক্যা দুবাই ... :-B :-B

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

মনিরা সুলতানা বলেছেন: হু দেখলাম B-)


তয় আফনের দুলাভাই যদি জানে আফনে দেখাইছেন , তাইলে কিন্তু নিজের চিকিৎসা নিজে ই করতে হইব B-))

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৫

সেচ্ছাসেবক বলেছেন: আপনে আছেন না ??? আপনে আমারে বাচাঁইবেন। :) আমি মাইর খামু আর আপনে চাইয়া চাইয়া দেখবেন এ আমি বিলিভ করি না ... হে হে হে ...

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭

অনীনদিতা বলেছেন: চমৎকার পোস্ট !

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৬

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ... :)

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১২

জহির মোর্শেদ বলেছেন: নাইস ! নাইস! নাইস পোস্ট !!! নিজ নয়নে দেখবার মন চায়!

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭

সেচ্ছাসেবক বলেছেন: চলে যান ভাই ... খুব বেশি টাকা লাগে না কিন্তু ...

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

মাহমুদুর রাহমান বলেছেন: দুবাই যাইতে মুন চায় /:) /:)

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯

সেচ্ছাসেবক বলেছেন: পেলেনে উঠেন ... দুবাই যাইতে খুব বেশি টাকা লাগে না ... ১৮-২০ হাজার টাকা লাগে (ওয়ানওয়ে) ... :)

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০০

এস বাসার বলেছেন: গুড পোস্ট!

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ... :)

১০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

অন্য জগৎ বলেছেন: ভালা পোস্ট !!!

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২০

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ... :)

১১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

নীড় ~ বলেছেন: তেল শেষ হয়ে গেলে এসব খুব বেশিদিন টিকবেনা। এর চেয়ে যদি এরা কিছু ভালো রিসার্চ ইউনিভার্সিটি বানাতো আর রিসার্চে এই টাকা ব্যায় করতো তাহলে কাজের কাজ হতো।

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩

সেচ্ছাসেবক বলেছেন: ভাল বলেছেন ... কিন্তু তাতে রাষ্টিয় খাতে টাকা আসতো না ...

১২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

নীলশুভ্র বলেছেন: ভাল লাগলো, চমৎকার পোষ্ট।

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ....

১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০১

কৈশর বলেছেন: গুড পোস্ট

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ...

১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩

আকাশ মাহমুদ০০৭ বলেছেন: জব্বর হইছে

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৭

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ... :)

১৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০

লাবনী আক্তার বলেছেন: অনেক সুন্দর ছবিগুলো। পোস্টের জন্য ধন্যবাদ।

০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২

সেচ্ছাসেবক বলেছেন: আপনাকেও পড়ার জন্য ধন্যবাদ ...

১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫

মাহী ফ্লোরা বলেছেন: হুমমমমমমম /:)

০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬

সেচ্ছাসেবক বলেছেন: খেপেন ক্যা ???? :||

১৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০

শিপু ভাই বলেছেন:
দারুন!!!+++++++++++++


প্রিয়তে রাখলাম!!!

০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪

সেচ্ছাসেবক বলেছেন: ওকে ... ধন্যবাদ ...

১৮| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬

দি সুফি বলেছেন: তেল বেইচা বেইচা কত কিছু বানাই ফেলছে :(( :((

পোষ্টে ++++ !:#P !:#P

০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

সেচ্ছাসেবক বলেছেন: হ ভাই ... খালি আমরাই পিছায় থাকলাম ... :(

১৯| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০

মাথা ঠান্ডা বলেছেন: অদ্ভুত সুন্দর। যাইতে মুনচায়।

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬

সেচ্ছাসেবক বলেছেন: চলে যান ... কি আছে জীবনে কন ??? একটু আকটু ঘুরাঘুরি না করলে কি হয় ????

২০| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

মিনহাজুল হক শাওন বলেছেন: জোশ হইছে।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩০

সেচ্ছাসেবক বলেছেন: ধন্যবাদ ....

২১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫

আমি নষ্ট কবি বলেছেন: jamuga dubai

২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩

সেচ্ছাসেবক বলেছেন: হেটে রওনা দেন ... একদিন না একদিন পৌছাবেনই ...

২২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫০

প্রিন্স হেক্টর বলেছেন: পোষ্টে কোন ছবি দেখতে পারছি না :|

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৮

সেচ্ছাসেবক বলেছেন: আমিও না ... বুঝলাম না কই প্রবলেম হইছে .... :(

২৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪২

রসের হাড়ি বলেছেন: আমিও পোষ্টের কোনো ছবি দেখতে পারলামনা.. :|
দারুন পোষ্ট। :D

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৮

সেচ্ছাসেবক বলেছেন: ঠিক করে দিলাম ভাই, এখন দেখা যাচ্ছে কি ?

২৪| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৪

লিযেন বলেছেন: সিরিজ চলতে থাকুক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.